![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফাঁস হওয়া প্রশ্নপত্রে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের কারও বিন্দুমাত্র দোষ নেই; দোষ আমাদের সিস্টেমের, সিস্টেমের মাথায় বসে থাকা কর্তাব্যক্তিদের, ছেলেমেয়েদের অভিভাবকদের।
সিস্টেমের কর্তাব্যক্তিরা সমস্যার সমাধান করবে কিভাবে? তারা তো প্রশ্নপত্র ফাঁস হয় এটাই স্বীকার করে না!
আর আমাদের সমাজের অভিভাবকবৃন্দ তাদের সন্তানকে 'মানুষ' বানানোর পরিবর্তে বানাতে চান টাকা কামানোর একেকটা 'মেশিন', তা যেভাবেই হোক।
নীতি-নৈতিকতা মুড়ি খাক, আপনিও মুড়ি খাইতে চাইলে বাটিসহ চলে আসুন, বাটির ঘাটতি আছে।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৪
নতুন বলেছেন: যখন বাবা/মা দূনিতি করে টাকা আয় করে তখন সেই টাকার মালিক ছেলে/মেয়ের ভবিশ্যতের জন্য ফাস হওয়া প্রশ্ন কিনতে মনে কিছুই করে না।
নৈতিকতা তাদের জন্য তত্ব কথা ওটা সবাই বলে।