![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাফিজা জাহান কিডন্যাপ হয়েছেন। নাফিজার বাসা থেকে অভিনেতা সাজু খাদেম তাকে কিডন্যাপ করেন। আর এ নিয়ে বেশ সমস্যায় পড়েছেন নাফিসার পরিবার। তবে এটা বাস্তবে নয়, জনপ্রিয় ধারাবাহিক 'মায়া' নাটকের এ সপ্তাহের পর্বে এমনটাই দেখা যাবে।
এবারের পর্বে দেখা যাবে- হুট করেই এক কোটি টাকা কাবিন দিয়ে নাফিজাকে বিয়ে করেন সাঈদ বাবু। এলাকার তরুণ চেয়ারম্যান সানসী ফারুকের হাত থেকে রক্ষা পাবার জন্যই নাফিজা ও বাবুর পরিবার এই বিয়ের সিদ্ধান্ত নেন। তবুও শেষ রক্ষা হয়না। বিয়ের রাতেই নাফিজাকে কিডন্যাপ করে সাজু খাদেম। মাত্র ৫ লক্ষ টাকার বিনিময়ে নাফিজাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে চেয়ারম্যানের হাতে তুলে দেয় সে।
এদিকে নাফিজার স্বামী সাঈদ বাবু এ ঘটনার কিছুই জানতে পারেনা। অন্যদিকে কিডন্যাপ হওয়ার পর পরই নাফিজার বাবা লূত্ফর রহমান জর্জ ছুটে যান চেয়ারম্যান সানসীর কাছে। চেয়ারম্যান নানা কথা আদায় করে বাবার হাতে মেয়েকে ফিরিয়ে দেন। মেয়েকে নিয়ে বাড়ি ঢুকতেই সাঈদ বাবুর সাথে দেখা হয়ে যায়। তখন মেয়ের জামাইয়ের প্রশ্নে আতঙ্কিত হয়ে পড়েন নাফিজের বাবা। এভাবেই এগিয়ে যায় 'মায়া' নাটকের কাহিনি।
টুকু মজিনউলের রচনায় এবং মাসুদ মহীউদ্দীনের পরিচালনায় নাটকটি জিটিভিতে প্রতি শনি ও রবিবার রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হচ্ছে।
***আরো মজার মজার খবর পড়তে এখানে ক্লিক করুন ***
Related keywords: bangla news paper , bangla news papers , bengali news paper , bangladeshi news paper , bangladesh news bangla , daily bangla news paper , news paper , bangla news , bd news paper
Visit my amazing blog: http://beb24.blogspot.com
©somewhere in net ltd.