নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন

জুলফিকা১১

জুলফিকা১১ › বিস্তারিত পোস্টঃ

World's first 2K Smartphone. বিশ্বের প্রথম ২কে রেজুলেশনের স্মার্টফোন!

২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩২

‘এক্সপ্লে৩এস’ নামের ২কে বা ২৫৬০ বাই ১৪৪০ পিক্সেল রেজুলেশনের একটি স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে চীনের মোবাইল ফোন নির্মাতা ভিভো।



কোম্পাটির তৈরি ‘এক্সপ্লে৩এস’ হবে বিশ্বের প্রথম ২কে রেজুলেশনের স্মার্টফোন, যাতে বর্তমানে ১০৮০ পিক্সেলের স্মার্টফোনের তুলনায় বেশি পিক্সেল ঘনত্ব থাকবে। এতে স্মার্টফোনে টেক্সট, ভিডিও ও ছবি ঝকঝকে দেখাবে বলেই দাবি করেছে ভিভো।



ছয় ইঞ্চি মাপের ডিসপ্লে থাকছে ভিভো এক্সপ্লে৩এস স্মার্টফোনটিতে, যাতে প্রতি ইঞ্চিতে পিক্সেল ঘনত্ব হবে ৪৯০, যা বর্তমানে সর্বোচ্চ পিক্সেল ঘনত্বের ফোন এইচটিসি ওয়ানকেও ছাড়িয়ে যাবে। এইচটিসি ওয়ানের ডিসপ্লেতে প্রতি ইঞ্চিতে পিক্সেল ঘনত্ব ৪৬৯।



ভিভো জানিয়েছে, এক্সপ্লে৩এস স্মার্টফোনটিতে থাকবে ২.৩ গিগাহার্টজের স্ন্যাপড্রাগন কোয়াড কোরের প্রসেসর, তিন গিগাবাইট র্যাম, পেছনে ১৩ মেগাপিক্সেল ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা। এই স্মার্টফোনটিতে ফটো প্লাস নামে ক্লাউডে ছবি সংরক্ষণ করার বিশেষ ফিচার ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রাখবে চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।



স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েডের কাস্টোমাইজ সংস্করণ ব্যবহূত হবে। ৩২ গিগাবাইট স্টোরেজ সুবিধার স্মার্টফোনটিতে তিন হাজার ২০০ অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে। ১৭২ গ্রাম ওজনের স্মার্টফোনটি হবে মাত্র ৪.৯৫ মিলিমিটার পুরুত্বের।



প্রসঙ্গত, ভিভো এর আগে এক্স৩ নামের ৫.৭৫ মিলিমিটার পুরুত্বের স্মার্টফোন বাজারে এনে সবচেয়ে পাতলা স্মার্টফোনের রেকর্ড গড়েছিল।



এদিকে, ২কে বা উন্নত রেজুলেশনের স্মার্টফোন বাজারে আনতে কাজ করছে স্যামসাং আর এলজি। স্মার্টফোনের বাজারে এলজি ও স্যামসাংকে টেক্কা দিতেই ভিভো নতুন স্মার্টফোন বাজারে আনার পরিকল্পনা করেছে।



প্রসঙ্গত, ভিভো ছাড়াও ওপ্পো নামের আরেকটি চীনা স্মার্টফোন নির্মাতা ২কে রেজুলেশনের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে।





আরো পড়ুনঃ

* ৫ ধরণের নারী হতে সাবধান!

* কিভাবে বুঝবনে আপনার স্ত্রী পরকীয়া করছে।

* ফ্রিল্যান্সারদের আয় বাড়ানোর জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস্।

* দরজার তালা যদি স্মার্টফোন দিয়ে খোলা যায় কেমন হবে?এবার চাবির কাজটি করবে স্মার্টফোন!





Visit my amazing blog: http://beb24.blogspot.com

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.