নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুমন

জুলফিকা১১

জুলফিকা১১ › বিস্তারিত পোস্টঃ

Yahoo spreading

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২

Yahoo spreading "malware" virus: দুটি বড় ইন্টারনেট নিরাপত্তা প্রতিষ্ঠান জানিয়েছে, ইন্টারনেট জায়ান্ট ইয়াহুর ওয়েবসাইট থেকে লাখ লাখ ভিজিটর ম্যালওয়্যারে আক্রান্ত হচ্ছে। এর মূলে আছে ইয়াহুর বিজ্ঞাপনী সার্ভার ।খবর ওয়াশিংটন পোস্ট’র



শুক্রবার এক ব্লগ পোস্টে নেদাল্যান্ডসভিত্তিক ফক্স-আইটি লিখেছে, ‘ইয়াহু ডটকম ওয়েবসাইট ভিজিট করার পর গ্রাহকদের কম্পিউটারে ক্ষতিকর সফটওয়্যার পাওয়া গেছে।’



এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, ads.yahoo.com থেকে ইয়াহুর ওয়েবসাইট ভিজিটরদের কিছু বিজ্ঞাপন থেকে ক্ষতিকর প্রোগ্রাম ছড়িয়ে পড়ছে, যেগুলো বিভিন্ন ডোমেইনে সংরক্ষিত আছে।



ওয়াশিংটন পোস্টের নিরাপত্তা বিশ্লেষক ও কন্ট্রিবিউটর এ বিষয়টি তুলে ধরেছেন। তিনি জানান, এটা কোনো বিজ্ঞাপন নেটওয়ার্কে হ্যাকিংয়ের ফলে হতে পারে। এছাড়া আরেকটি কারণ দায়ী হতে পারে এর জন্য। সেটি হচ্ছে, কোনো বিজ্ঞাপনের ভেতর ক্ষতিকর সফটওয়্যার সন্নিবেশ করা। যার ফলে ইয়াহুর ফিল্টারিং সিস্টেমকে ফাঁকি দেয়া সম্ভব হয়েছে।’



হিটম্যান প্রো নামে অ্যান্টি ম্যালওয়্যার সফটওয়্যারের নির্মাতা ও নিরাপত্তা গবেষক মার্ক লোমান টুইটারে ম্যালওয়্যারের বিষয়টি নিশ্চিত করেছেন।



ডিসেম্বরের ৩০ তারিখে প্রথম এ ঘটনার প্রমাণ দেখা যায়। তবে এর সূত্রপাত আগেও হতে পারে বলে জানিয়েছে ফক্স-আইটি। তারা জানিয়েছে ইয়াহু বিষয়টি অবগত আছে এবং এর সমাধানে কাজ করছে।







আরো পড়ুনঃ


প্রস্রাবের রঙ দেখে বুঝে নিন আপনার শরীরের অবস্থা

দীর্ঘ জীবন লাভের রহস্য উন্মোচন

জনপ্রিয় দশটি স্মার্টফোন: কেনার আগে জেনে নিন

বিদায় গুগল অ্যাডসেন্স!!! এবার অবশ্যই আয় হবে Adsense-এর বিকল্প সাইট থেকে





Visit my amazing blog: http://beb24.blogspot.com

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.