![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিনাশ্রমে ও শুধু অর্থ বিনিয়োগ করে বাংলাদেশের লক্ষাধিক মানুষ আয়ের একটি সুন্দর পথ খুঁজতে গিয়ে ক্লিক বা বিভিন্ন ধোকাবাজির খপ্পড়ে পড়ে লক্ষাধিক টাকার লোকসান গুনেছেন। তবুও বলতে হয় আমরা অনেক সাহসী, কারণ শুধু একবার নয়, একাধিকবার আমরা এ ধরণের ঘটনার শিকার হয়েছি এবং হচ্ছি। আসলে যেটা বিনাশ্রমে ও অল্প সময়ে অনেক টাকা এনে দিবে, সেটা হয়তো আপনাকে ক্ষণিকের জন্য অর্থবান করবে, কিন্তু তার ফল হলো ক্ষনস্থায়ী ও অত্যন্ত বেদনাদায়ক। আর যেটার ফল অল্প অল্প করে আপনাকে আন্দিত করে ও এক সময় আপনাকে চিরস্থায়ী সাফল্যের দিকে নিয়ে যায়, সেটাই হলো চিরস্থায়ী আয়ের পথ। এরকমই কয়েকটি নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য আয়ের পথ হলোঃ ফ্রিলেন্সিং/আউটসোর্সিং, SEO, Adsense ও Blogging। প্রাথমিক পর্যায়ে অল্প অল্প আয় হলেও এক সময় আপনি অন্যান্য ফ্রিলেন্সার/আউটসোর্সার, SEO, Adsense ও Blogger দের মতো মাসে ৩০০ থেকে ৩০০০ ডলার বা ততোধিক আয় করতে পারবেন। বাংলাদেশের পুরুষদের সথে পাল্লা দিয়ে এখন মহিলারও মাসে ৩০০ থেকে ৩০০০ ডলার আয় করতে পারছেন। আপনি এরকম কিছু মহিলাদের প্রোফাইল দেখে তা সহজেই আঁচ করতে পারবেন। (Profile of Marjan Ahmed: "http://www.freelancer.com/u/marjanahmed13.html" and Profile of Jarin Akter: "https://www.freelancer.com/u/jarinakter.html") আপনিও ইচ্ছা করলে বিশ্বের ১০০ ভাগ জেনুইন প্রোগ্রাম : ফ্রিলেন্সিং/আউটসোর্সিং, SEO, Adsense ও Blogging শিখে নিশ্চিত একটি আয়ের পথের পথিক হতে পারেন। আরো বিস্তারিত জানতে ও ভর্তি হতে যোগাযোগ করুন: 01191109792 (সকাল ১০টা থেকে রাত ১০টা)। ধন্যবাদ।।
Visit my amazing blog: http://beb24.blogspot.com
২| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫
মোঃ আনারুল ইসলাম বলেছেন: কি হপে ভাই এত ব্লগিং শিখে??
৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪
একজন ঘূণপোকা বলেছেন: রাজীব বলেছেন: ব্লগিং কেমনে শিখে??
৭ বছর ধরে ব্লগিং করছি এখনো ব্লগিং শিখলাম না।
আমিতো মদনা হইয়া গেলাম!!
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২২
রাজীব বলেছেন: ব্লগিং কেমনে শিখে??
৭ বছর ধরে ব্লগিং করছি এখনো ব্লগিং শিখলাম না।
আমিতো মদনা হইয়া গেলাম!!