![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিতে ইউনিয়ন পর্যায়ে ফাইবার অপটিক ক্যাবল সংযোগ দেয়া হবে। সাধারণ মানুষ যাতে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারে তার জন্য সেখানে উন্নত ওয়াই-ফাই রাউটারও বসানো হবে।
আর এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য আগামী বাজেটেই নির্ধারিত একটি বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম খান।
সোমবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস কার্যালয়ে আয়োজিত বেসিস আওয়ার অব কোড এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইসিটি সচিব এসব কথা জানান।
বেসিস সভাপতি শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসিসের সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ আলমাস কবির, মহাসচিব রাসেল টি আহমেদ, পরিচালক ও বেসিস আওয়ার অব কোড কর্মসূচির আহ্বায়ক শাহ ইমরাউল কায়ীস ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম-বিআইজেএফের কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ কাওসার উদ্দিন।
শিক্ষার্থীদের মধ্যে কোডিং নিয়ে ভীতি দূর করতেই সপ্তাহব্যাপী বেসিস আওয়ার অব কোড কর্মসূচির আয়োজন করেছে বেসিস ও বিআইটিএম (বেসিস ইন্সটিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট)। ৯ থেকে ১৫ ডিসেম্বর বিশ্বের ১৬০টি দেশে কম্পিউটার সায়েন্স এডুকেশন উইক পালন করা হয়। তারই অংশ হিসেবে বাংলাদেশে এবারই প্রথম বেসিস আওয়ার অব কোড পালন করা হচ্ছে। সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম- বিআইজেএফ।
অনুষ্ঠানে আইসিটি সচিব আরও জানান, বর্তমানে দেশের উপজেলাগুলোতে ফাইবার অপটিক ক্যাবল সংযোগ প্রদান ও রাউটার স্থাপনের কাজ এগিয়ে চলছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ইন্টারনেটের মাধ্যমে তাদের যাবতীয় কাজ করতে পারবেন। অনেক বেশি ফ্রিল্যান্সার তৈরি হবে। বেসিস আওয়ার অব কোড স¤পর্কে তিনি বলেন, এই ধরনের উদ্যোগ আগামীতে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করা যেতে পারে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে আগ্রহী করতে পারলে তাদের এই বিষয়ে ভীতি দূর হবে।
শুধু শিক্ষার্থী নয়, যে কাউকে প্রোগ্রামিংয়ে আগ্রহী করা প্রয়োজন। এতে দেশ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার সুযোগ পাবে। বেসিস সভাপতি বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রা দ্রুতগতির হলেও দেশে তুলনামূলকভাবে কম্পিউটার বিজ্ঞান তথা বিজ্ঞানের শিক্ষার্থী কম। বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ জনবলের অভাব পূরণে বাংলাদেশীরা একটু চেষ্টা করলে সহজেই প্রবেশ করতে পারবে। আর এ জন্য প্রয়োজন শিক্ষার্থীদের কম্পিউটার বিজ্ঞানে আগ্রহী করে তোলা। এরই অংশ হিসেবে বেসিস এ অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে।
***তথ্যপ্রযুক্তি বিষয়ক ও নতুন নতুন খবর জানতে এখানে ক্লিক করুন ***
©somewhere in net ltd.