নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুলফিকার

জুলফিকা৩৩

জুলফিকা৩৩ › বিস্তারিত পোস্টঃ

এবার বাতাসে চলবে মোটরসাইকেল - বাংলাদেশের বিজ্ঞানী হবিগঞ্জের নুরুজ্জামানের উদ্ভাবন

০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৭

দেশে এই প্রথম বাতাসচালিত মোটরসাইকেল উদ্ভাবন করা হয়েছে। এটি কোনো ধরনের তেল-গ্যাস ছাড়া চলবে এবং শতভাগ পরিবেশবান্ধব হবে। তাছাড়া মোটরসাইকেলটি চালু করতে ব্যাটারির প্রয়োজন হবে না। এ মোটরসাইকেলটি চালাতে প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র ৯১ পয়সা। দীর্ঘ ২ বছর চেষ্টার পর বাতাসচালিত মোটরসাইকেলটি উদ্ভাবন করেছেন হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের গরিব কৃষক সৈয়দ আলীর ছেলে নুরুজ্জামান।



বুধবার বিকালে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ প্রযুক্তির উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে নুরুজ্জামান এক প্রদর্শনীর মাধ্যমে তা তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য, হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী হাবিবুর রহমান, নবীগঞ্জ দিনারপুর ফুলতলী আলিয়া মাদরাসার অধ্যক্ষ শেখ ফরহাদ ছাদ উদ্দিন ও হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ। সভায় উদ্ভাবক চট্টগ্রাম শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নুরুজ্জামান বলেন, ২০১১ সাল থেকে তিনি বাতাসচালিত মোটরসাইকেল তৈরির কাজ শুরু করেন। একটানা ২ বছর সাধনার পর এটি তৈরি করা হয়। এ গবেষণায় তার কমপক্ষে ৪ লাখ টাকা ব্যয় হলেও বর্তমানে এটি তৈরিতে প্রায় ১ লাখ টাকা প্রয়োজন। কাঠ, লোহা, শিট দিয়ে তৈরি করা হয় এ মোটরসাইকেলটি।



কিভাবে বাতাসের সাহায্যে চলে এমন প্রশ্নের জবাবে নুরুজ্জামান বলেন, এ মোটরসাইকেলটিতে একটি হাওয়ার ট্যাঙ্ক রয়েছে। হাওয়ার মেশিন দিয়ে ওই ট্যাঙ্কে বাতাস ঢোকাতে হয়।



৮৩৩টি এসআই পরিমাণ বাতাসে এ সাইকেলটি এক কিলোমিটার রাস্তা চলতে সক্ষম। প্রযুক্তিটির উদ্ভাবক আরও বলেন, এ মোটরসাইকেল চালনায় কোনো তেল-গ্যাসের প্রয়োজন নেই। তবে এতে অল্প পরিমাণে মবিলের ব্যবহার রয়েছে। এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে উল্লেখ করে নুরুজ্জামান বলেন, এটি আরও উন্নতভাবে তৈরি ও সর্বত্র বাজারজাত করতে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন। এ ব্যাপারে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, উদ্ভাবক নুরুজ্জামান সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও উন্নত প্রযুক্তির মোটরসাইকেল তৈরি করতে পারবেন।



আরো পড়ুনঃ

প্রযুক্তি ও ইন্টারনেটের কারণে যে জিনিস গুলো আজ বিলুপ্তির পথে

পাসওয়ার্ডবিহীন জীবনের অপেক্ষায়

গরম গরম LATEST IDM 6.19, সাথে আজীবন লাইসেন্স পাবার সুযোগ (NEW)

ভুতের গল্প প্রেমীদের জন্য ক্ষুদ্র উপহার, ১৩টি ভূতের গল্প ডাউনলোড করে নিন







মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১১

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। গুড পোস্ট।

২| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২১

পথহারা নাবিক বলেছেন: ভাই তুমি অনেক সুন্দর জিনিস বানাইছো কিন্তু সরকার থেকে কোনো সাহায্য পাইবা না!! এগিয়ে যায় একা একা !! দোয়া রইলো!!

৩| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২৮

নীল ভোমরা বলেছেন:
মটর সাইকেল হাওয়ায় চলবে!....ধারনা করছি, কমপ্রেসড এয়ারের কথা বলা হচ্ছে। কিন্তু ট্যাংকে কমপ্রেসড এয়ার ভরার জন্য এনার্জী লাগবেনা?!

যাই হোক..... এমন উদ্ভাবন সাধনার জন্য নুরুজ্জামানকে ১০০ তে ১১০! তাঁর জন্য শুভকামনা!

৪| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৪

রোজেল০০৭ বলেছেন: অভাবনীয় উদ্ভাবন !!

শুভ কামনা রইল তার জন্য !

৫| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৪

হতাশ নািবক বলেছেন: @নীল ভোমরা এর সাথে সহমত।

শুন্য থেকে কিছুই হয়না, সম্ভবত বাতাস কম্প্রেসড করে তারপর সেটা দিয়ে মটর সাইকেল চালনার কথা বলা হচ্ছে।

বিষয়টা চমকপ্রদ , শব্দহীন এবং পরিবেশ বান্ধব সেই দিক থেকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য।

এগিয়ে যাও ।

৬| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৫

শোয়াইব আহেমদ বলেছেন: খবরটা সকালে বাংলা নিউজে পড়লাম সেখানে আরো বিস্তারিত দেয়া আছে। হাফেজ মো. নুরুজ্জামানকে অভিন্দন এধরনের চমৎকার আবিস্কারের জন্য। বাংলানিউজ লিঙ্ক

৭| ০৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৭

ঢাকাবাসী বলেছেন: ৮৩৩ পিএসআই (যদিও লেখা টিএসআই) বায়ু চাপ তৈরী করতে বিরাট কম্প্রেসর লাগে তাতে ম্যালা খরচ সেটা হিসাব করা হয়নি মনে হয়। যাহোক আবিষ্কারককে অভিনন্দন আর শুভেচ্ছা। এদেশে এসবের কোন দাম পাবার চান্স নেই !

৮| ০৬ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২০

কর্ণেল সামুরাই বলেছেন: ৮৩৩ পিএসআই! আমার কাছে তো ডেঞ্জারাস মনেহচ্ছে। এমনিতেই সিএনজি সিলিন্ডার বিষ্ফোরণের কথা মাঝে মধ্যেই শুনি, এত বিশাল চাপের সিলিন্ডার নিয়ে রাস্তায় চলাচল কতটুকু নিরাপদ তা বিবেচনার বিষয়, বিশেষত গরমকালে।

আর তীব্রচাপের সিলিন্ডার দিয়ে বায়ু দূষণ না হলেও শব্দ দূষণ সম্ভবত হবে। যে জ্বালানী দিয়ে সিলিন্ডারে বায়ু ঠোকানো হবে সেই জ্বালানী সরাসরি বাইকে ব্যবহার করাই শ্রেয়। একই জিনিষ ঘুরায়া ফিরায়া খাওয়ার দরকার কি?

সৌর শক্তিসহ অন্যন্য নবায়নযোগ্য শক্তি ব্যবহার করে বাইক বানালে বাহবাহ দিতাম।

৯| ০৭ ই মার্চ, ২০১৪ ভোর ৫:০৬

দুষ্টু ছোড়া বলেছেন: আবিস্কৃত ড্রোন বাংলাদেশে পুনঃআবিস্কারের চেয়ে সুবিধাবঞ্চিত একজন তরুনের এই নতুন ধরনের উদ্ভাবন/আইডিয়া অনেকবেশি প্রশংসার দাবিদার।

১০| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৬

এহসান সাবির বলেছেন: শুভকামনা রইলো তার জন্য।

১১| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৫৬

হেডস্যার বলেছেন:
কর্ণেল সামুরাই কে +

১২| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৪

নিশাত তাসনিম বলেছেন: বাংলাদেশের বিজ্ঞানী হবিগঞ্জের নুরুজ্জামানকে অভিনন্দন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.