নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জুলফিকার

জুলফিকা৩৩

জুলফিকা৩৩ › বিস্তারিত পোস্টঃ

(NASA) আমাদের পৃথিবীর মতই দেখতে আরেক পৃথিবীর সন্ধান পাওয়া গেছে

২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৪৭

পৃথিবীর মতো আরেকটি গ্রহের সন্ধান পাওয়ার দাবি করলো মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির বিজ্ঞানীদের তরফে দাবি করা হয়, গ্রহটি যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে, সেই নক্ষত্রটির সঙ্গে তার দূরত্ব পৃথিবী থেকে সূর্যের দূরত্বের মতোই। তবে ব্যাসার্ধের হিসেবে এর অক্ষপথ পৃথিবীর চেয়ে ৬০ শতাংশ বড়।

নক্ষত্রের শ্রেণি হিসেবে কেপলারের ‘সূর্য’ ও পৃথিবীর সূর্য একই গোত্রের বলেও দাবি করেছে নাসার বিজ্ঞানীরা। তবে ওই নক্ষত্রের বয়স দেড়শো কোটি বছরের মতো বেশি। NASA-র কেপলার টেলিস্কোপে ধরা পড়েছে এই গ্রহের ছবি। নতুন গ্রহের নাম দেয়া হয়েছে কেপলার-৪৫২বি।

নাসার বিজ্ঞান শাখার প্রধান জন গ্রুন্সফেল্ড আজ জানান, পৃথিবী ও সূর্যের এই যে জুড়ি, তার সঙ্গে কেপলার ৪৫২বি ও তার নক্ষত্রের প্রচুর মিল। সেখানেই এই গ্রহটির গুরুত্ব।

বিজ্ঞানীদের মতে, ওই নক্ষত্রটির ভর সূর্যের চেয়ে ৪ শতাংশ বেশি। তেজেও সূর্যকে পিছনে ফেলে দিয়েছে সেটি। তার চার দিকে ঘুরতে কেপলার-৪৫২বি-র সময় লাগে ৩৮৫ দিন। ওই গ্রহের সূর্যের বয়স অবশ্য আমাদের সৌরজগতের কেন্দ্রের চেয়ে ১০০ কোটি বছরেরও বেশি। তাই কেপলার-৪৫২বি-র বর্তমান অবস্থা বিচার করে পৃথিবীর ভবিষ্যৎ সম্পর্কে কিছু ইঙ্গিত পাওয়ার আশায় রয়েছেন বিজ্ঞানীরা।

গ্রহটির ওজন ঠিক কত হতে পারে, তা নিয়ে নাসার বিজ্ঞানীদের মধ্যে এরইমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন তথ্য খতিয়ে দেখে তাঁদের অনুমান, পৃথিবীর চার গুণ ভারী এই গ্রহ। তার মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর থেকে দু’গুণ বেশি। বেশ কয়েক দশক ধরে ‘পৃথিবীর মতো’ গ্রহের খোঁজ চালিয়ে যাচ্ছে নাসা। এখন পর্যন্ত প্রায় ৫০০টি গ্রহ, বামন গ্রহ ও উপগ্রহের সন্ধান মিলেছে যাদের সঙ্গে পৃথিবীর নানা মিল পাওয়া যায়। এই ৫০০টির মধ্যে কেপলার-৪৫২বি-ই আমাদের সৌরজগতের গ্রহগুলোর মতো। এই গ্রহের পৃষ্ঠে জল থাকারও প্রচুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

অনেক জীবন্ত আগ্নেয়গিরিরও সেখানে রয়েছে, অনুমান তাঁদের।

তাহলে কি পৃথিবীর বাইরে মানুষের বাসযোগ্য আরেক পৃথিবী বাস্তব হতে চলেছে?

আরো মজার মজার সংবাদ পড়তে আমার ব্লগটি একবার ঘুরে আসতে পারেন।


মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ৯:৫০

চাঁদগাজী বলেছেন:


কত দুরে?

২| ২৬ শে জুলাই, ২০১৫ সকাল ১০:০৭

কলাবাগান১ বলেছেন: ১৪০০ আলোক বর্ষ দুরে EARTH 2.0

৩| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৬

আলী আকবার লিটন বলেছেন: মঙ্গলের চ্যাপ্টা কি ক্লোজ ।

৪| ২৬ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫৯

জেকলেট বলেছেন: আমি জায়গা বুকিং দেবার চাই!!! আমারলাগি না আমগো রাজনিতীকদের লাগি। সিষ্টমটা বইলাদেন। প্লিজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.