![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই সাধারণ আমি,ভালোবাসি বই পড়তে,রবীন্দ্রসঙ্গীত আর কবিতা আবৃত্তি শোনতে।
কেন কাঁদিস মা নিভৃতে বল,
বিচার পাসনি বলে-
আমরা মানুষ নই'যে রে মা-
ভিড়েছি অমানুষের দলে।
কান্নার শুরু মা চল্লিশ বছর আগে,
এখনও চলছে তাই-
চোখের জলে আজ ঝাপসা সবই-
কোন যে লাভ নাই।
বিচারের নামে চোখের সামনে,
ঝুলাচ্ছে মুলা সবাই-
আমরা বুদ্ধু জনগণ সবে-
ওদেরই পিট চাপড়াই !
চোখের জলটা মুছে ফেল মা,
আরেকটু ধৈর্য ধর-
কেন ভাবিস বল বুকেতে আছে-
লক্ষ-কুটি সন্তান যে মা তোর।
হতাস হসনে একদিন ঠিকই,
উঠবে সত্যের রবি-
আলোকিত হবে মুখখানি তোর-
সত্যিকারের সোনার বাংলার ছবি। — at কুসুমবাগ মৌলভীবাজার.
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫
সুমন কান্তি দাস বলেছেন: একদম ঠিক বলেছেন প্রিয় মোঃ খালিদ সাইফুল্লাহ ভাই।
আমরা জনগন আসলেই বুদ্ধু,তাইতো ওদেরই বিশ্বাস করি বারবার।
ধন্যবাদ আমার পোস্টে মন্তব্য করার জন্য।
ভালো থাকা হউক সবসময়।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: চোখের জলটা মুছে ফেল মা,
আরেকটু ধৈর্য ধর-
আর কত?!!!! স্বাধীনতার ধ্বজাধারী ব্যর্থ আওয়ামীলীগ কে থু... ওরা বিচারের নামে ব্যবসা করছে... ওরা দেখিয়ে দিল আসলে ওরাও আরেক ধরনের কাদের মোল্লা!!!! ভুল যায়গায় ভোট দিয়েছিলাম!!!!