নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখবো বলে

সুমন কান্তি দাস

খুবই সাধারণ আমি,ভালোবাসি বই পড়তে,রবীন্দ্রসঙ্গীত আর কবিতা আবৃত্তি শোনতে।

সুমন কান্তি দাস › বিস্তারিত পোস্টঃ

কাঁদিসনে মা,সত্যের রবি উঠবেই

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

কেন কাঁদিস মা নিভৃতে বল,

বিচার পাসনি বলে-

আমরা মানুষ নই'যে রে মা-

ভিড়েছি অমানুষের দলে।



কান্নার শুরু মা চল্লিশ বছর আগে,

এখনও চলছে তাই-

চোখের জলে আজ ঝাপসা সবই-

কোন যে লাভ নাই।



বিচারের নামে চোখের সামনে,

ঝুলাচ্ছে মুলা সবাই-

আমরা বুদ্ধু জনগণ সবে-

ওদেরই পিট চাপড়াই !



চোখের জলটা মুছে ফেল মা,

আরেকটু ধৈর্য ধর-

কেন ভাবিস বল বুকেতে আছে-

লক্ষ-কুটি সন্তান যে মা তোর।



হতাস হসনে একদিন ঠিকই,

উঠবে সত্যের রবি-

আলোকিত হবে মুখখানি তোর-

সত্যিকারের সোনার বাংলার ছবি। — at কুসুমবাগ মৌলভীবাজার.

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: চোখের জলটা মুছে ফেল মা,
আরেকটু ধৈর্য ধর-
আর কত?!!!! স্বাধীনতার ধ্বজাধারী ব্যর্থ আওয়ামীলীগ কে থু... ওরা বিচারের নামে ব্যবসা করছে... ওরা দেখিয়ে দিল আসলে ওরাও আরেক ধরনের কাদের মোল্লা!!!! ভুল যায়গায় ভোট দিয়েছিলাম!!!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

সুমন কান্তি দাস বলেছেন: একদম ঠিক বলেছেন প্রিয় মোঃ খালিদ সাইফুল্লাহ ভাই।
আমরা জনগন আসলেই বুদ্ধু,তাইতো ওদেরই বিশ্বাস করি বারবার।

ধন্যবাদ আমার পোস্টে মন্তব্য করার জন্য।
ভালো থাকা হউক সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.