নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখবো বলে

সুমন কান্তি দাস

খুবই সাধারণ আমি,ভালোবাসি বই পড়তে,রবীন্দ্রসঙ্গীত আর কবিতা আবৃত্তি শোনতে।

সুমন কান্তি দাস › বিস্তারিত পোস্টঃ

শুধু তোমাকেই দেখবো বলে

০৭ ই জুন, ২০১৩ রাত ১১:১৯

শুধু তোমাকেই দেখবো বলে কত্ত বাহানা করেছি -

আজ হেঁটেছি কত মাইলের পর মাইল,

বৃষ্টি মাথায় করে উদ্ভ্রান্ত ছুটেছি অনন্তের দিকে।

পাশের বাড়িতে চায়ে চুমুক দিতে গিয়ে

আনমনা হয়ে ঠোট জ্বালিয়েছি-

শুধু তোমাকেই ভেবে ।

ঐ ব্যাটা শকুন দৃষ্টি রেখেছিলো আমার উপর,

তারপরও তন্ন তন্ন করে খোঁজেছে তোমাকে-

দক্ষ চোরা চোখ জোড়া!

খুব কি ক্ষতি হয়ে যেত বলো-

একটু সামনে দাঁড়ালে?

একটু অভিমান করবো!

তারও সুযোগ নেই,

তুমিতো জানোইনা আমি কে,কতটা চাই তোমাকে!!!



(মন দিলোনা বঁধু,মন নিলো যে শুধু,

আমি কি নিয়ে থাকি…)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.