![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই সাধারণ আমি,ভালোবাসি বই পড়তে,রবীন্দ্রসঙ্গীত আর কবিতা আবৃত্তি শোনতে।
হঠাৎ করে বৃষ্টি বাবুর দমকা হানা,
তুমি আমি ভিজবো দুজন নেইতো মানা।
সারাদিনের ভ্যাপসা গরম অবশেষে,
ঠেলবো দূরে ভালোবাসার ঘোর আবেশে।
আহ্লাদেতে হবো দুজন আহ্লাদিত,
শিরায় শিরায় পরবে যে টান পুলকিত।
বলবে এসে কানে কানে এই শোননা,
তোমার মাঝে হারিয়ে যাবো লক্ষিসোনা।
জগৎ সংসার আজকে হেতায় নস্যি হবে,
মাতবো শুধু আমরা দুজন কলরবে।
যাচ্ছে সময় যাক'না কেটে এমনি করে,
আসবে সকাল না'হয় আবার নতুন ভোরে।
ভালোবাসা শোনলে যারা নাক সিটকাও,
দোহাই লাগে এই বেলাতে সরে দাড়াও।
আজকে শুধু প্রেম-পিরিতি ভালোবাসা-বাসি,
জঞ্জাল সব ধুয়ে-মুছে পথচলা পাশাপাশি
©somewhere in net ltd.