![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই সাধারণ আমি,ভালোবাসি বই পড়তে,রবীন্দ্রসঙ্গীত আর কবিতা আবৃত্তি শোনতে।
আজ কোন দুঃখ নেই আমার-
নেই কোন হাহাকার,
এই বেশ ভালো আছি ভালোই আছি-
নেই কোন বিতৃষ্ণার বীভৎস চিৎকার।
হয়তোবা সময়গুলো নেই আর-
ফিরে দেখা চার বছর আগের মতো,
তুমি আর তুমি নও আমিও ঠিক তাই-
তবুও সব যাচ্ছে চলে পেরিয়ে বছর কতো।
স্বামী-সন্তান ফ্ল্যাট আর গাড়ি-
শূন্যতার ভিড় তবু কিসের অভাব?
ফের ঘুম ফের জাগা নির্ঘুম হতভাগা-
কবিতায় সব লেখা কঠিন স্বভাব।
ব্যাস্ততা ছিলো বলেই আজো এই বেঁচে থাকা-
অপেক্ষার প্রহর গুনে,
ফেরা আর হবেনা জানি তবু শুধু পথ চাওয়া-
যেন বিষ পানকরা জেনেশুনে।
আজ আর নেই কোন লেখালেখি-
মত্ত থাকবো আমি আর আমাকে নিয়ে,
মরচে ধরা পাণ্ডুলিপি তুমি তেমনি থাকো-
এই ফাঁকে আমি নেই একটু ঘুমিয়ে।
১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬
সুমন কান্তি দাস বলেছেন: ধন্যবাদ ভাই।
আমার পোস্টে আপনাকে স্বাগতম।
ভালো থাকা হউক সবসময়।
©somewhere in net ltd.
১|
১৭ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: