![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই সাধারণ আমি,ভালোবাসি বই পড়তে,রবীন্দ্রসঙ্গীত আর কবিতা আবৃত্তি শোনতে।
মাঝরাতে চোখ যখন ঘুমের জন্য জ্বালা করে
অথচ ঘুম নির্দয়ের মতো বিদায় নেয়
তার দায় অবশ্যই তোমার নয়।
যখন পৃথিবী নিশ্চুপ
শুধু কয়েকটা রাতজাগা ঝিঁঝিপোকা
আর টিকটিকি সঙ্গী হয় মৌন আর্তনাদের
তার দায় অবশ্যই তোমার নয়।
যখন ফেইসবুক আর হোয়াটস এয়পে বারবার ঘোরাঘুরি
শুধু তোমাকেই দেখবো বলে
অথচ ব্লক খেয়ে ফিরে আসা
তার দায় অবশ্যই তোমার নয়।
সন্দেহ আর অবিশ্বাসের জাল থেকে তোমাকে বের করতে না পারা
প্রভুভক্ত প্রাণীর মতো পায়ের পাশে নিত্য পড়ে থেকে নিজের অসহায়ত্ব প্রকাশ করার
এ দায় শুধু আমার শুধুই আমার।
©somewhere in net ltd.