নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখবো বলে

সুমন কান্তি দাস

খুবই সাধারণ আমি,ভালোবাসি বই পড়তে,রবীন্দ্রসঙ্গীত আর কবিতা আবৃত্তি শোনতে।

সুমন কান্তি দাস › বিস্তারিত পোস্টঃ

শুধু তোমার জন্য সুর-তাল আর গান বেঁধেছি....

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:৪১

চিকনী চামেলি,
তোমার কপালে টিপ পড়াবো বলে,চাঁদের দিকে হাত বাড়িয়েছিলাম।তোমাতেই মগ্ন আমি ভুলেই গিয়েছিলাম,বামনদের চাঁদ ছোয়ার অধিকার নেই।তাই তোমাকে আর টিপ পড়ানো হয়নি আমার।বিদায়ী বসন্তের পড়ন্ত সুর্য্যের আবছা আলোয় মুখোমুখি দু'জনে মৌনতা ভংগের অপেক্ষায়,হঠাৎ হাওয়ার উদ্যম নৃত্যে তোমার মুখখানি আর দেখা হয়নি আমার।ফুলের দোকান থেকে বাছাই গোলাপ আনতে গেলে থামিয়ে দিলে তুমি,বাগানের তাজা ফুল চাই তোমার।অগত্যা ছুটতে হলো শতমাইল দূরে বাবুদের বাগানে।ওখানে দাড়োয়ান বেটা পণ করেছে ঢুকতে না দেবার।তাই তোমার খোঁপায় ফুল গোঁজা হয়নি আমার। ভেবেছিলাম আজ বিকেলে ঘুরতে বেরোবো তোমাকে নিয়ে।মনু ব্যারেজ হয়ে পানসীতে রাতের খাবার সেরে ফিরবো বাসায়।কিন্তু হঠাৎ কালবৈশাখীরর হামলে পড়া।প্রচন্ড বিজলীরর সাথে বৃষ্টির পদার্পণ। লোডশেডিংয়ে অন্ধকার চারদিকে তোমাকে নিয়ে বেরোনোর সাহস করে উঠতে পারিনি তাই তোমাকে নিয়ে আর বেরোনো হয়নি আমার।
কি'গো,রাগ হয়েছে?নাক ফুলেছে?ভাবছো এ আর নতুন কি।বরাবরইতো এমনই হয়।কেউ না জানুক,তুমিতো জানো তোমার আমাকে।জানো আমার সীমাবদ্ধতার কথা।
স্বপ্ন দেখতে পয়সা লাগেনা,তাই আমিও হয়তো স্বপ্ন দেখি।তোমার খোঁপায় গোলাপ গোঁজার,কপালে চাঁদের টিপ দেওয়ার, শেষ বিকেলে ঘুরতে যেয়ে আচমকা বৃষ্টিতে ভিজতে চাওয়ার।
কথা দিচ্ছি,আর ক'টা দিন সবুর কর পাগলী আমার।তোর কপালে এঁকে দেবো চাঁদের টিপ,একটা বাগান এনে দেবো তোরই জন্যে,ঈচ্ছে মতো ফুল গুঁজবি খোঁপার চুলে,ঘুরবো দু'জন রাত বিরাতে হাতটি হাতে।একটু সময় চেয়ে নিচ্ছি তোর থেকে।ভালো থাকিস নিজের মতো করে।

ইতি
তোর মটকু মিটু।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.