![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই সাধারণ আমি,ভালোবাসি বই পড়তে,রবীন্দ্রসঙ্গীত আর কবিতা আবৃত্তি শোনতে।
অতঃপর ইহাই সত্যি-
আমি ভালোবেসেছি তোমায়।
বুড়ো বয়সে ভীমরতি ধরেছে কিংবা
উন্মাদের মলাট সেঁটে দিতে পারো গায়,
বলেছি তবু আবার বলবো-
আমি ভালোবেসেছি তোমায়।
পাওয়া না পাওয়ার হিসেব নেই কোন
কে মেনেছে কি মানবেনা কখনো
না'হয় একটু গা ভাসালাম বেপরোয়া হাওয়ায়
চীৎকার করে বলেই যাবো-
আমি ভালোবেসেছি তোমায়।
নির্লজ্জ না'হয় হলাম একটু
কি ক্ষতি যদি বুঝো আমায় আধটু
সূর্য্যতো আর পূর্ব ছেড়ে
উঠবেনা পশ্চিম সীমানায়
বিশ্বাস কর এটা গল্প নয়-
আমি ভালোবেসেছি তোমায়।
১২ ই জুন, ২০১৫ দুপুর ১২:৪১
সুমন কান্তি দাস বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৫ দুপুর ১২:৩৬
কে এ এম শফিউল আলম প্রিন্স বলেছেন: বর্তমানের প্রেমের কবিতাগুলো আমার ভাল লাগেনা, এই কবিতাটা ভাল লাগলো ।