![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুবই সাধারণ আমি,ভালোবাসি বই পড়তে,রবীন্দ্রসঙ্গীত আর কবিতা আবৃত্তি শোনতে।
কতদিন দেখা হয়না মুখখানা তোর,
পাসওয়ার্ড লক করা গ্যালারীতে-
কোন বদল হয়েছি কি তোর চাঁদমুখে?
বলতে পারিস ভুলে যাওয়ার মতোই দূরত্ব
দেয়াল হয়েছে হৃৎপিন্ডকে আলাদা করে,
ব্যস্ততা সেখানে অজুহাত মাত্র!
সত্যিই তোকে কখনো পাওয়া হবে কি না
হয়তো সেভাবে হিসেব করিনি-
কিন্তু মুঠোফোনটা আলো ছড়াতো
দেয়ালে সাঁটানো তোর ছবিতেই।
তোর অবশ্য এতোসব জানার কথা নয়,
নির্লজ্বের মতো কত্ত যুদ্ধ করেছি স্বজনের সাথে-
কিন্তু বেঁকে বসতে পারিনি
পাছে তোরই বদনামের ভয়ে।
আজ আবার ঈচ্ছে ফড়িংয়ের
ডানা কেটে দিলাম-
খুলবোনা ঐ গ্যালারীর তালা,
জেনেও বেমালুম ভুলে যাবো
মন্ত্রমতো জপতে থাকা পাসওয়ার্ড,
দেখবো তোকে সেদিনই-
যদি তোর মাঝেই বিলীন হওয়ার
লাইসেন্স ধরিয়ে দেওয়া হয় আমার হাতে।
©somewhere in net ltd.