নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখবো বলে

সুমন কান্তি দাস

খুবই সাধারণ আমি,ভালোবাসি বই পড়তে,রবীন্দ্রসঙ্গীত আর কবিতা আবৃত্তি শোনতে।

সুমন কান্তি দাস › বিস্তারিত পোস্টঃ

সময়

২৪ শে জুলাই, ২০১৫ সকাল ১১:৫৮

দূরন্ত গতীতে ছুটে চলা সময়ের সাথে
পাল্লা দিতে গিয়ে ভূল করে কত্তবার ভেবেছি-
ঝাপটে ধরে থামিয়ে দেবো।
সে কথা দিয়েছিলো আমায়,
সাথে নিয়েই ছুটবে যেখানে খুশি।
অথচ দিব্যি সে এগিয়েই চলছে,
আমার দিকে ফিরে তাকানোর যেন
কোন প্রয়োজনই নেই তার।
কেউ কথা রাখেনা।

ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে
শুরু করা লেখা-পড়াটাও যখন টেনেটুনে
ডিগ্রির চৌহদ্দিতে এসে
মুখ থুবরে থমকে দাড়ালো,
বুঝতে আর বাকি থাকেনি আমার
গন্তবের সীমানা কোথায়।

সেই ছোট্রবেলার বন্ধুটিকে সাথে করে
ভবিষ্যৎ নির্মানের কত্ত ছক এঁকেছিলাম,
কিন্তু আড়াল থেকে বিধাতার মুচকি হাসিটা
চোখে পড়েনি।

জীবনে কোনকিছু যদি খুব সহজেই পাওয়া হয়ে যায়
তার স্থায়িত্বও যে খুব অল্প আয়ুর হয়
এই বাস্তবতাটাও হয়তো অজানাই থেকে যেত,যদি না-
হঠাৎই ধূমকেতুর মতো তোমার আবির্ভাব হতো।
সাদা-কালো সূতোয় বোনা স্বপ্নগুলো
কতইনা রংগিন হয়েছিলো
খুব কম সময়েই।
অথচ আজ দুই মেরুতে ঠিকানা খুঁজি।

সত্যি সময়-
তুমি বড়ই বিচিত্র হে,
তোমাকে ছুঁতে পারিনা ধরতে পারিনা।
বরাবরের মতোই ফেল এর খাতায় নাম লিখিয়েছি
আর তুমিই হয়েছো জয়ী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.