![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এত ধুলো বালির শহর ঢাকা শহর।
দম বন্ধ হয়ে যায় আমার,তারপরেও নিজেকে মানিয়ে কাটিয়ে দিচ্ছি দিনের পর দিন।ক্যান্টনমেন্ট এর ভিতরে বা সিএমএইচ এর ভিতরের রাস্তাগুলো কতই না পরিস্কার মনোরম পরিবেশ ঢুকলেই মনে হয় ইউরোপের কোন একটা দেশে এসেছি। হোক না জনবহুলতম বিশ্বের নামকরা একটা দেশ, তবুও তো মনে চায় দেশের পরিবেশ টা যদি ওমন হত কতই না ভাল হতো।
ঢাকার রাস্তাঘাটে জ্যাম এর ধুলোয় ঢুবিয়ে রাখতে রাখতে জীবনের বারোটা বেজে যায়। টং দোকানো চা খেতে বসলে রাস্তার ধুলো এসে পড়ে চায়ের কাপে,এক ঢোক চা গলা পার করে দাঁতের সাথে দাঁত লাগলে মনে হয় দুই দাঁতের মাঝে বালুকণা কেমন একটা শব্দ করে।
ছবিটা গুগুল ম্যাপ থেকে নেয়া ক্যান্টনমেন্ট এর ভিতরের কোন একটা রাস্তা মনে হয় শুয়ে থাকি
২| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: বাবার চিকিৎসার সময় সিএমএইচে বেশ কিছুদিন কাটাতে হয়েছিল। ঢাকা শহরের মত জায়গায় এত সুন্দর পরিবেশ সত্যিই বিরল।
২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৭
সুমন আরাব বলেছেন: আশা করি ভাই খুব ভাল একটা পরিবেশ দেখবো
৩| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: আমার বিশ্বাস ঢাকা শহরও সুন্দর পরিচ্ছন্ন হবে।
২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৪
সুমন আরাব বলেছেন: ভাই কে না চায় এমন হোক
৪| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১:৫৯
ভুয়া মফিজ বলেছেন: এতেই প্রমানীত হয় যে আমরা, বাংলাদেশীরা শক্তের ভক্ত, নরমের যম!
৫| ২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:৫৮
সুমন আরাব বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৬
যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: হায়রে বঙ্গ দেশ!
ধুলো বালির নেই শেষ।