নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেঘ ঘুম ঘুম [email protected]

সালাহউদ্দীন মুহম্মদ সুমন

জার্নালিজম পড়ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কাজ করছি সময় টিভিতে। দেশের বাড়ি বগুড়ার আদমদীঘিতে। লেখালেখির চেষ্টা করি। প্রথম উপন্যাস "অনুভবে তুমি" ২০০৪ সালের একুশে বইমেলায়, প্রথম গল্পগ্রন্থ "কষ্ট দহন" ২০০৬ সালের সেপ্টেম্বরে এবং প্রথম কাব্যগ্রন্থ "না প্রেম না দ্রোহ" ২০০৮ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়। ই-মেইল: [email protected]

সালাহউদ্দীন মুহম্মদ সুমন › বিস্তারিত পোস্টঃ

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান : আমার সোনার বাংলা.......

০১ লা নভেম্বর, ২০০৭ রাত ১১:৫৬

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান

২০০৬ সালের গোটা মার্চ মাস জুড়ে বিবিসি বাংলার শ্রোতারা তাঁদের বিচারে সেরা যে পাঁচটি গান মনোনয়ন করেছেন, তার ভিত্তিতে বিবিসি বাংলা তৈরী করেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কুড়িটি বাংলা গানের তালিকা৻

গানগুলি শুনতে পাবেন এই লিংকে: Click This Link



১. আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি : রচনা - রবীন্দ্রনাথ ঠাকুর







২. মানুষ মানুষের জন্যে : মূল রচনা, সুরকার ও শিল্পী - ভূপেন হাজারিকা; বাংলা রূপান্তর -গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায়৻









৩. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি : গীতিকার - আবদুল গাফফার চৌধুরী; সুরকার - আলতাফ মাহমুদ৻









৪. কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই : শিল্পী -মান্না দে;

গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার; সুরকার - সুপর্ণকান্তি ঘোষ৻









৫. এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনল যারা : সুরকার - আপেল মাহমুদ; গীতিকার - গোবিন্দ হালদার৻









৬. আমি বাংলায় গান গাই : কথা ও সুর - প্রতুল মুখোপাধ্যায়; শিল্পী - মাহমুদুজ্জামান বাবু





৭. মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি : গীতিকার - গোবিন্দ হালদার; সুরকার ও শিল্পী - আপেল মাহমুদ৻







৮. তুমি আজ কতদূরে : শিল্পী - জগন্ময় মিত্র; গীতিকার - প্রণব রায়; সুরকার - সুবল দাসগুপ্ত৻









৯. এক নদী রক্ত পেরিয়ে : গীতিকার ও সুরকার - খান আতাউর রহমান; শিল্পী - শাহনাজ রহমতুল্লাহ৻









১০. ধন ধান্য পুষ্প ভরা : গীতিকার ও সুরকার - দ্বিজেন্দ্রলাল রায়৻









১১. মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে : শিল্পী ও সুরকার - হেমন্ত মুখোপাধ্যায়; গীতিকার - গৌরীপ্রসন্ন মজুমদার৻







১২. সালাম সালাম হাজার সালাম: শিল্পী - মহম্মদ আবদুল জব্বার; গীতিকার - ফজলে খুদা৻









১৩. জয় বাংলা বাংলার জয় : গীতিকার - মাজহারুল আনোয়ার; সুরকার - আনোয়ার পারভেজ৻









১৪. খাঁচার ভিতর অচিন পাখি : রচনা - লালন শাহ; শিল্পী - ফরিদা পারভিন৻









১৫. একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে: শিল্পী - শাহনাজ রহমতুল্লাহ; গীতিকার - মাজহারুল আনোয়ার; সুরকার - আনোয়ার পারভেজ৻









১৬. কারার ওই লৌহকপাট : রচনা - কাজী নজরুল ইসলাম৻







১৭. এই পদ্মা এই মেঘনা : শিল্পী - ফরিদা পারভীন; গীতিকার ও সুরকার - আবু জাফর৻









১৮. চল্‌ চল্‌ চল্‌ ঊর্ধগগনে বাজে মাদল : রচনা - কাজী নজরুল ইসলাম৻









১৯. একতারা তুই দেশের কথা বল্‌ : শিল্পী - শাহনাজ রহমতুল্লাহ; সুরকার - আনোয়ার পারভেজ; গীতিকার - গাজী মাজহারুল আনোয়ার৻









২০. তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়: শিল্পী - মহম্মদ আবদুল জব্বার৻





মন্তব্য ১৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০০৭ রাত ১১:৫৯

সুমি বলেছেন: ধন্যবাদ সুমন ভাই---
যদিও আমার আগে জানা ছিল---

২| ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:০২

বিষাক্ত মানুষ বলেছেন: ৫

সবকটা গান শোনা । দারুন

৩| ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:১২

সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: ধন্যবাদ@সুমি ও বিষাক্ত মানুষ।

৪| ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:১৪

রাশেদ বলেছেন: ধন্যবাদ।

৫| ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:১৭

প্রচেত্য বলেছেন: সুমন ভাই, ধন্যবাদ আর একবার চোখ বুলিয়ে নিলাম

৬| ০২ রা নভেম্বর, ২০০৭ রাত ১২:৩৪

পথহারা বলেছেন: আমি হতাশ।
বেদের মেয়ে জোসনা আমায় কতা দিছে......

গানটা লিস্টে আইলো কেন? লিস্টি মানি না.........

৭| ০২ রা নভেম্বর, ২০০৭ বিকাল ৫:৪২

বিহঙ্গ বলেছেন: ধন্যবাদ,প্রিয়তে নিলাম।+৫
নতুন ম্যাসেজ আছে, আশাকরি পড়বেন।

৮| ০২ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৩৭

সালাহউদ্দীন মুহম্মদ সুমন বলেছেন: ধন্যবাদ @ রাশেদ ভাই, প্রচেত্য, পথহারা, বিহংগ।

৯| ০২ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪

প্রশ্নোত্তর বলেছেন: পথহারা বলেছেন :
২০০৭-১১-০২ ০০:৩৪:০৩
আমি হতাশ।
বেদের মেয়ে জোসনা আমায় কতা দিছে......

গানটা লিস্টে আইলো কেন? লিস্টি মানি না........

**************************
কি আর বলবো!

১০| ০২ রা নভেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:২০

রোদ্দূর মিছিল বলেছেন: বেদের মেয়ে জোত্স্না.......। ভালো লাগলো রসবোধ দেখে।

১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

নাভদ বলেছেন: +

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

নাভদ বলেছেন:

গানগুলি শুনতে পাবেন এই লিংকে:

http://www.gaanwala.net/index.php?dref=2

১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৩৯

শয়তান বলেছেন: প্রিয়পোস্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.