নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পীচ থেরাপিষ্ট সুমন

আমি পেশায় একজন স্পীচ থেরাপিষ্ট কিন্তু ব্লগ পড়া আমার নেশা। আর একটা নেশা আছে সেটা হল মুক্তিযুদ্ধের আসল ইতিহাস প্রতিটা মানুষের কাছে পৌছে দেয়া। আমি সে চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি। আমি কোন ভালো লেখক নই কিন্তু আমি একজন ভালো পাঠক।

স্পীচ থেরাপিষ্ট সুমন

পেশাঃ স্পীচ থেরাপিষ্ট। প্রতিষ্ঠানঃ প্রয়াস, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। মোবাইল নাম্বার - ০১৭১৭২৭৬৮১০ ই-মেইল : [email protected] ফেসবুক : https://www.facebook.com/sumonslt

স্পীচ থেরাপিষ্ট সুমন › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ - সারা বিশ্বের বিষ্ময়

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৬

যে দেশ দূর্নীতিতে ১৩ তম, এই বৈশ্বিক মন্দার মাঝেও তার জিডিপি ৬!!



যে দেশের ৩৩ ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে, গার্ডিয়ান বলছে সে দেশ আর ২০ বছরের

মধ্যে ইউরোপের সবগুলো দেশকে ছাড়িয়ে যাবে!!



যে দেশের ৩ কোটি ৭৩ লক্ষ মানুষ নিরক্ষর, সেদেশে বছরের প্রথম দিনে পাঠ্যপুস্তক উৎসব হয়!!



তৃতীয় বিশ্বের একটি দেশ, অথচ বিশ্বের ৫ম সুখী দেশ!!



সারা পৃথিবী অর্থনীতি নিয়ে মাথায় ঘাম পায়ে ঝড়াচ্ছে, আর গেল বছরে এদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সারা দুনিয়ায় ৫ম!!



আমেরিকার মত দেশ এখন বিদেশী সাহায্যের জন্যে হন্যে হয়ে ঘুড়ে বেড়াচ্ছে। আর আমার বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ছে।



কানাডার মত দেশ খাদ্যের জন্যে অন্যের দুয়ারে দুয়ারে হাত পাতছে, আর আমার দেশ এখন খাদ্যে ৯৩% স্বয়ংসম্পূর্ণ। আমরা দৃঢ় কন্ঠে বলি, এই বছর অক্টোবরের মাঝে আমরা খাদ্যে শতভাগ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাব। নেদারল্যান্ডের মানুষ এখন আমার দেশের আলু খায়। কানাডা আমার দেশের মাঠের ভুট্টা দিয়ে খাবার তৈরি করে। ইংল্যান্ডের মানুষ আমার দেশের জলে জন্মানো মাছ খায়।



আমাদের সম্বল খুব কম। পান থেকে চুন খসলেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। বন্যা, ঘূর্ণিঝড়,

জলোচ্ছ্বাস লেগেই আছে। কিন্তু তবু কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। আর ওদিকে দেখ, বড় বড়

দেশগুলো একটা মাঝারি শক্তির ঝড় হলেই হাপিয়ে যায়।



আমাদের দেশের রাজনীতিতে অস্থিরতা লেগেই আছে। তবু বিদেশীরা আমাদের দিকে ড্যাবড্যাব করে তাঁকিয়ে থাকতে বাধ্য হয়, যখন দেখে সারা দুনিয়া মন্দন কমাতে ব্যস্ত আর এই দেশ ত্বরণ বাড়াচ্ছে।



এখন আর আমার দেশের মানুষ না খেয়ে মরে না। আমার দেশের মানুষ রাতে রাস্তায় ঘুমায়, কিন্তু তবু

পেটে একমুঠো হলেও ভাত পড়ে।



আমার দেশের স্কুলে একটা ভাল ল্যাব নেই, ক্লাস হয় না। বিশ্ববিদ্যালয়ে সেশানজট লেগেই আছে। কিন্তু এই দেশের ভাঙ্গা কলসির তলায় ঝুলে থাকা একটা ছাত্র যখন বিশ্বের ১ নম্বর বিশ্ববিদ্যালয়ে যায়, ওদের ছাত্রদের চেয়ে নিমিষেই অনেক সামনে এগিয়ে যায়। আমার দেশে কোন প্রথম সারির বিশ্ববিদ্যালয় নেই, কিন্তু আবুল বারাকাতের মত অর্থনীতিবিদ এখানেই জন্মায়, যাকে নিয়ে সারা দুনিয়া টানাহ্যাচড়া করে। আমার দেশের ক্লাস টু পর্যন্ত পড়া ছেলে পানি দিয়ে তড়িৎ উৎপাদন করতে পারে (ওকে রাশিয়া নিয়ে গেছে এখন। :( )। আমার দেশের ছেলেরা ব্যায়ামের যন্ত্র দিয়ে বিদ্যুৎ উৎপাদন করবার পদ্ধতি বের করেছে।



আমার দেশে দামী দামী ওষুধ তৈরী হয় না, কিন্তু ডাক্তার খালি হাতেই চিকিৎসা করতে পারেন। মুমূর্ষু রোগীর জীবন ফিরিয়ে আনতে পারেন কাড়ি কাড়ি টাকা দিয়ে কেনা লাইফ সাপোর্টিং মেশিন ছাড়াই।



আমার দেশ বিশ্বের কৃষিতে নতুন বিপ্লব দেখাচ্ছে দুনিয়াকে। এইদেশের ১ একর জমি থেকে ১১১ মণ চাল আসে।



জাপানের ১৩% তরুন হতাশায় সুইসাইড অ্যাটেম্পট করে (৬০+ বয়স্কদের কথা বলছি না) কর্ম না পেয়ে।

আর আমার দেশের ২৭% তরুন এখন ভাবে তারা চাকরি করবে না, চাকরি দেবে!! আমরা চিৎকার করে বলতে পারি, "আমরা বড্ড বেশি আশাবাদী"!!



আমার দেশের মানুষ কোনকিছুর উপরই অতিনির্ভরশীল না। একটা হারালে অন্যপথ খুঁজে নিতে চেষ্টা করতে জানে। আর ওদিকে চেয়ে দেখ, সম্পূর্ণ কম্পিউটারাইজড জার্মানিতে একটা ট্রেন ২.৩৫ মিনিট

দেরী করাতে পরের ২ দিন ট্রেনই চলে না, ৩য় দিনেও কোন ট্রেনের শিডিউল মেলে না। আর আমার

অ্যানালগ দেশের একটা ট্রেন ৪ ঘন্টা দেরী করলে পরদিন আবার সেটা ১৫ মিনিটে নেমে আসে।



উন্নত মেশিনপত্র নাই আমাদের, কিন্তু তারপরও গার্মেন্টস শিল্পে আমরা সারা পৃথিবীতে ২ নম্বর স্থানে আছি।



কোন কাঁচামালই নাই, নাই কোন উন্নত ডক-ইয়ার্ড। এক হাতে অক্সি-অ্যাসিটিলিনের শিখা আর আরেক হাতে স্টিলের পাত চেপে ধরে আধুনিক জাহাজ-লঞ্চ বানাই আমরা। তারপরও আমরা পৃথিবীর ১৭ তম জাহাজ নির্মাণকারী দেশ। অথচ আমরা আধুনিক জাহাজ বানাতে শিখেছি ২ বছরও হয় নি। আমরা যুদ্ধ জাহাজ বানানোও শিখে গেছি!!



তাঁকিয়ে দেখ, ভাল করে চোঁখ মেলে দেখ!!

আমরা এখনও অনেক ছোট, কেবল হাঁটতে শিখছি।

অনেক ভুল-ত্রুটি আমাদের আছে। এটা থাকবেই।

কিন্তু বন্ধু, স্বীকার কর বা নাই কর, আমার দেশ দূর্বার গতিতে সামনে এগিয়ে চলেছে। আমরা এখন বুঝতে শিখছি, কেউ আমাদের আটকাতে পারবে না।



আমি বারবার বলি,

"একটি বাংলাদেশ -

তুমি জাগ্রত জনতার,

সারা বিশ্বের বিষ্ময়, তুমি আমার অহংকার"



[সংগৃহীত: Saeed Anwar Anuj (Kaif Sadath Mrinmoy) http://www.facebook.com/saeedanwaranuj11]

মন্তব্য ২৫ টি রেটিং +১৬/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০২

সাবু ছেেল বলেছেন: পোস্টটি স্তিকি করা হউক।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১১

াহো বলেছেন: একটি বাংলাদেশ -
তুমি জাগ্রত জনতার,
সারা বিশ্বের বিষ্ময়, তুমি আমার অহংকার"

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১২

নেপোলিয়ন বলেছেন: ষ্টিকি করা হোক..... ষ্টিকি করা হোক..... ষ্টিকি করা হোক..... ষ্টিকি করা হোক..... ষ্টিকি করা হোক..... ষ্টিকি করা হোক..... ষ্টিকি করা হোক..... ষ্টিকি করা হোক.....

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫

সাংগু বলেছেন: Darun... make the post STICKY !!!

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬

নেপোলিয়ন বলেছেন: তবে অনেকেরই দেশের উন্নতি সহ্য হয়না। রাজনৈতিক সমস্যা এখন সব দেশের জন্যই কমন একটা প্রবলেম। এটা নিয়ে হতাশ না হয়ে সামনে এগিয়ে যেতে হবে।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪২

স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: আমরা এখনও অনেক ছোট, কেবল হাঁটতে শিখছি।
অনেক ভুল-ত্রুটি আমাদের আছে। এটা থাকবেই।
কিন্তু বন্ধু, স্বীকার কর বা নাই কর, আমার দেশ দূর্বার গতিতে সামনে এগিয়ে চলেছে। আমরা এখন বুঝতে শিখছি, কেউ আমাদের আটকাতে পারবে না।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৮

শিমুল সৈকত বলেছেন: আমার দেশের মানুষ কোনকিছুর উপরই অতিনির্ভরশীল না। একটা হারালে অন্যপথ খুঁজে নিতে চেষ্টা করতে জানে। আর ওদিকে চেয়ে দেখ, সম্পূর্ণ কম্পিউটারাইজড জার্মানিতে একটা ট্রেন ২.৩৫ মিনিট
দেরী করাতে পরের ২ দিন ট্রেনই চলে না, ৩য় দিনেও কোন ট্রেনের শিডিউল মেলে না। আর আমার
অ্যানালগ দেশের একটা ট্রেন ৪ ঘন্টা দেরী করলে পরদিন আবার সেটা ১৫ মিনিটে নেমে আসে।


হা হা হা.
পোষ্টে ++++++++++++

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮

কিংবদন্তী হাসিব বলেছেন: আমি বারবার বলি,
"একটি বাংলাদেশ -
তুমি জাগ্রত জনতার,
সারা বিশ্বের বিষ্ময়, তুমি আমার অহংকার"

এই শীতেও গা গরম হয়ে গেল। ধন্যবাদ এমন আগুন গরম পোস্টের জন্য।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৩

মাহমুদুর রাহমান বলেছেন: +

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

রাফা বলেছেন: ধন্যবাদ, সেইসব মানুষদের যারা আমাদের নতুন স্বপ্ন দেখায়।

আমরা তাদের নিয়ে গর্বিত যারা ফিনিক্স পাখির মত ধংসস্তুপ থেকে উঠে দাড়ায়।

আমার দেশের অতি সাধারণ মানুষগুলোই আমাদের সম্পদ।

আমরা এগিয়ে যাচ্ছি এবং যাবো।কেউ আমাদের দাবায়ে রাখতে পরবেনা।

ধন্যবাদ

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

ঘুড্ডির পাইলট বলেছেন:
জিঞ্জিরা যখন কোন যান্ত্রিক পন্য উৎপাদন করে তখন আমরা বলি মেডইন জিঞ্জিরা সেই একই কোয়ালিটির পন্য চায়না থেকে কিনে আনি আমরা :( একটু ব্যাবস্থাপনা করা হলে জিঞ্জিরার পন্য দিয়ে কিছু চাহিদা মেটানো সম্ভব ।

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

আলম 1 বলেছেন: ভাল লাগল পড়ে।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৬

সামু পাগলা০০৭ বলেছেন: অসম্ভব ভাল লাগল। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি।
প্রিয়তে নিলাম।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫০

তা্নভীর মোরশেদ বলেছেন: লেখাটি চমৎকার!
অনেক ধন্যবাদ ।

কিছু বিষয়ে দ্বিমত...
আমরা এখন অনেক বেশী ইয়ে হয়ে গেছি । আমাদের এখন কোন দেয়াল নেই তাই আর পিঠটাও ঠেকে না ।
আমাদের ...
Click This Link

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৯

শাবালক ফায়েক বলেছেন: অসাধারণ লেগেছে, কেউ এটাকে রাজনৈতিক মনোভাবে না দেখলেই হয় । প্রিয়তে নিলাম ।
পোস্টে +++++++

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০২

পৃথ্বীরাজ সৌরভ বলেছেন: http://www.facebook.com/saeedanwaranuj11

লিখাটি এই ব্যক্তির :)
কারটেসি দিয়ে নেবেন :)

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৪

স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: ধন্যবাদ

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮

হ্যারিয়ার টু বলেছেন: ভাল লাগলো

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০১

আনমনা 007 বলেছেন: ভাই আমিও আশাবাদী, কিন্তু আমেদের রাজনৈতিক নেতারা একটু ভাল হলে কাজটা অনেক সহজ হত...........

১৮| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

পথহারা সৈকত বলেছেন: ভাল হইছে। এই লন +

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

সাইফ ভুইয়া বলেছেন: (সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ)

২০| ০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৫

ভুলো মন বলেছেন: ...তুমি আমার অহঙ্কার...

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সারা বিশ্বের বিস্ময়,
তুমি আমার অহংকার ......

ঠিক এই কথাগুলো বলে একটি পোস্ট করতে চেয়েছিলাম.... সাহস বা সুযোগ পাইনি..ভালো খবর গুলো যখন পাই, সাথে দশটা খারাপ শুনে মনটা বসে যায়......... আপনাকে ধন্যবাদ জানাই পোস্টতির জন্যে....ভালোলাগা+প্রিয়...

২২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৪

পাগলা সবুজ বলেছেন: সবই জানি বুঝি কিন্তু আমাদের কি কিছু করার আছে ? কত কিছুই না করতে ইচ্ছা করে , করতে গেলে কি হবে আপ্নারা বলেন তো ?

২৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০

আদম_ বলেছেন: দেশ নিয়ে আবেগ থাকতেই পারে, তবে এখানে পুরাটাই আবেগ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.