নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পীচ থেরাপিষ্ট সুমন

আমি পেশায় একজন স্পীচ থেরাপিষ্ট কিন্তু ব্লগ পড়া আমার নেশা। আর একটা নেশা আছে সেটা হল মুক্তিযুদ্ধের আসল ইতিহাস প্রতিটা মানুষের কাছে পৌছে দেয়া। আমি সে চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি। আমি কোন ভালো লেখক নই কিন্তু আমি একজন ভালো পাঠক।

স্পীচ থেরাপিষ্ট সুমন

পেশাঃ স্পীচ থেরাপিষ্ট। প্রতিষ্ঠানঃ প্রয়াস, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। মোবাইল নাম্বার - ০১৭১৭২৭৬৮১০ ই-মেইল : [email protected] ফেসবুক : https://www.facebook.com/sumonslt

স্পীচ থেরাপিষ্ট সুমন › বিস্তারিত পোস্টঃ

স্ট্রোকের পরে যোগাযোগের জন্য করণীয়

২২ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৬



# ছোট এবং সহজ বাক্যে কথা বলুন।

# কথা বলার আগে মনোযোগ আকর্ষণ করুন।

# কথা বলার সময় ছবি, হাতে আঁকানো ছবি, বস্তু, ইশারা ব্যবহার করুন।

# কোন কিছু জানতে চাইলে হ্যাঁ/না বোধক প্রশ্ন করুন। হ্যাঁ/না বলার সাথে সাথে ইশারা ও ব্যবহার করুন।

# নির্দেশ দেওয়ার সময় ইশারা ব্যবহার করুন।

# একই সাথে অনেক নির্দেশ দিবেন না।

# তাকে উত্তর দেওয়ার জন্য বা কাজ করার জন্য পর্যাপ্ত সময় দিন।

# একই সাথে অনেকজন কথা বলবেন না।

# একই সাথে অনেকগুলো কথা বলবেন না।

# রোগী যখন কথা বলবে, তার মুখের ভঙ্গি লক্ষ্য করুন।

# মনে রাখতে হবে যে, অ্যাফাসিয়া র্(অঢ়যধংরধ) থাকলে শুধু কিছু শব্দ মনে করতে সমস্যা হয়। তাদেও স্মৃতিশক্তি, বুদ্ধিমত্তা ঠিক থাকে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৩ দুপুর ২:১৬

তামিম ইবনে আমান বলেছেন: +

২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৪২

স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: ধন্যবাদ ভাই । এ ধরনের আরও লেখা পেতে ফেসবুক এর এই পেজ এ যেতে পারেন Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.