নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্পীচ থেরাপিষ্ট সুমন

আমি পেশায় একজন স্পীচ থেরাপিষ্ট কিন্তু ব্লগ পড়া আমার নেশা। আর একটা নেশা আছে সেটা হল মুক্তিযুদ্ধের আসল ইতিহাস প্রতিটা মানুষের কাছে পৌছে দেয়া। আমি সে চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি। আমি কোন ভালো লেখক নই কিন্তু আমি একজন ভালো পাঠক।

স্পীচ থেরাপিষ্ট সুমন

পেশাঃ স্পীচ থেরাপিষ্ট। প্রতিষ্ঠানঃ প্রয়াস, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। মোবাইল নাম্বার - ০১৭১৭২৭৬৮১০ ই-মেইল : [email protected] ফেসবুক : https://www.facebook.com/sumonslt

স্পীচ থেরাপিষ্ট সুমন › বিস্তারিত পোস্টঃ

শ্রবণযন্ত্র বা হেয়ারিং এইডের (Hearing Aid) যত্ন কিভাবে নিবেন

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৪

শ্রবনযন্ত্র খুব যত্নের সাথে ব্যবহার করতে হবে। কারন এটার বাজার মুল্য নেহায়েত কম নয়।



•শ্রবণযন্ত্র নিরাপদ(বাচ্চাদের কাছ থেকে নিরাপদ দূরত্বে), শুকনো এবং ঠাণ্ডা জায়গায় রাখতে হবে।



•শ্রবণযন্ত্রের ব্যাটারী নিয়মিত পরিবর্তন করতে হবে, অতিরিক্ত ব্যাটারী হাতের কাছে রাখতে হবে যাতে ব্যাটারীর আয়ু কমে গেলে খুব তাড়াতাড়ি আমরা সেটা পরিবর্তন করতে পারি। ব্যাটারীর সংযোগের জায়গাগুলো নরম কাপড় বা তুলা দিয়ে নিয়মিত পরিষ্কার করতে হবে। কারন সমস্যাযুক্ত ব্যাটারী শ্রবণযন্ত্রের নিরবিচ্ছিন্ন কাজে ব্যাঘ্যাত ঘটাতে পারে।



•যখন শ্রবণযন্ত্র অব্যবহৃত অবস্থায় থাকবে তখন এটি বন্ধ রাখতে হবে এবং যখন অনেক সময়ের জন্য এটি অব্যবহৃত থাকবে তখন এর ব্যাটারী খুলে রাখতে হবে যেমন প্রতিদিন ঘুমের আগে শ্রবণযন্ত্র থেকে এর ব্যাটারী খুলে রাখতে হবে।



•ছোট নরম ব্রাশ বা তুলার নরম শুকনা কাপড় দিয়ে শ্রবণযন্ত্র নিয়মিত পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে গিয়ে কোন সমস্যা হলে দ্রুত টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করতে হবে।



•ফিল্টার নিয়মিত পরিষ্কার করতে হবে যেন কোন ধরনের ময়লা এতে জমতে না পারে



•কানের ময়লা নিয়মিত পরিষ্কার করতে হবে তা না হলে শব্দ শ্রবণযন্ত্রের মাধ্যমে মধ্যকর্নে প্রবেশ করতে পারবে না। নিয়মিত ডাক্তারের সাথে যোগাযোগ রেখে কানের ময়লা পরিষ্কার করতে হবে। কখনই নিজে নিজে কানের ময়লা পরিষ্কার করতে যাবেন না। এতে কানে শোনার ক্ষমতা আরও বেশী পরিমানে নষ্ট হয়ে যেতে পারে।



•চুলে কখনই ক্রিম, জেল, চুলের স্প্রে ব্যাবহার করা যাবে না। এতে শ্রবণযন্ত্র ভিজে নষ্ট হয়ে যেতে পারে। যদি কখনও তা ভিজে যায় তবে তা ফ্যানের বাতাসে ব্যাটারী খুলে শুকাতে হবে, রোদ বা গরম কোন মাধ্যমে এটা শুকানো যাবে না। এতে শ্রবণযন্ত্র তার কার্য ক্ষমতা হারাবে।



•গোসল, সাতার কাটা, চুল শুকানোর যন্ত্র ব্যবহার অথবা যখন মাথায় পানি ব্যবহৃত হচ্ছে এমন সময় কখনই শ্রবণযন্ত্র পরিধান করা যাবে না।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:২০

আরজু পনি বলেছেন:

ভালো লাগা রইল।।

০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮

স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: ধন্যবাদ আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.