নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশাঃ স্পীচ থেরাপিষ্ট। প্রতিষ্ঠানঃ প্রয়াস, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। মোবাইল নাম্বার - ০১৭১৭২৭৬৮১০ ই-মেইল : [email protected] ফেসবুক : https://www.facebook.com/sumonslt
সেনাবাহিনী কখনও ক্ষমতা নিতে যাবে না। বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা অফিসার হারিয়ে তাদের ভালোই শিক্ষা হয়েছে। নতুন করে কাওকে হারাতে তারা রাজি না। ভারতীয় চাপে তারা কোন ধরনের ঝুকি নিতে রাজি নয়। এদিকে ভারতীয় দের সুবিধা আওয়ামীলীগ পুরোপুরিই পাচ্ছে। অন্য কোন শক্তি আমেরিকা, ইংল্যান্ড কখনোই নিজের খেয়ে বাংলাদেশের হয়ে কাজ করে ভারতের সাথে ঝামেলা করতে যাবে না। মুখে যেটুকু বলার সেটুকুই। এখন আওয়ামীলীগ যে কোন উপায়ে ৫ জানুয়ারী নির্বাচন করবে এবং তার পর সরকার গঠন করবে এবং নিজেদের বৈধ সরকার বলে ঘোষনা করবে। তারপর যে এই সরকারের বিরুদ্ধে কথা বলবে সেই জেলে যাবে। বিএনপি এখনই আন্দোলন জমাতে পারছে না। কোন সন্দেহ নাই ৫ তারিখের পরে তারা আরও পারবে না। আন্দোলন করতে গেলে খালেদা এখন আছেন গৃহবন্দী তখন হবেন কারাগার বন্দী। বিএনপির একটা অংশ চায় না জামাতের অথবা যুদ্ধপরাধীদের সাথে বিএনপির কোন সখ্য। কিন্তু তারা সেটি করছে। নতুন প্রজন্মও ভীত যে বি এন পি ক্ষমতায় আসলে যুধপরাধীরা ছাড়া পেয়ে যাবে। সুতরাং তারা এখানেও নীরব। এমন অবস্থায় বিএনপির যারা বর্শীয়ান নেতা ছিল তারা থিফ অফ বাংলাদেশ তারেক জিয়ার পাল্লায় পরে দলছাড়া হয়ে ঘুরছেন। দলে নির্ভর করার মত নেতার খুব অভাব সাথে নীতির অভাব তো আছেই। আমি খুব ভালোমতোই বিএনপি নামক দলটির আরও বেশী পতন দেখতে পাচ্ছি। এটা নিয়ে আমি অবশ্য চিন্তিত না খুব একটা যতোটা চিন্তিত অন্য একটা ব্যাপার নিয়ে।
ইন্ডিয়া গতবার যা বিনিয়োগ করেছিল আওয়ামীলীগ কে ক্ষমতায় আনতে তার চাইতে এবারের বিনিয়োগ টা আরও বেশী। গতবার ইন্ডিয়া কে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার যা দিয়েছিল তা অনেকটা নিজেদের উজার করে দেয়ার মতোই। ক্ষেত্র বিশেষে সেটি ছিল নিজেদের স্বার্থ বিকিয়ে দিয়ে ( যেমন তিতাস নদীতে বাঁধ, ইন্ডিয়াতে ইন্টারনেট রপ্তানী, টিপাইমুখ বাধে অযাচিত সমর্থন ইত্যাদি)। বিনিময়ে তারা আশ্বাস ছাড়া আর কিছুই দেয় নি। ইন্ডিয়া তাদের বিনিয়োগ সুদে আসলে পুরোটাই উঠিয়ে নিয়েছে। এবার বিনিয়োগ টা এতোই বেশী যে আন্তর্যাতিক সমস্যা হয়ে দাড়িয়েছে। এখন তাদেরকে আমাদের সরকার নিশ্চয় কোন না কোন ভাবে পুষিয়ে দেবে। কিন্তু এতে আমার ভয় এখানেই যে তাঁবেদারি করতে যেয়ে না আবার আমাদের দেশ টা নতুন কোন সিকিমে রূপান্তরিত হয়। আর হাসিনা হয় আর একটা লেন্দুপ দরজি??????
০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: ????? কি মানে করলেন ভাই?? বুঝলাম না
২| ০২ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:২২
েফরারী এই মনটা আমার বলেছেন: আজকে আমাদের ভাবার সময় হয়েছে কে আমাদের আপন,কে পর। কে আমাদের শুভাকাঙ্খী , কে নয়। কে বন্ধু, কে বন্ধু বেশে শত্রু।আমরা সকলেই জানি যে,
আমাদের দেশের কোন রাজনৈতিক দলের কোন নেতাই দেশ বা জনগনের জন্য রাজনীতি করে না, আদর্শে জন্য করে না ।সবাই নিজের জন্যেই রাজনীতি করে । বড়জোর নিজ পরিবারের জন্য ,দলের জন্য করে । সে বর্তমান প্রধানমণ্ত্রীই হোক আর বিরোধীদলীয় নেত্রীই হোক,এরশাদ সাহেবই হোক আর সাবেক প্রেসিডেন্ট বদরূদ্দোজা চৌধূরীই হোক। সে ৭১'রণান্গনে বীর যোদ্বা আবদুল কাদের সিদ্দীকিই হোক আর দেলোয়ার হোসেন সাইদীই (দেইল্ল্যা রাজাকার) হোক। সাকাচৌই হোক আর তেতুঁল হুজুর(যদিও এদের নামের সাথে হুজুর শব্দটি লেখা ঠিক নয )শফি সাহেবই হোক। এদের মধ্যে কেউ একত্তরের চেতনা ফেরী করে বন্ধু বেশে শত্রু প্রতিবেশী দাদাদের আশির্বাদের(!) জন্য দেশের স্বার্থ বিকিয়ে দেয়,কেউ বা জাতীয়তাবাদী চেতনা ফেরী করে বন্ধুবেশি শত্রু , বিশ্ব সন্ত্রাসী মার্কিন যুক্তরাস্ট্রের আস্থা অর্জনের জন্য সবকিছু করার অন্গীকার করে,কেউ ইসলাম রক্ষার দোহাই দিয়ে জণগনের জানমালের ক্ষতি করে বেড়ায় ইত্যাদি ইত্যাদি ।এরা সকলেই এক ও অভিন্ন আদর্শে (?) বিশ্বাসী। সেটা হলো দেশ ও জাতীর জন্য সর্ব্বোচ্চৌ ত্যগের কিছু গৎবাধাঁ বুলি আওড়াও , জণগন নামক একদল গাধাঁর সামনে একগাদা মিথ্যা আশ্বাসের মুলা ঝুলিয়ে ছলে বলে কৌশলে ক্ষমতায় যাও । তারই ফল আজকের এই জ্বালাও-পোড়াও রাজনীতি ।সুতারাং এখন সময় এসেছে আমাদের সাবধান হওয়ার।http://www.somewhereinblog.net/blog/AYAAJ1977/29909267
৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ ভোর ৬:২৩
েফরারী এই মনটা আমার বলেছেন: সবচেয়ে খুশীর দিন
Click This Link
৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৭
নিজাম বলেছেন: সমস্যা গুরুতর!
০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪
স্পীচ থেরাপিষ্ট সুমন বলেছেন: তা ঠিক
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫২
মেনন আহমেদ বলেছেন: