নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পেশাঃ স্পীচ থেরাপিষ্ট। প্রতিষ্ঠানঃ প্রয়াস, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। মোবাইল নাম্বার - ০১৭১৭২৭৬৮১০ ই-মেইল : [email protected] ফেসবুক : https://www.facebook.com/sumonslt
মমতাজের একটি গান ( কে লিখছে জানি না)
নান্টু ঘটকের কথা শুইনা
অল্প বয়সে করলাম বিয়া
মুরুব্বিরা কইলো সবাই
নো চিন্তা নো টেনশন
পাইসো জীবনে দারুণ একটা পোলা
পোলা তো নয় সে তো আগুনেরই গোলা রে
পোলা তো নয় সে তো আগুনেরই গোলা
°
°
যদি গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেন……
নান্টু ঘটকের বাণী হেরিয়া
কৈশোরে পুষ্পের মালা পড়িয়া
আমায় বিবাহ করিলো এক ছেলে
অগ্রজেরা এসে দিলেন অভয়
বলিলেন - ওহে আর চিন্তা নয়
জীবনে উত্তম এক বর পেলে
বর তো নয়, সে তো গড়া অনলে
ওগো! বর তো নয়, সে তো গড়া অনলে!!
°
°
যদি গানটি কাজী নজরুল ইসলাম
লিখতেন……
পত্রিকার সব বিজ্ঞাপন ফাড়ি
বুয়েট - মেডিকেল থেকে তাড়াতাড়ি
নান্টু ঘটক খুঁজিয়া আনিলো বর
নান্টু ঘটকের বাণী শুনিয়া
বাল্য বিবাহের বাধা ছেদিয়া
তাহার সহিত বাধিলাম ঘর
মম ভক্তিসম গুরুজনে দিলেন চিত্তে আশা
জুটাইয়াছো জীবনে বর একখান খাসা!
পুরুষ সে নয়, সে তো অগ্নিতে ঠাসা
ওহে! পুরুষ সে নয়, সে তো অগ্নিতে ঠাসা!!
(সংগৃহীত)
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪১
এহসান সাবির বলেছেন: