| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
জাহিদুল ইসলাম সুমন
	তুমি করেছ বিপ্লবী মোরে, বিদ্রোহী করেছ জনমের তরে।। প্রেমের দোয়ারে করেছ আগাত তাই, প্রেমের সাথে মোর চির সংঘাত।।
অভিমান শেষ হলে আসিও আমার নীড়ে,
অপেক্ষার দরজায় দাড়িঁয়ে আমি,
সদা ব্যকুল মন তোমার টানেই পথ পানে চাহি
দেখিতে তাহার সুন্দর চাহনী অভিমানি মুখ-খানি-।।
কারো প্রতি টান বা অজানা অনুভূতির 
লোকায়িত নাম মায়া-।।
একবার পদচারণা যার সেখানে, 
হয়তো ফিরানো যাবে না তারে কোন কালে-।
হয়তো'বা একদিন 
অভিমানের  দেয়াল ভেংগে আসিবে ফিরে-।।
চিরায়ত গন্ডির বাহিরে এসে , 
তুমিও বলিবে চলো মায়াবী শহরে-।।
কারো জন্য কাদতে পারা কিংবা 
কারো মায়ায় বুকের পাশ ভারি হওয়া
সেটা ভালবাসার-ই বহিঃপ্রকাশ
হৃদয়ে অনুভুতিতে মিশে থাকা দীর্ঘ শ্বাস-।।
তোমার শূন্যতা যখনই আমায় গ্রাস করে
বুকের মাঝে যেখানে হৃদয়ের বসবাস
সেখানে ভাড়ি হওয়া কষ্ট গুলো নিরব আগাত হানে,
স্মৃতির পাতায় বারে-বারে তোমার ছবি ভাষে।।
অগ্নি দগ্ধ হৃদয়টা 
নিঃশব্দে পুড়ঁতে থাকে তোমার স্মরণে,
ঠোঁটের কোণে সিগারেটের ধোঁয়া
ক্ষণিক লাঘব করে আগুন জ্বলা হৃদয়টাকে।।
©somewhere in net ltd.