নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্ কে ভয় করুন।

আল্লাহ্ কে ভয় করুন,পরকালের কথা চিন্তা করে ইহকালের সব কাজ করুন,নিজের দেশকে ভালবাসুন,অন্যায়ের প্রতিবাদ করুন। আমি "সান বাংলা" কারো তাঁবেদারি করি না,সত্য এবং বাস্তব প্রকাশ করি অন্যায়ের প্রতিবাদ স্বরুপ।

সান বাংলা

আল্লাহ্ কে ভয় করুন,পরকালের কথা চিন্তা করে ইহকালের সব কাজ করুন,নিজের দেশকে ভালবাসুন,অন্যায়ের প্রতিবাদ করুন। আমি "সান বাংলা" কারো তাঁবেদারি করি না,সত্য এবং বাস্তব প্রকাশ করি অন্যায়ের প্রতিবাদ স্বরুপ।

সান বাংলা › বিস্তারিত পোস্টঃ

নিচু জাত

০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ২:২৯

যদিও ভারতের একটা প্রদেশের সমান আমাদের বাংলাদেশ জনসংখ্যায়ও অনেক অনেক কম তবুও যদি বাংলাদেশের লোকেরা ভারতে সাথে নতজানু না হয়ে অধিকার আদায়ে গর্জন দিয়ে কথা বলত তাহলে ভারত তিন বেলা খেত আর না খেত তিন বেলাই কাপর-চোপর নষ্ট করত তার সবচেয়ে বড় প্রমান হলো ওরা জনসংখ্যায় ও আয়তনে বড় হয়েও নির্লজ্জের মত আমাদের সাথে টক্কর দিয়ে চলতে চায়।
উন্নয়নেও কিন্তু ভারত আমাদের সাথে কখনও পেরে উঠবেনা যদি আমাদের দেশে রাঘব বোয়ালেরা দেশ প্রেমিক হয়ে উঠে।
গতকাল রাজশাহীতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তামান্না রহমান হৃদি (২২) নামে এক তরুনী অগ্নীদগ্ধ হয়ে করুন মৃত্যু হয়। প্রতিটি মানুষের জন্য এটা নিঃসন্দহের হৃদয়বিদারক। কিন্তু এই ঘটনার জন্য ইন্ডিয়ানদের উল্লাস করতে দেখা যাচ্ছে । আন্দবাজার পত্রিকার ফেইচবুক পেইজে এই নিউজটি শেয়ার করা হলে ইন্ডিয়ানরা উল্লাস প্রকাশ করে হাস্যকর এবং বিদ্রুপ মন্তব্য করতেছে।
কেউ কেউ বলতেছে বাংলাদেশের মানুষ নাকি রিক্সা চালানোর উপযোগী, বিমান চালানো উপযোগী নয়।
আবার কেউ কেউ বলতেছে একটি ভাইরাস কমেছে। ভাইরাস বলতে তারা মুসলিমদের কে বুঝাচ্ছে। কারন তামান্না রহমান মুসলিম ছিল।
আবার কেউ কেউ ক্রিকেটের প্রসঙ্গটি টেনে নিয়ে আসতেছে ইত্যাদি ইত্যাদি আরো অনেক নোংরা কথা বলতেছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.