![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আল্লাহ্ কে ভয় করুন,পরকালের কথা চিন্তা করে ইহকালের সব কাজ করুন,নিজের দেশকে ভালবাসুন,অন্যায়ের প্রতিবাদ করুন। আমি "সান বাংলা" কারো তাঁবেদারি করি না,সত্য এবং বাস্তব প্রকাশ করি অন্যায়ের প্রতিবাদ স্বরুপ।
আমাদের সমাজে একটি পারিবারিক অসঙ্গতি লক্ষ্য করা যায় সেটা হলো বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানেরা ঠিক মত বাবা মায়ের খোজ-খবর নেয় না এবং যথেষ্ট সেবা-যত্ন করে না।মাঝে মাঝে মনে হয় এটা এখন একটা কালচারে পরিনত হয়ে গেছে বৃদ্ধ বাবা মার সেবা করলে মনে হয় মান সম্মান যাবে এমন একটা অবস্থা!
কিছু পরিবারে দেখা যায় কিছু কুলাঙ্গার সন্তানেরা স্ত্রীর কথায় বৃদ্ধ বাবা মায়ের খোজ-খবর নিতেই চায় না বা নেয় না এবং না নেয়ার জন্য বাবা মার কিছু দোষ উল্লেখ করে বা দেখায়!যেটা আমার চোখে সবচেয়ে ঘৃনিত একটা ব্যাপার।
কিছু পরিবারে দেখা যায় পরিবারের কিছু সংখ্যক সদস্যদের উপর বৃদ্ধ বাবা মায়ের দায়ীত্বটা অর্পন করে বাকিরা হাফ ছেড়ে বেঁচে যাওয়ার অভিনয় করে যেটা নাকি আমার কাছে মনে হয় বাবা মাকে করুন অপমান করা হয়।
কিছু পরিবারে দেখা যায় বাবা মায়ের খোজ-খবর বা সেবা-যত্নের বিষয়টা পরিবারের বউদের উপর ছেড়ে দেয়া হয় এটা আমার নিকট মোটেও ভালো মনে হয় না।কারন নিজের বাবা মার সেবা-যত্ন খোজ-খবর নিজে না নিয়ে না করে অন্যকে দিয়ে আদায় করানোর একটা হীন চেষ্টা মনে হয় আমার কাছে।
আর এই ব্যাপারটার কারনে অনেক সময় দেখা যায় অনেক পরিবারের বউদের উপর মানসিক টর্চারের পাশা-পাশি শাররিক টর্চারও করা হয়।এমন মনে হয় যেন পুরুষরা বিয়ে করে নিজের জন্য বউ না কাজের বুয়া নিয়ে এসেছে যেন তার সংসারের সব কাজের পাশা-পাশি তার বাবা-মার দায়ীত্বটাও নিতে হবে সেখানে ভালো বা মন্দের কোন প্রশ্নই তুলতে পাড়বে না।অথচ সে নিজে একবারও বাবার কাছে গিয়ে জানতে চায়না বাবা আজ কি খেয়েছ মা আজ কেমন আছো?
****আমরা নয় মাস দশ দিন বা আরো কম বেশী সময় মায়ের পেটে ছিলাম।আমরা দুনিয়াতে আসার দিন মায়ের কি যে কষ্ট হয়েছিল একমাত্র মা-ই জানেন।আমরা দুনিয়াতে আসার পর থেকে দুই বছর মায়ের দুধ পান করেছি। আমরা অবুঝ ছিলাম বলে যখন তখন বাবা মায়ের কোলে প্রশ্রাব-পায়খানা করে মায়ের কাপড় নষ্ট করেছি। সারারাত কান্নাকাটি করে বাবা মায়ের ঘুম নষ্ট করেছি। মা বাবা আমাদেরকে সারাক্ষন পাহারা দিয়ে রেখেছিলেন। নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছেন,নিজের স্বাদ-আহল্লাদ মাটি দিয়ে আমাদেরকে পড়া-লেখা করিয়ে মানুষ করেছেন।
তার পর সন্তান বড় হলে "যে সন্তান তার বাবা মাকে শ্রদ্ধা করে না,উপযুক্ত সম্মান করে না এবং যে সন্তানকে কোন কারনে তার বাবা,মা ভয় করে-
>>>>>>>>>>> তার মত কুলাঙ্গার,দুর্ভাগা মানব আখেরাত এবং পৃথিবিতে আর কেউ নেই"
আপনি যত বড় শিক্ষিতই হোন, যত বড়লোক বা যত টাকার মালিক-ই হোন যত প্রতিভা-ধরই হোন, আপনার বাবা মা অশিক্ষিত হলেও বাবা মায়ের পায়ের নিচেই আপনার জান্নাত।মনে রাখবেন, বাবা মায়ের সেবা করা জিহাদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
বাবা মা কে সেবা করার জন্য কারো স্ত্রীর বা কারো স্বামীর বিন্দু মাত্র দায়বদ্ধতা নেই তবে সেবা করলে অনেক সোয়াবের ভাগী হবেন।নিজের বাবা মাকে নিজেই সাধ্য মত সেবা-যত্ন করবেন খোজ-খবর নিবেন,কারন এর দায়বদ্ধতা আপনার নিজের।সামান্যতম অবহেলার কারনেও আপনি অনেক বড় অপরাধীর/পাপীর কাতারে দাঁড়িয়ে যাবেন।
০৯ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:২৩
সান বাংলা বলেছেন: বউ শাশুড়িতে সম্পর্ক্য খারাপ হয় ৭৫% আর জমি জামার কারনে সম্পর্ক্য খারাপ হয় ১০% পড়া-প্রতবেশির কারনেও কিন্তু হয় ৫% আর ১০%হয় সু-শিক্ষার অভাবে তবে কোন বাবা মা-ই চায় না সন্তান কু-শিক্ষায় শিক্ষিত হউক এটাও সমাজের কাছে মা বাবার এক ধরনের হেরে যাওয়া........ ধন্যবাদ আপনাকে মোশাররফ সাহেব।
২| ০৯ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:০১
প্রবাসী আব্দুল্লাহ বলেছেন: মা বাবাকে যারা সেবা-যত্ন করা থেকে দুরে থাকে আমি তাদের ঘৃনা করি ,,আর কিছু বলতে চাই না। অনেক গুরুত্বপূর্ণ লিখাটির জন্য শুকরিয়া
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:২১
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আমি আপনারা সাথে একমত। আরেকটা ব্যাপার দেখেন, শ্বাশুড়ি বউ সম্পর্ক! জমির ভাগাভাগি অনেক কিছুই কারণ হয়ে দাঁড়ায়। আমি বলবো মা বাবা যদি তাদের সন্তান দের সুশিক্ষা না দিতে পারেন, তবে এটা তাদের প্রাপ্য।