নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

রোমন্থন!

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫







উইনি,



তোমাকে মনে রেখেছি আমি এখনো

মনে পড়ে? প্রবল বৃস্টিতে ধানমন্ডিতে হুড তোলা রিক্সায়

নীল রঙের তেরপলের নীচে

বেপরোয়া কত নিষিদ্ধ ভালবাসা করেছি দুজনে!!



মনে আছে সেই বাড়িটার কথা?

৬/২, তাজমহল রোড,সি ব্লক?

যেই মাঠের পাশে রাস্তায়

আমি দাঁড়িয়ে থাকতাম-

রঞ্জনার জন্য অন্য পাড়ার দাদাদের ভয় নিয়ে

তোমার প্রতীক্ষায়!!



উইনি-বড্ড কস্টের এই শহর,বিষন্ন সব

কাল কাচে ঘেরা রেস্টুরেন্টে

স্বাদ নিয়েছি তোমার কত

ভালোবাসার জিঘাংসায়!!





সবসময় আছ তুমি আমার কাছে

আমার কল্পনায় আর বাস্তবতায়

আমার বাস্তবতা আর কল্পনায়!!

রোমান্টিক ফ্যান্টাসি তে

স্বপনে অথবা মৈথুনে!!!



খুব জানতে ইচ্ছে করে

সে কি তোমার ঠোটের তিলে

আঙ্গুল বুলিয়ে, আলতো করে চুমু খায়?

আমার মত!

অথবা, দুস্টুমি করে

হাত মোছে- তোমার ওড়নার আচলে?



উইনি, সময় হয়তো থেমে থাকেনা

সময়ের হাতে হাত ধরে

অন্যের হাত ধরেছ

তাই আমি

সময়ের বিপরীতে যেয়ে

সেই তোমার-ই রয়েছি!!





উৎসর্গ-ব্লগার প্রিয়তমেষু



মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৮

আমিনুর রহমান বলেছেন: কবিতায় +++





অঃটঃ আপনাকে জেনারেল মোবারক। ভালো কিছু করে ব্যান হলেও দুঃখ নাই।

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই।

সামহোয়্যার এর মডারেশন কে কে সিটিএন।কোন দুঃখ নাই!!!

২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

ঘুড্ডির পাইলট বলেছেন:
যারে উৎসর্গাইলেন হেরই তো দেখি কোন খবর নাই !!! ;)

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬

সানড্যান্স বলেছেন: নিচে খবর হয়ে গেছে.........!!

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১০

প্রিয়তমেষূ বলেছেন: সানড্যান্স:

কি সাংঘাতিক আমাকে উৎসর্গ ;) ;)

এখন আমি গুগল মামার মত চিৎকার করে বলবঃ

আই এম ফিলিং লাকী :P :P

উইনি ফিরে এসে আবার ও উ্ইন করুক আপনার নস্টালজিক ভালবাসা।

শুভ কামনা রইল। ভালো থাকবেন।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৪

প্রিয়তমেষূ বলেছেন: কবিতায় ভাললাগা ও সরাসরি প্রিয়তে ++++++

২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ

ভাঙ্গা হৃদয় ফেভিকল দিয়েও জোড়া লাগেনা,সম্ভব হয়না আসলে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.