নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

এপিটাফ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০







গতকালের আবহাওয়া পূর্বাভাসে বুঝে ছিলাম আজ বৃস্টি হবে

তাই বিকেলটা বরাদ্দ দিয়েছিলাম তোমার জন্য

গুড়িগুড়ি বৃস্টি, ঠান্ডা বাতাস, পর্দাসহ রিক্সার আয়োজন ছিল

ছিল হরতালের ভয় ভেঙ্গে মতিঝিলের ঘরোয়াতে ভুনা খিচুড়ি খাওয়ার সাহস

তাই সিগারেটের টাকাটা খরচ করিনি, কিনিনি অন্য পন্য!

আশায় ছিলাম,হয়ত স্মৃতি-কাতরতাও ছিল!



এখন রিক্সায় আর চল্লিশ টাকা নেই ঘন্টা,

হলিক্রস স্কুলের সামনের ঝালমুড়িগুলো এখন ঠোঙ্গা পাচ টাকা

রেসিডেন্সিয়াল কলেজেরর ওয়ালগুলো নতুন প্রিন্সিপাল আরো ঊচুতে দিয়েছেন তুলে

মিস করি খুউব!সেই তোমার জন্য কত পালাতাম! সবটাই কি ভুলে?



আমি এখনো বৃস্টির দিনগুলো তোমার জন্যই বরাদ্দ দিই

রিক্সায় একা বসলেও বসি বাম পাশে

বৃস্টির কাদা-পানি মাখা পথঘাট গুলো

স্মৃতি হয়ে প্রায়ই এলোমেলো হয়ে ছুটে আসে!! অভ্যেসে?



পুরোনো দেয়াল ভেঙ্গে রাজমিস্ত্রীরা নতুন বাড়ি বানায়

জানো তো?

সেই পুরোনো ইটগুলো কিন্তু ফেলে দেয় না!

গাথুনির সময় রোদে পোড়া, বৃস্টিতে ভেজা ইট গুলো

নতুন সৃস্টির ভিতের গাথুনি দেয়!

বাধন গুলো নাকি শক্ত হয়! কুসংস্কার বলে একে?

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

লক্ষ্মীপেঁচা বলেছেন: প্রথম ভালোলাগা । একটাও মন্তব্য নেই কেন? B:-) B:-) B:-) B:-)

রিপোস্ট করেন আপনার লেখাটা ।

লেখা খুবই ভালো হয়েছে। আবার পোস্ট করলে মানুষ পরবে আশা করি ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৪

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ লক্ষ্মী পেচা,রিপোস্ট পরে কোন সময় করা যাবে,যেদিন আবার আকাশ খুব মেঘলা থাকবে।আন্দোলনের সময় সাহিত্য অনকের ই হয়তো ভাল লাগে নাই!!

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৪

মোহামমদ মশিউর রহমান বলেছেন: অসাধারন লাগ্ল। খুব সুন্দর এবং সরল রুপে ভাবগুলি প্রকাশ করেছেন।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

সানড্যান্স বলেছেন: থ্যানক্স ব্যাট ম্যান!!!

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫

shfikul বলেছেন: +

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৫

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!!!

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৪

shfikul বলেছেন: আবার পড়লাম।আমি প্রায়ই আসব এই কবিতাটা পড়তে।বিরক্ত হবেন নাতো?প্রতিটা লাইনের যে লজিকগুলো, আমাকে দারুণ টানে!স্কুল থেকে কলেজ এই টার্নিংটা কত সহজ ভাষায় বুঝিয়ে দিলেন!পুরো কবিতায় স্মৃতি কাতরতার চিন্হ।পুরোনো ইট নতুন ইটের সাথে মিশালে গাথুনি শক্ত হওয়ার মাধ্যমে ভালোবাসার স্মৃতিকে আঁকড়ে ধরে রাখা যেভাবে ফুটিয়ে তুললেন,সত্যি অবাক না হয়ে পারিনা।কবিতাটি কি আপনি অনেক ভাবনা চিন্তা করে লিখেছিলেন নাকি হুট করেই?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

সানড্যান্স বলেছেন: আপনি যতবার খুশি আসেন ভাই, আমি কখনোই বিরক্ত হব না।

হ্যা, ৫ বছর ধরে এই স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছি।দিন কে দিন কস্ট বাড়ছেই!!

কবিতাটা লেখা হয়েছিল এই মাসে যেদিন বৃস্টি হয়েছিল সেদি্ন।খুব সম্ভব ১৭ তারিখ। বৃস্টিতে অনেক স্মৃতি ছিল, তাই বৃস্টি দেখলে আমার অস্থির লাগে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.