![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
হ, কিছুডা ভ্যাম্পায়ার হয়ে গেসি, না টোয়ালাইট সাগার রবার্ট প্যাটিন্সন না, আবার বাম স্ট্রোকার এর ড্রাকুলা না, তয় আমরা ভ্যাম্পায়ার, টু থাউ থার্টিনের ভ্যাম্পায়ার, আমরা নিজের রক্ত নিজে খাই, অসুবিধা আছে?
ঘুমাইতে যাই যখন ফজরের আজান দেয় তখন, শরীরডা এলায়ে আসে,সিগারেটের পুটকিতে লাস্ট দুইটান দিয়া এসি ছাইড়া কম্বল চাপাই গায়ের উপর! সারারাইত কি করি? হুনবার চান? তয় হুনেন-পলিটিক্স করি, হ-এইডাই এহন নেশা, দেশের লেইগা কি করছেন আপ্নে? জানেন আমরা কি করছি? নতুন কইরা প্রতিবাদের ডাক দিছি, নতুন কইরা মুক্তিযুদ্ধের ডাক দিছি, পারছেন আপনেরা? আমগো নেতারা এহন এস এস এফ নিয়া ঘুরে, আপনেরা যেই মফিজ ছিলেন সে মফিজ ই আছেন, ছিন্তাই হইলে পুলিশের কাছে যায়া এফ আর করেন, পুলিশ ও পান চিবাইতে চিবাইতে কয়্যা দেয় এক হপ্তাহ পর আইয়া খবর লইয়েন…হালার মফিজ!!
কি মনে করেন আমগো? সারারাইত ফেসবুকে বইয়া পলিটিক্স করি, দেশের লাইগা নিজের জীবন কুরবান করছি। হ-আমরা নিজেরে লইয়া ভাবি নাই, দেশ রে লইয়া ভাবছি।দিনের পর দিন মুক্তিযুদ্ধ নিয়া নেটে নিজেরে খুজছি, রাইতের পর রাইত মুক্তিযুদ্ধ বিরোধি কিছু দেখলে গাইল দিছি ছাগু, সবাই মিল্যা রিপোর্ট করছি ওই শালা ছাগু, ওই পেজ ব্যান করতে হইবো!! বাপ-মা রে জিগাইবার পারিনাই আসল ইতিহাস, তাগোর সময় নাই, বই খাতা অবসরের অভাবে পড়তে পারি নাই।ইউ আর সো ব্যাক ডেইটেড ডুড, নেটে এখন সব পাওয়া যায়, বুঝেন না ক্যান?
ঘুমের থেইকা উইঠঠা শাহবাগ যাইগা, আমগো এই নতুন মুক্তিযুদ্ধ সফল করতে!!হেভী পিনিক ভাই এই আন্দোলনে, দেশটা কেমুন নাড়াচাড়া দিয়া ফালাইছি আমরা এই নতুন প্রজন্ম!!টিভি চ্যানেল কন আর নিউজ পেপার কন সব কিছু নিয়াই বইছি ওইখানে। আজিজে থেইক্কা একটা চে টুপি কিনা ফালাইছি, মাথায় চে টুপি না থাকলে বিপ্লবী ভাব আসে না,তাই। দিন নাই রাত নাই চিল্লায়া যাইতাছি,ফাসি চাই ফাসি চাই!!কাইলকা বেলুন ঊড়ামু, গান্ধীর সত্যাগ্রহ দিয়া আমরা স্টার্ট করছি,আমরা সফল হমুই, এনি ডাউট?
বেলা আরেকটু বাড়লে আমরা গান গাই, যারা নাচতে পারে তারা নাচে, নাচে-গানে কই আমরা ফাসী চাই, দেশদ্রোহী এই যুদ্ধাপরাধী গো আমরা ফাসি চাই। গানের তালে, নাচের ছন্দে ছন্দে আমরা ফাসী চাই, এমুন কথা হুঞ্ছেন জীবনে? যাগো ফাসী চাই তাগো অপরাধ হইল গণহত্যা, রেপ, মার্ডার, আর আমরা সেই সব অপরাধী গো ফাসি চাই নাইচা গাইয়া!!!আরো আছে হুনেন,কথা এইখানে শেষ না, সন্ধ্যা হইলে আমরা মোম বাত্তি জ্বালাই, অন্ধকার দূর করি, প্রজেক্টরে সিনেমা দেখাই, হ ভাই আমরা এমনেই ফাসী চাই!!
সিনেমা-টিভির শিল্পিরা আইয়া ক্যামেরার সামনের দায়বদ্ধতারে কাটায়া গেছে,কিরকেটাররা হালাল কইরা গেছে বেতন, রাজনীতিবিদেরা আইয়া ভোট ঠিক রাইখা গেছে, তাই রাইত জাগা এই আমরাও যাই।বান্ধবীরাও আসে, আন্দোলোনে উতসাহ পাই!!বই মেলায় ঘুরতে যাই, সোহরাওয়ার্দি উদ্যানে বইসা থাকি,বাসায় জিগাইলে কই মা-দেশের ডাক, ফিরাইতে পারিনা! মায়েও খুশ-পোলা আমার দেশের লাইগা করতাছে, পোলাও খুশ-উচিত মাত্রার অজুহাত পাইয়া!হ-আমরা এমনেই ফাসি চাই!!
ছাত্রলীগের পুলাপানে দিছে ১৯৯২ সালে শেখ হাসিনা দেয়া মানবতা বিরোধী ভাষন এর কপি, সমাজতান্ত্রিক বাম ফ্রন্ট দিছে হেগোর গুন কীর্তন ওয়ালা একখান ন্যাতা নিউজ পেপার(ওগো জীবনে উন্নতি হইব না!!), বড় ভাইরে জিগাইছিলাম,ভাই আন্দলোনে তো এরকম হওয়ার কোন কথা ছিল না!! নিজের খাইয়া পইরা শাহবাগ গেছি, এডি কি? বড়ভাইয়ে এড়ায়া গেছে, ওইদিন আইছিল আরেক আবাল, নাসিম(এই চুতিয়া এহনো ক্যান্টন্মেন্টে অবাঞ্ছিত), নডির পুলায় আয়া কইয়া গেছে আমরা নাকি হাসিনার ডাকে আইছিলাম!!!
যে কয়দিন শাহবাগ গেছি, এর মইধ্যে একদিন বাসায় আউনের ভাড়া লইছি ছোট ভাইয়ের কাছ থিকা, পোস্টার পেপার কিঞ্ছিলাম নিজের টাকায়, মার্কার কিঞ্ছিলাম তৌহিদ ভাইয়ের টাকায়, ভাত খাইতে গেলে সিগারেটের পয়সা থাকতো না, তাই ভাত খাইতাম না, আর এহন হয়া গেলাম মার্কা মারা দলীয় কর্মী!!!
কয়দিন আগে মরল রাজীব হায়দার, উনি বলে আগে নাস্তিক ছিল, বাস! আল্লাহর রহমতে শাহবাগ বিরোধীরা আমগো বানায়া দিল নাস্তিক। এলাকার পুলাপান পর্যন্ত জিগায় ভাই, আপনের পূর্বপুরুষ মানুষ ছিল তো? কলুষিত মানুষের রাজনীতি কখনোই সফল হয় না, যদি হইত বার্লুস্কোনি এখনো ইতালির প্রেসিডেন্ট থাকতো, রাসপুতিনের নাম নেয়ার আগে মাইনষে কইত না নারীলোভী! মানুষ জানে রাজনীতিবিদরা চুরি করবেই, তবে আমগো দেশের মানূষ যেইডা খুজে ঐডা হইল ক্যাডায় এট্টু কম চুরি করবে!তাই আমরা এহনো আদর্শ খুজি, আর রাজীব হায়দার মরার পরে আমার দেশ ওরে বানায় দিছে মুর্তাদ, আর প্রথম আলো বানাইতেছে হাফেজী হুজুর!!ভাই,৯০% মুসল্মানের দেশে ইসলাম নিয়ে মস্করা করলে প্রথম আলো আর আপনার ইউরোপিয় বন্ধু বান্ধব আপনারে যত ভালই কউক না ক্যান, আপনে খারাপ, হুদা খারাপ না খুব খ্রাপ!!
খালেদা জিয়া-তরিকুল-হান্নান সরকার কেডা বি এন পি চালাও কয়ার পারুম না, তয় খালেদা আসলেই অদ্ভুত! হ্যায় আন্দোলনের হপ্তা খানেক পর শাহবাগে সম্মতি জানায়!! ছাত্রদলের পুলাপান রে দেখলাম না শাহবাগে? ছাত্রলীগ কি ক্যাম্পাসে অবাঞ্ছিত কইরা দিছে অগো? কেউ কইতারবেন?
আমরা ভুইলা গেছি কথাডা কি ছিল!!কথাডা ছিল এইরকম-
“হোয়েন ইউ প্লে উইথ জেন্টেলম্যান, ইউ প্লে লাইক আ জেন্টেল ম্যান। বাট হোয়েন ইউ প্লে উইথ বাস্টার্ডস, মেক শিয়োর ইউ প্লে লাইক আ বিগার বাস্টার্ড, আদারওয়াইজ ইউ উইল লুজ!!’’
-শেখ মুজিবর রহমান
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
সানড্যান্স বলেছেন: ভাই,যে আমাদের বিজয় ছিনিয়ে নিছে তারা,আমাদের কে গ্রাস করে নিছে ধীরে সুস্থে!
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
পুংটা বলেছেন: “হোয়েন ইউ প্লে উইথ জেন্টেলম্যান, ইউ প্লে লাইক আ জেন্টেল ম্যান। বাট হোয়েন ইউ প্লে উইথ বাস্টার্ডস, মেক শিয়োর ইউ প্লে লাইক আ বিগার বাস্টার্ড, আদারওয়াইজ ইউ উইল লুজ!!’’
-শেখ মুজিবর রহমান
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
সানড্যান্স বলেছেন: সেইটাই রে ভাই
এভাবে কি হবে?কোন লক্ষ নাই,কোন উদ্দেশ্য নাই,অভিজ্ঞতা না থাকলেও মানুষ হালচাল বুঝে কাজ করে,এসের সেদিকেও কোন ভ্রু ক্ষেপ নাই!!!
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
নিয়েল ( হিমু ) বলেছেন: কিচ্ছু কওয়ার নাই । জটিল লেখছেন ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
অচিন.... বলেছেন:
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
সানড্যান্স বলেছেন: হ ভাই,হাছা কথা খুব তিতা!
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
লক্ষ্মীপেঁচা বলেছেন: আপনার এই লেখাটা ফাটাফাটি হইছে ।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
সানড্যান্স বলেছেন: লেখা দিয়ে কি করব? চোখের সামনে দিয়ে এত সুন্দর একটা আন্দলন দলীয় হয়ে গেল?
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৮
শাকিল ১৭০৫ বলেছেন: “হোয়েন ইউ প্লে উইথ জেন্টেলম্যান, ইউ প্লে লাইক আ জেন্টেল ম্যান। বাট হোয়েন ইউ প্লে উইথ বাস্টার্ডস, মেক শিয়োর ইউ প্লে লাইক আ বিগার বাস্টার্ড, আদারওয়াইজ ইউ উইল লুজ!!’’
ভালো লাগলো
তবে আপনার গুছানো কথা গুলা আরও ভালো লাগলো
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই,আমি যা বুঝাতে চেয়েছি আশাকরি বুঝেছেন!!
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬
দখিনা বাতাস বলেছেন: কথা পছন্দ হইছে। শেখ মুজিবের এই কথাডা যে এই যুগের পোলাপাইন এখনোও জানে, জানতে পাইরা খুব অবাক হইলাম সাথে খুশিও হইলাম, ভরসাও পাইলাম যে, নাহ, এগোরে দিয়া হইবো।
এখন কথা হইলো, আপনেরা তরুন প্রজন্ম কি কিছু একটা শুরু করবেন নাকি আমগো মত বুইড়াডির নামতে হইবো আবার ৯০ এর মত। তখন এসএসসির ছাত্র, এরশাদবিরোধী আন্দোলনের মিছিল কইরা বাসায় ফিরতাম, মাঝে মাঝে বাসায় ডুকতে দিতো না, বাপে কইতো, বিপ্লবী হইছো, রাস্তায় যাও আবার, গুলি খাইয়া মরো গিয়া, বাসায় আসার কি দরকার? এখণ কি আবার ঐ লাইনে যামু নাকি আপনেরা কিছু একটা শুরু করবেন?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২
সানড্যান্স বলেছেন: ভাই,তরুন প্রজন্ম শুরু করতে চায়,কিন্তু তারা বারে বারে বিভ্রান্ত হয়,আসলে এদের অনভিজ্ঞতার সুযোগ নিচ্ছে সন্ধানীরা,আমাদের মত করে দেখলে বাংলাদেশ আরো সুন্দর হবে,অভিজ্ঞ লোকের সঠিক পরামর্শের অভাবেই আমাদের এ অবস্থা হচ্ছে।
আপনারা আপনাদের সাহায্য দিয়ে নতুন দের অনভিজ্ঞতার সমস্যাটা বোঝান,তাহলে হয়তো কাজ হবে।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯
আহমেদ সাব্বির পল্লব বলেছেন: ভাইরে একটাই দাবী ছিল: চিন্হিত রাজাকারদের সর্ব্বোচ্চ শাস্তি..
কিন্তু পানি যে গড়াইয়া কোন দিকে যাইতেছে কিছুই বুজতেছি না.....শেষ পর্যন্ত না আম-ছালা সবই হারাই......
চরম লিখছেন.........+++++