![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
প্রকাশ্য দিবালোকে চুম্বনের অধিকার চাই!!!
প্রকাশ্য দিবালোকে চুম্বনের অধিকার চাই
পল্টনের রাজপথে প্রেম করতে চাই
মেক আপ ছাড়া উচ্ছল মুখ দেখতে চাই
সে তুমি মানুষটা কে ভালবাসতে চাই!!
দুজনের কথা হোক ভালবাসার অভিধান
হাত ধরে করতে চাই গোপন অভিসার
না-বলা কথায় জড়ো হবে অভিমান
দুজনে একসাথে হবে জীবনের অভিযান!!
চাঁদ দেখতে চাই-আমাবস্যাতে
চুমু খেতে চাই-পূর্নিমাতে
ভিজতে চাই-বৃস্টিতে
তুমি-আমি এক সাথে!!
প্রিয়, তুমি রাখবে কথা মোর?
হোক রাত-সকাল-ভোর?
আমি করব নাকো জোর!
খুঁজবো না তোমায়-আমি
থাকুক চোখের ঘোর!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ বস!
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪০
লিন্কিন পার্ক বলেছেন:
শিরোনাম দেখে অন্য কিছু ভাবছিলাম :#>
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩
সানড্যান্স বলেছেন: হাহাহাহা!!!
আসেন,আন্দোলোন করি!!!সবার মনে এক চাওয়া,সরকারের মনেও আশাকরি তাই...খালি আইনের অভাব!!
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
লিন্কিন পার্ক বলেছেন:
প্রকাশ্যে চুমু খাওয়া এই দেশে অপরাধ ঘুস খাওয়া কখনই নয় !
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
সানড্যান্স বলেছেন: সেইটাই,সাধারন মানুষের দুঃখ কেউ বুঝেনা!!
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৬
টিনের চশমা বলেছেন: ভাইজানের খুব চড়ছে দেহি !!!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯
সানড্যান্স বলেছেন: দুপুর বেলা কি চড়বে বলেন?একটু ভালোবাসার কথা লিখলাম!!
৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
লেজ কাটা শেয়াল বলেছেন: টিনের চশমা বলেছেন: ভাইজানের খুব চড়ছে দেহি !!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০
সানড্যান্স বলেছেন: নিজের কথা কিছু কন,খালি মাইনষের টা কইলে হপে??
৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪
shfikul বলেছেন: প্রিয়, তুমি রাখবে কথা মোর?
সুন্দর কবিতায় ভালো লাগা রেখে গেলাম।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ,শফিকুল ভাই!!
৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
রাহী আবদুল্লাহ বলেছেন: এজ এ ব্লগার এই অধিকার আদায়ের জন্য গুলিস্তান চত্তরে জমায়েত হতে পারেন-অনেক কাউয়ারো সমর্থন পাইবেন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
সানড্যান্স বলেছেন: আপনে সাথে থাইকেন,একা একা এত কাউয়া ফেস করাটা ঝামেলা হইতে পারে!!
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন! ভালো লাগা রইলো!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ,ভাল লাগল আপনাদের ভাল লাগার কথা শুনে!
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
নীল বেদনা বলেছেন: লেজ কাটা শেয়াল বলেছেন: টিনের চশমা বলেছেন: ভাইজানের খুব চড়ছে দেহি !!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
সানড্যান্স বলেছেন: লেখক বলেছেন: নিজের কথা কিছু কন,খালি মাইনষের টা কইলে হপে??
১০| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪
আমি বীরবল বলেছেন: ছিঃ ছিঃ কী শরমের কতা-বেডার লজ্জা শরম নাই
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২০
সানড্যান্স বলেছেন: লজ্জা শরম থাকলে প্রেম হবে,ভাই?তার উপর পুরুষ মানুষ!!
১১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
শাকিল ১৭০৫ বলেছেন: দুজনের কথা হোক ভালবাসার অভিধান
হাত ধরে করতে চাই অভিসার
না-বলা কথায় হবে অভিমান
দুজনে একসাথে হবে জীবনের অভিযান!!
ভালা কইছেন :-&
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
সানড্যান্স বলেছেন: লজ্জা পাওয়ার ইমো ক্যান?বেডা মাইনষে এত লজ্জা পাইলে হবে,শাকিল ভাই?
অনেক ধন্যবাদ!
১২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
ভুল উচ্ছাস বলেছেন: ভাই প্রকাশ্য দিবালোকে চুমু খাবার অধিকার পাবলিকে দিলেও , যারে চুমু দিবেন সে এই অধিকার দিবে তো?
খেকজ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
সানড্যান্স বলেছেন: পয়েন্ট টু বি নোটেড!!!
আদালতের আদেশ নিয়ে করতে হবে দেন!!!
সুযোগ চাই মানুষ হব!!!
১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৪
গ্রাম্যবালিকা বলেছেন: লেখক বলেছেন: দুপুর বেলা কি চড়বে বলেন?একটু ভালোবাসার কথা লিখলাম!!
ভালো বলেছেন। আমিও তাই বলি, ভালোবাসার কথা লিখা যাবেনা ক্যান!
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২১
সানড্যান্স বলেছেন: সেই চেস্টাই করতেছি রে ভাই!!!
১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
মাক্স বলেছেন: চমৎকার ব্রো! ৩য় ভালোলাগা।
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!
১৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৩
মাহবু১৫৪ বলেছেন:
++++++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৯
সানড্যান্স বলেছেন: এত গুলো প্লাসের জন্য ধন্যবাদ ভাই!!
১৬| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৩
একজন আরমান বলেছেন:
দারুন !
২৯ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৭
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ আরমান!!!
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭
শিপন মোল্লা বলেছেন: চাদ দেখতে চাই-আমাবস্যাতে
চুমু খেতে চাই-পূর্নিমাতে
ভিজতে চাই-বৃস্টিতে
তুমি-আমি এক সাথে!!
এক কথায় চমৎকার