![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
তার দেয়া কথা গুলো জমা দিয়েছি ছাইদানিতে, কালচে নীল ধোয়ায় ভরে গিয়েছে জীবন, কস্ট গুলো কুমার বিশ্বজিতের মত জনতা ব্যাঙ্কে জমা রাখতে চেয়েছিলাম, বলেছে ভালবাসার একাউণ্ট তারা ক্লোজ করে দিয়েছে।
হাসি মুখ টাকে ভুলে গিয়েছি বহুদিন হয়, টোল ছিল কি সে গালে? মনে নেই কিংবা মনে রাখতে চাইনি! কোন একটা দাতের উপর দিয়ে আরেকটা দাত ঊঠে গিয়েছিল তার, হাসির সৌন্দর্য বাড়াতে সৃস্টিকর্তা কত কিছু করেন!
এখনো অর্কিড বিক্রি হয়, নাম না জানা, গন্ধবিহীন সেই অর্কিড আমি কিনি, অর্কিড গুলো খাচায় বন্দি পাখি হলে বেশ ভাল হত, কিনে মুক্ত করে দিয়ে মুক্তির আনন্দ পাওয়া যেত হয়ত। আচ্ছা, তার কি এখন সেই মুক্তির আনন্দ?
অভিমানে দেয়া আইস্ক্রিম গুলো এখন এমনিতেই গলে যায়, তারা এখন আর অভিমান কমা পর্যন্ত অপেক্ষা করেনা, যেমন টি হয় সিগারেটের, ধরানোর পর এমনিই পুড়তে থাকে, সেই ই সুখ!!
সংবিধিবদ্ধ সতর্কীকরনঃধুমপান ও ভালোবাসা উভয়েই স্বাস্থের জন্য ক্ষতিকর!!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই, আপনিও ভাল থাকবেন!
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
নীল আঁধার বলেছেন: ভালোই
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ আধার!
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
অক্টোপাস বলেছেন: ভালো লাগলো্ ।
আরো লেথবেন।
+++++++++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই, চেস্টা করব!
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩
হাবিব০৪২০০২ বলেছেন: +++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
সানড্যান্স বলেছেন: ভাই আপনে আমারে একটা কথা কন তো? আপনে একে ৪২০ তার উপর আবার ০০২? ৪২০ এর পরের দুই নাম্বার? এত খ্রাপ?
ধন্যবাদ হাবিব ভাই!
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১
জাওয়াদ তাহমিদ বলেছেন: সুন্দর লেখা। ++
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০২
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ!
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০
মাক্স বলেছেন: সুন্দর লিখেছেন!
২য় ভালোলাগা!!!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৮
সানড্যান্স বলেছেন: থ্যানক্স ভাই
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
হাবিব০৪২০০২ বলেছেন: লেখক বলেছেন: ভাই আপনে আমারে একটা কথা কন তো? আপনে একে ৪২০ তার উপর আবার ০০২? ৪২০ এর পরের দুই নাম্বার? এত খ্রাপ?
আপনে বেজায় রসিক হে !!!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫২
সানড্যান্স বলেছেন:
৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৪
shfikul বলেছেন: +++
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১২
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই
৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২২
shfikul বলেছেন: ঐ মিয়া এপিটাফে একটা মন্তব্য লেইখা বইসা আছি সেই কবে থেকে,উত্তর দেন না ক্যান!
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০
সানড্যান্স বলেছেন: দিচ্ছি শফিকুল ভাই!!!!
১০| ০১ লা মার্চ, ২০১৩ রাত ৩:২১
*কুনোব্যাঙ* বলেছেন: সিগারেট আর ভালোবাসা দু'টার শুরুই আগুন দিয়ে আর শেষ ছাই দিয়ে!
০২ রা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৫
সানড্যান্স বলেছেন: খাসা কথা!!!
১১| ০৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫২
একজন আরমান বলেছেন:
ধুমপান ও ভালোবাসা উভয়েই স্বাস্থের জন্য ক্ষতিকর!!
আমার তো মনে হয় ক্ষেত্রবিশেষে ভালোবাসা ধূমপানের থেকেও ক্ষতিকর !
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
পরের তরে বলেছেন: ভাল লিখেছেন। আপনার লেখার হাত ভাল। ভাল থাকবেন।