![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
কল্যানপুর থেকে ওঠা ৮ নাম্বার বাসে ভীড় ছিল অনেক কম। সৃষ্টিকর্তা তা পুষিয়ে দিলেন গনভবনের সামনে থেকে হাটিঁয়ে নিয়ে, অবাক করা জ্যাম, গাড়ী চলছে না, হাটাঁই হল নিয়তি। নানান রকম রঙের মাঝে লাল-সাদার সরব উপস্থিতি বারবার জানিয়ে দিচ্ছিল আজ নববর্ষ। হাটতে হাটতে সঙ্গসদ, এটাকে এখন আমি আর সংসদ বলিনা, সঙ্গসদই বলি, পৌছুলাম সেখানে। সে যাইহোক, গতরাতে করা আলপনা ভোরের আলোয় দেখার মত ধৈর্য ছিল না আমার, তাই বিকেলের শেষ আলোতে প্রান ভরে দেখেনিলাম আলপনা, সেই সাথে কাজল দেয়া চোখের লাল-সাদা পরীদের, অবশ্যই আড়চোখে। সবাই ছবি তুলতে খুব ব্যস্ত, ইচ্ছে হচ্ছিল দাঁড়িয়ে বলি, সব সৌন্দর্যের ছবি তোলা যায়না, উপভোগ করার মত কিছু সৌন্দর্য থাকে, ছবি তুলে সেটাকে অপমান করতে হয়না!
সেখানে দেখা হল দীপ ভাইয়ের সাথে, দীপ ভাই খুব চমৎকার ছবি আকেন, শাহবাগের শুরুর মিছিল গুলোতে তার আকাঁ পোস্টার গুলোর ডিমান্ড ছিল খুব, কথা হল। আবার নতুন করে হাটা শুরু হল, নববর্ষের এই জ্যাম আমাকে কিছুটা হিমু বানিয়ে দিয়েছিল আজকে। হাটঁতে হাটঁতে চলে এলাম ফার্মগেইট। অবাক করা এক গান শুনলাম চলমান রাস্তায়, নববর্ষ উপলক্ষে কিছু ছেলে একটা পিক আপ ভাড়া করেছে, সেই পিক আপে আদ্যিকালের এস পি টু সাইজ স্পীকার, সেখানে গান বাজছে-
“মেক্সি পরা সেক্সী মেয়ে আমায় পাগল করেছে!!”
সেই পিক আপ মনিপুরী পাড়া পর্যন্ত আসতেই গান বদল হল, লাট লাগ গাই শুরু হয়ে গেল, পিকআপ ভর্তি ছেলে গুলোর নাচ কিংবা উন্মাদনা দেখে বুঝলাম নববর্ষ তাদের ব্যক্তি জীবনের কস্ট ভুলতে কিছুটা হলেও সাহায্য করেছে!!!
রাস্তার অবস্থা দেখে পুনরায় নিজেকে আশ্বস্ত করলাম বাসে ওঠা ভুল ই হবে! ধারনা ভুল হয়নি আমার, এক পা দুপা করে রাস্তার সুপুরুষ পুরুষ গুলোর সঙ্গিনী দেখতে দেখতে চলে এলাম বেইলী রোড। সেখানে এলাহী কারবার, রাস্তার এই মাথা থেকে সেই মাথা পুরো ব্লক, কোন এক অদ্ভুত আনন্দ ভর করেছে সবার মাঝে! কেমন যেন ঈদ ঈদ ভাব, সবাই বিনা কারনে খুশি, খাচ্ছে, সঙ্গিনী সামলাচ্ছে, ঘামছে, চিৎকার করছে অকারনেই!
ঢাকার শহরে যদি আপনি প্রেম করেন, তাহলে বেইলী রোড আর ধানমন্ডি এখান থেকে শুরু করতে পারেন। আমার ধারনা ঢাকার প্রেম কবুল হয় যখন কপোত-কপোতিরা বেইলী রোড কিংবা ধানমন্ডি যেয়ে ডেইট করে! তবে নববর্ষে আজ সেখানে কোন খাবার দোকান খালি ছিল না। বরং ওয়েট করেও বসতে না পারায় অনেকের চোখে মুখে ছিল বিরক্তি!
অতঃপর সেখান থেকে রিক্সা নিয়ে গেলাম ওয়ারী, ওই রাস্তাটা কোন কারনে ফাকা ছিল, সেখানে একটা রেস্টুরেন্ট আছে, অফট্র্যাক নামে, সার্ভিস খুব জঘন্য, বাট খাবারটা বেশ ভাল, সেখানে হাল্কা পাতলা খেলাম! মিথ্যে বলব না, কোন বাঙ্গালী খাবার খাইনি, বার্গার আর স্যান্ডুইচ খেলাম। সাথে ছিল কাচা আমের জুস। সেখান থেকে আবার রিক্সা নিলাম নারিন্দা পর্যন্ত, নববর্ষে ঢাকায় ঘোরাটা অন্যরকম এক এক্সপেরিয়েন্স!
এরপর ব্যাক করা শুরু করলাম, নিউ ভীষন, হু বানান ভুল নয়, এরকম ই ডাকি, বাসে সোজা কল্যানপুর চলে আসলাম।
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০০
সানড্যান্স বলেছেন: সবাই একটা সুন্দর প্রোপিক, কিছু লাইকের জন্য পাগল!!
২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৫
বোকামন বলেছেন: অন্তর দৃষ্টিতে সুন্দরের সেীন্দর্য ক’জনা উপভোগ করতে পারে ভাই !
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৩
সানড্যান্স বলেছেন: আজ সেই চেস্টাই করছিলাম!
৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৩
সেলিম আনোয়ার বলেছেন: ২য় ভাল লাগা।শুভনববর্ষ।
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫২
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ! ভাই!
৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭
কান্ডারি অথর্ব বলেছেন:
“মেক্সি পরা সেক্সী মেয়ে আমায় পাগল করেছে!!”
ভাই ইহা আবার কি কহিলেন
নববর্ষের শুভেচ্ছা জানিবেন।
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫২
সানড্যান্স বলেছেন: ভাই এই গানই বাজছিল, কসম সে!
শুভ নববর্ষ!!
৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৯
আমিনুর রহমান বলেছেন:
১লা বৈশাখের দিনলিপি'র বর্ণনা ভালো লাগলো।
শুভ নববর্ষ !
১৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৩
সানড্যান্স বলেছেন: শুভ নববর্ষ, আমিনুর ভাই!!
৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১
মামুন রশিদ বলেছেন: অন্যরকম নববর্ষ উদযাপন
১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ
৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
ঘুড্ডির পাইলট বলেছেন: “মেক্সি পরা সেক্সী মেয়ে আমায় পাগল করেছে!!”
এই গান্টার ডাউনলোড লিংক আছে নাকি ?
১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪
সানড্যান্স বলেছেন: আমি নিজেও খুজতেছি, পাইলে জানাব!
৮| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০১
গগণজয় বলেছেন: হুম।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪
বোকামন বলেছেন: সব সৌন্দর্যের ছবি তোলা যায়না, উপভোগ করার মত কিছু সৌন্দর্য থাকে