![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
সবকিছু কেমন তেতো লাগছে স্রস্টা
মুখ ভর্তি যেমন জমছে স্যালাইভা
ওয়াক! থুঃ!! করে ফেলব বলে!!
ক্যাডাভার কাউন্ট হচ্ছে ক্রমাগত
লাশের মিছিল বড় হচ্ছে, দামী পোষাকগুলো
পারফিউম রিফিউজ করে রক্ত চাইছে!
রক্তের ঘ্রান নয় স্বাদ চাইছে!!!
সবকিছু কেমন তেতো লাগছে স্রস্টা
মুখ ভর্তি যেমন জমছে স্যালাইভা
ওয়াক! থুঃ!! করে ফেলব বলে!!
সমাজপতিরা প্রহসনের বক্তব্য দিচ্ছে
চব্বিশ ঘন্টার নাটক চলছে টিভিতে
জীবিত অথবা মৃত!!
কত হল? কয়টা হল?
কেউ হাসল! বলল-আমরা তো নেচেছি!
আমরা নেচেছি, গেয়েছি-
তোমাদের শোক উদযাপনে…
চুয়ান্ন লাখ টাকা দিয়েছি
ফূর্তি জায়েজ করেছি!!!
সবকিছু কেমন তেতো লাগছে স্রস্টা
মুখ ভর্তি যেমন জমছে স্যালাইভা
ওয়াক! থুঃ!! করে ফেলব বলে!!
বাতাসে অক্সিজেনের হাহাকার হল
ফুলগুলো পানির অভাবে শুকিয়ে গেল
গরমে পঁচে দূর্গন্ধ হল!
শেষ চিঠিটায় লেখা ছিল
-প্রিয় মা
তোমাকে ঔষধ কিনে দিতে অপারগতা!
তবু টিভি ক্যামেরাতে হাসিমুখে ওরা বলছিল
জী আপা, জী আপা!!!
সম্মানিত পোষাকেরা, আমাদের ক্ষমা কর
আমরা এখন অর্থ পিপাসায় রক্ত পান করি
জন প্রতি দাম দেই বিশ হাজার টাকা!
আমাদের তোমরা ক্ষমা কর!
সবকিছু কেমন তেতো লাগছে স্রস্টা
মুখ ভর্তি যেমন জমছে স্যালাইভা
ওয়াক! থুঃ!! করে ফেলব বলে!!
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৪
সানড্যান্স বলেছেন:
২| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৩
সানড্যান্স বলেছেন:
৩| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৯
কান্ডারি অথর্ব বলেছেন:
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৯
সানড্যান্স বলেছেন:
৪| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৯
গগণজয় বলেছেন: লাশের মিছিল বড় হচ্ছে, দামী পোষাকগুলো
পারফিউম রিফিউজ করে রক্ত চাইছে!
রক্তের ঘ্রান নয় স্বাদ চাইছে!!!
আসলেই চাচু।
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০
সানড্যান্স বলেছেন: হুম!!! রেডি থাক, বৃহস্পতিবার ফাইনাল খেলা!!! খবর মোটামুটি কনফার্ম!!
৫| ২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৫
মো ঃ আবু সাঈদ বলেছেন: সম্মানিত পোষাকেরা, আমাদের ক্ষমা কর
আমরা এখন অর্থ পিপাসায় রক্ত পান করি
জন প্রতি দাম দেই বিশ হাজার টাকা!
আমাদের তোমরা ক্ষমা কর!
২৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪
সানড্যান্স বলেছেন:
৬| ০৮ ই মে, ২০১৩ সকাল ৮:৩০
এরিস বলেছেন: শেষ চিঠিটায় লেখা ছিল
-প্রিয় মা
তোমাকে ঔষধ কিনে দিতে অপারগতা! কিছু বলার নেই ওদের জন্যে, সেই মায়ের কষ্টে সান্তনা দেবো, বুকে জড়িয়ে ধরবো, এমন মন কই? প্রথম প্লাস।
৭| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:০৬
নীরব 009 বলেছেন: চমৎকার লাগল ভাই। মনটা আবার খারাপ হয়ে গেল
প্লাস
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৪২
*কুনোব্যাঙ* বলেছেন: