নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

কবিতাটা কেউ পড়েছেন?

১৪ ই জুন, ২০১৩ রাত ৯:১৭

‘‘তুই কি আমার দুঃখ হবি?’’



___আনিসুল হক





তুই কি আমার দুঃখ হবি ?

এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল

রুখো চুলে পথের ধুলো

চোখের নীচে কালো ছায়া

সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি ।

তুই কি আমার দুঃখ হবি ?





তুই কি আমার শুষ্ক চোখে অশ্রু হবি ?

মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবি ?

তুই কি আমার খাঁ খাঁ দুপুর

নির্জনতা ভেঙে দিয়ে

ডাকপিয়নের নিষ্ঠ হাতে

ক্রমাগত নড়তে থাকা দরজাময় কড়া হবি ?





একটি নীলাভ এনভেলাপে পুরে রাখা

কেমন যেন বিষাদ হবি ?

তুই কি আমার শুন্য বুকে

দীর্ঘশ্বাসের বকুল হবি ?

নরম হাতের ছোঁয়া হবি ?

একটুখানি কষ্ট দিবি,

নীচের ঠোট কামড়ে ধরা রোদন হবি ?

একটুখানি কষ্ট দিবি ।





প্রতীক্ষার এই দীর্ঘ হলুদ বিকেল বেলায়

কথা দিয়েও না রাখা এক কথা হবি ?

একটুখানি কষ্ট দিবি

তুই কি একা আমার হবি ?

তুই কি আমার একান্ত এক দুঃখ হবি ?

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৩ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ।

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৮

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ!

২| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:০৬

মামুন রশিদ বলেছেন: অনেক সুন্দর ।

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:২০

সানড্যান্স বলেছেন: আমার সেরকম ই ধারনা ছিল!

৩| ১৪ ই জুন, ২০১৩ রাত ১০:২৪

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: হুম

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৪

সানড্যান্স বলেছেন: হুম হাম!

৪| ১৫ ই জুন, ২০১৩ রাত ১:২৩

কান্ডারি অথর্ব বলেছেন:

হুম পড়লাম।

১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৫

সানড্যান্স বলেছেন: কি ব্যাপার? রাজকন্যে কে নকল করছেন কেন?

৫| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৯

সোহাগ সকাল বলেছেন: আপনার নামই কি আনিসুল হক? নাকি প্রথম আলোর আনিসুল হকের কবিতা এইটা?

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৫৮

সানড্যান্স বলেছেন: আমার নাম সান ড্যান্স। এটা তো ভাই আনিসুল হকের লেখা কবিতা!

৬| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:১৮

আমিনুর রহমান বলেছেন:


হুম

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৫৯

সানড্যান্স বলেছেন: হুম তাই, ঠিকাছে?

৭| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

ঘুড্ডির পাইলট বলেছেন: পড়ছিলাম ।

১৭ ই জুন, ২০১৩ রাত ১০:৫৯

সানড্যান্স বলেছেন: আবার পড়লেন ক্যা তাহলে?

৮| ১৭ ই জুন, ২০১৩ রাত ৮:০৭

মাক্স বলেছেন: পড়েছিলাম!

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:০০

সানড্যান্স বলেছেন: লেখাটা কপি পেস্ট করছি, তাই বইলা মন্তব্য কপিপেস্ট আশা করি নাই :(

৯| ১৭ ই জুন, ২০১৩ রাত ৮:০৮

রোজেল০০৭ বলেছেন: পড়ে ফেললাম।

১৭ ই জুন, ২০১৩ রাত ১১:০১

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ!

১০| ১৭ ই জুন, ২০১৩ রাত ১১:০৬

ফ্রস্ট বাইট বলেছেন: পড়েছি, সাদামাটা ছিমছাম ভালো কবিতা।

২০ শে জুন, ২০১৩ রাত ১:১৭

সানড্যান্স বলেছেন: ভালো তো, ভালো না?

১১| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ১:৪৫

ভূতাত্মা বলেছেন: B:-)

১২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ২:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কত্ত কত্তবার পড়েছি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.