নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

পোয়েম অফ ডন!

২০ শে জুন, ২০১৩ ভোর ৫:৪৭

ফোনে হঠাত হঠাত বেজে ওঠা রিংটোন এলো মেলো করে সকালে দুপুরে রাতে, স্মৃতিরা হ্যালুসিনেশনে, ধাক্কা মারে চুড়ির আওয়াজ আর নাম না জানা পারফিউমের গন্ধ, এলোমেলো করে দেয় সময়, ভেসে ওঠা পুরনো ছোট ছোট চোখে কাজলের চিকন-মোটা দাগের ইকুয়েশন, ঠোটে ঠোট রাখার আপত্তি, দেয়াল হয়ে ওঠে কানের হেডফোন, তবুও জবরদস্তি!!



আকাশের তারাদের সন্ধি, কাপুরুষ কালপুরুষেরা এর পরেও তোমাকে জয়ের স্বপ্ন বিভোর, ক্যান্ডি ফ্লসে মুখ লাল করে হতাশায় তোমার ঠোটের লালচে ভাবের আচড় মাখতে চায়!

নির্বোধ তবু না প্রেমিক না বিপ্লবী এইসব হতাশা গুলো রাতজেগে ভোগ করা একাকীত্বকে

নিমেষে অস্বীকার করে, সূর্য ওঠে, হার হয় যৌবনের আর তোমার মিথ্যে অস্বীকৃতির!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ সকাল ১০:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:

ভাল লাগল ++++

২০ শে জুন, ২০১৩ রাত ৯:১৩

সানড্যান্স বলেছেন: লজ্জা পাচ্ছি বস!!!

২| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৭

আরজু পনি বলেছেন:

দারুন!
১+

২০ শে জুন, ২০১৩ রাত ৯:১৪

সানড্যান্স বলেছেন: এবার মুখ লাল হয়ে গেল!!!

অনেক ধন্যবাদ আপু!

৩| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:১৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার

২০ শে জুন, ২০১৩ রাত ৯:১৫

সানড্যান্স বলেছেন: এত সুখ কোথায় রাখি!!

অনেক ধন্যবাদ বস!

৪| ২০ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৫

বোকামন বলেছেন:
দারুণ !! ২+

২০ শে জুন, ২০১৩ রাত ৯:১৬

সানড্যান্স বলেছেন: ভালো লাগল ভাই!!!

৫| ২০ শে জুন, ২০১৩ রাত ৯:২৯

অপর্ণা মম্ময় বলেছেন: চমৎকার হয়েছে।

হঠাৎ হঠাৎ , নিমিষে -- হবে ।

শুভকামনা আপনার জন্য।

২১ শে জুন, ২০১৩ সকাল ৯:২০

সানড্যান্স বলেছেন: আপু ব্যাপার হোইছে কি নটুন নটুন লিকি তো, তো যকন মাতায় লেকা আসে, তকন বানানের বেপারে কেয়াল তাকে না, নেক্সট টাইম তেকে এধন্রের বুল এড়ায় চলব।

অনেক ধন্যবাদ আপনার শুভকামনার জন্য!

৬| ২১ শে জুন, ২০১৩ সকাল ১১:১৩

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

২১ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৯

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.