নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন আর মিথ্যের মাঝামাঝি

১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৯

ঐ যে, ঐ ছেলেটা, তোমাদের গতিময়তা খুব অপছন্দ করত। সে কি চাইত জানো? সে মাছ ধরবে! ওই দূর সমুদ্র কিংবা নদীতে, একটা ছোট্ট নৌকা করে সে মাছ ধরতে যাবে। সঙ্গী হবে হারিকেন, হুমায়ুনের মধ্যবিত্তের উপন্যাস, ছিপ, বড়শি! আর হয়তবা এক বোতল দেশী সস্তা মদ!



ঐ যে, ঢ্যাংঢ্যাঙ্গা ছেলেটা, তোমাদের শহুরে যানজট খুব অপছন্দ করত। ব্যস্ত ট্র্যাফিক জ্যামে বসে চেনা শহরে অচেনা মফস্বলের কথা ভেবে সুখী হত! চলতি গাড়ির হর্ন কে সে ভেবে নিত সন্ধ্যেবেলার ঝিঁঝিঁর ডাক! নেটোয়ার্ক খুব অপছন্দ ছিল তার, সে ভাবত তার ঘুম ভাংগবে মোরগের ডাকে, কুক-রু-কুক!!!

স্নুজ দেয়া এলার্মকে সে এক প্রকার ঘৃণা করতে শিখে গেছে!



ওই যে, দুখী দুখী চেহারার ছেলেটা, সে কিন্তু খুব ফূর্তিবাজ ছিল, সে ভালোবাসত ক্যাম্পফায়ারে ঝলসানো মুরগী, সেই সাথে বেসুরো গীটারের নিরর্থক বিরহ! সে চাইত ভোরের খোলা আকাশে তারা গুনতে গুনতে ঘুমিয়ে যেতে! হয়ত জোছনারা তাকে ঘুমাতে দিত না!



ওই যে নাক উচু, ভ্রু কোচকানো ছেলেটা প্রতিদিনের খবরের কাগজের আড়াল চাইত, তার আর ভাল লাগত না সেইসব নোংরা রাজনীতি, কিংবা পরকীয় আত্মহত্যা! তার ভাবনা ছিল নির্মলেন্দু গুণের কবিতার মত, তার দরজা খোলার অপেক্ষায়, তার আশায় কেউ বসে থাকবে, দেরি হলে অভিমান করবে, গাল ফুলিয়ে রাগ দেখাবে!



ঐ যে, প্রেমিক ছেলেটা, পাহাড় খুব ভালবাসত, হয়ত সে নিজেকে পাহাড়ী ভাবত, সে ভিজতে চাইত পাহাড়ের কুয়াশায়, কিংবা চাইত অভিমানীর উপর করা রাগের প্রকাশ সে চিৎকার করে পাহাড়ের গায়ে ফেরত দেবে! অবশ্য অভিমানী পর্যন্ত তা এখন আর পৌছায় না, অথবা সেও রাগ করতে ভুলে গেছে!



ওই যে, বখাটে ছেলেটা, যে তোমাকে ভালোবাসত, তোমাকে জোর করে চুমু খেত, সে এখন আবেগশূন্য হয়ে গেছে। হারিয়ে গেছে এই চেনা শহর থেকে, পালাচ্ছে এই জীবন থেকে কিংবা নিজের থেকে! তোমাদের এই শহর বড় প্রতারক! তোমাদের মিথ্যের বেসাতি তাকে হত্যা করেছে!

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৭

কান্ডারি অথর্ব বলেছেন:

প্রথম প্লাস দিলাম। +

সুন্দর লিখেছেন।

১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩২

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই

২| ১২ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৯

রেজোওয়ানা বলেছেন: আপনি বেশ সুন্দর লেখেন!

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২২

সানড্যান্স বলেছেন: এই টুকটাক আরকি আপু! আপনাদের মতোন নই!
ধন্যবাদ!

৩| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৭

মামুন রশিদ বলেছেন: চমৎকার লিখেছেন ।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৫

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই!

৪| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার লেখা!!!

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৬

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ জাদীদ ভাই

৫| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৩

বোকামন বলেছেন: আহা !
“দেয়ার ইজ এ্যান এ্যাক্সট্রা রিদম ..... ওয়াও !!”

খুব ভালো লাগালো ভাই :-)
ভালো থাকুন সবসময়-এই কামনা করি .....।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৬

সানড্যান্স বলেছেন: বোকা ভাই, কেন যেন আপনার কমেন্ট পেলে ভাল লাগে!
ধন্যবাদ

৬| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:০০

প্রোফেসর শঙ্কু বলেছেন: চতুর্থবারে প্লাসায়িত এবং অনুসারিত।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৮

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ শঙ্কু প্রোফেসর সাহেব!

৭| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৫

এক্সপেরিয়া বলেছেন: ভাল লাগলো....

১৪ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০৯

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই

৮| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৩৫

নোমান নমি বলেছেন: বাহ! নিজের গল্প নিজের গল্প লাগলো

২১ শে জুলাই, ২০১৩ রাত ২:২৯

সানড্যান্স বলেছেন: হুম! পাবলো নেরুদা না আমরা দুজনে!!!

৯| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১০

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
তোমাদের এই শহর বড় প্রতারক! তোমাদের মিথ্যের বেসাতি তাকে হত্যা করেছে!

ভাল।

২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৩২

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.