নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

যেদিন হবে দেখা!!!

২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৩৪

যেদিন হবে দেখা,

. . . . .মন ভরে সাজিস।

. . . . .মায়াভরা ঐ দুচোখে,

. . . . .একটু কাজল আঁকিস।

যেদিন হবে দেখা

,. . . . .লাল শাড়ি পড়িস।

. . . . .ছোট্ট এক লাল টিপ

, . . . . .কপালেতে দিস।

যেদিন হবে দেখা

. . . . .সময়মতো আসিস।

. . . . .ঐ কুচকুচে খোপায় তোর

, . . . .বেলীর মালা বাঁধিস।

যেদিন হবে দেখা

. . . . .রঙিন মেহেদী দিস।

. . . . . মেহেদী রাঙা ঐ দুহাতে

. . . . .কাচের চুড়ি পড়িস।

যেদিন হবে দেখা হবে

. . . . .খালি হাতে আসিস।

. . . . .ভালোবাসায় ভরিয়ে দেব

. . . . .দুহাত ভরে নিস!!!

মন্তব্য ২৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ২:৫৩

কান্ডারি অথর্ব বলেছেন:

অস্থির !!! পুরাই রোম্যান্টিক হয়ে গেলাম ভাই !!!

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৭

সানড্যান্স বলেছেন: খুব মিস করি রোমান্টিসিটি!!

২| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:২২

ইফতেখার ভূইয়া বলেছেন: বেশ ভালো লিখেছেন। আশা করি আগামীতে হাতখুলে লিখে যাবেন। শুভ কামনা রইল।

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৯

সানড্যান্স বলেছেন: আপনাদের তুলনায় আমি শিশু রে ভাই!!

৩| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৭

আমিনুর রহমান বলেছেন:


ছন্দময় ও প্রেমময় কবিতায় +++

২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৪৯

সানড্যান্স বলেছেন: প্রেম? সে আবার কি? এই ছন্দহীন জীবনে সব অলীক কল্পনা বলতে পারেন!!!

৪| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আহা !

২১ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০১

সানড্যান্স বলেছেন: কস্ট!!!

৫| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ২য় ++++++++

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৩

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ জাদীদ ভাইয়া!

৬| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৫

মামুন রশিদ বলেছেন: যেদিন হবে দেখা...



কুসুম কসুম প্রেমকাব্য ।


++

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭

সানড্যান্স বলেছেন: কুসুমদের প্রতি ভালোবাসা :)

৭| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:১০

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ মিষ্টিই লাগল।

২২ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৮

সানড্যান্স বলেছেন: লেখলাম বিরহ থেকে, আপনার লাগলো মিস্টি, কই যে যাই!!

৮| ২১ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৩

বোকামন বলেছেন:
আপনার সহজ উপস্থাপন বোকামনের খুবই ভালো লাগে।
কোথাও জড়তা নেই। সরল আবেগ, স্বচ্ছ বহি:প্রকাশ ...............।

৫ম ভালোলাগা :-)

২২ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৯

সানড্যান্স বলেছেন: যাক শেষ পর্যন্ত আপনি দেখেছেন ভাইয়া!!! অনেক ধন্যবাদ! আসলে আমি লিখে কোথাও বিজ্ঞাপন দেইনা, এজন্য অনেকে খেয়াল করেনা, নিজের লেখার বিজ্ঞাপন কি আর দেয়া যায়, বলেন?

৯| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৩:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: সব তো আপনিই সাজিয়ে দিলেন ভাই। তার নিজের পছন্দে সাজার জন্য তো কিছুই রাখলেন না!


সুন্দর কবিতা, সহজ আবেগ, নান্দনিক ছন্দে ৬ষ্ঠ ভালোলাগা।

২২ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৫৮

সানড্যান্স বলেছেন: এত প্রশংসা করলে খুব লজ্জা লাগে ভাই!!

অনেক ধন্যবাদ মি। তামিল হিরো!!!

আমি যে তাকে এভাবেই দেখতে চেয়েছিলাম!!!

১০| ২২ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩২

অদ্বিতীয়া আমি বলেছেন: ভাল লাগলো লেখা । ++++

২২ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০১

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ!

১১| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৫

ভূতাত্মা বলেছেন: এতোকিছু করতে পারুম না।
খুঁজতে খুঁজতেই তো মেকাপ শেষ। /:)

ভ্যাঅ্যাঁআআআআআ :(( :((

০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

সানড্যান্স বলেছেন: আপনের কিছু করার দরকার নাই, শুধু সময় ঠিক রেখে বাস স্ট্যান্ডে আইসেন!

১২| ২৪ শে আগস্ট, ২০১৩ রাত ২:৪২

ভূতাত্মা বলেছেন: এই সানড্যান্স এই........ :#>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.