![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
প্রিয় ত্রিশ লাখ শহীদের মা,
তুমি ধর্ষিত হচ্ছ প্রতিনিয়ত বংগবন্ধু এভিনিউতে
তুমি লাঞ্ছিত হচ্ছ নয়া পল্টনের কার্যালয়ে
তোমার সন্তান সব শহীদ মা,
বেঁচে থাকা সন্তানেরা কেউ মরে গেছে, কেউ তোমাকে বিক্রি করছে!
প্রিয় ত্রিশ লাখ শহীদের মা,
পলেস্তারা খসে পড়েছে তোমার শরীরের, ওরা কেড়ে নিয়েছে সব
ওরা পাক বাহিনীর চেয়ে ধূর্ত, ঘৃনিত একদল রাজনৈতিক!
সংবিধিবদ্ধ সতর্কীকরনঃ
এদেশের রাজনৈতিকদের সকল কর্মকান্ড অনৈতিক!
তবু, এরাই দেশ চালাবে!!
প্রিয় ত্রিশ লাখ শহীদের মা,
এখন তুমি বীরাঙ্গনা, এখন আর তোমার স্থান নেই এখানে!
তুমি তাদের বেঁচে থাকার হাতিয়ার, ব্যবসার পণ্য
তুমি তাদের অর্থ সঙ্গস্থান, নও ভালোবাসার জন্য!
তোমার সন্তানেরা সবাই শহীদ হয়ে গেছে যুদ্ধে!!!
বেঁচে থাকা সন্তানেরা জারজ- তারা তোমাকে ভাড়া দিচ্ছে প্রতিনিয়ত!
প্রিয় ত্রিশ লাখ শহীদের মা,
এখানে আজ গণতন্ত্র পুলিশের, ক্ষমতাতন্ত্র আজ স্বৈরাচারীদের
তারা স্বামীতন্ত্রের জ্ঞান দেয়, পিতৃতন্ত্রের আহবান দেয়
তারা এখন আর আজাদী নয়, তারা এখন আধুনিক ব্যবসায়ী!
তোমার সূর্য সন্তানেরা বিদায় নিয়েছে বাহান্ন আর একাত্তরে
বেঁচে থাকা সন্তানেরা প্রতিনিয়ত ঘৃণিত- আমদানীকৃত!!!
তোমার সন্তানেরা সবাই শহীদ হয়ে গেছে যুদ্ধে!!!
বেঁচে থাকা সন্তানেরা জারজ- তারা তোমাকে ভাড়া দিচ্ছে প্রতিনিয়ত!
এদের কে তুমি ক্ষমা কর না, মা!!!
১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৯
সানড্যান্স বলেছেন:
তোমার সন্তানেরা সবাই শহীদ হয়ে গেছে যুদ্ধে!!!
বেঁচে থাকা সন্তানেরা জারজ- তারা তোমাকে ভাড়া দিচ্ছে প্রতিনিয়ত!
এদের কে তুমি ক্ষমা কর না, মা!!!
ধন্যবাদ কায়রো ভাই!
২| ১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১৭
শিপন মোল্লা বলেছেন: বলার কিছু নেই শুধুই দুঃখজনক ।
১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪০
সানড্যান্স বলেছেন: দুঃখ করে করে আমিও টায়ার্ড হয়ে গেছি, আর কবে আমরা হতাশা কাটিয়ে উঠব, বলতে পারেন ভাই?
৩| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
সুমন কর বলেছেন: চরম বাস্তবতা!!
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ দাদা
৪| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
মামুন রশিদ বলেছেন: জাতি হিসাবে আমরা এমনই অথর্ব, দেখা ছাড়া কিছুই করার নাই ।
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৮
সানড্যান্স বলেছেন: কবে যে আমরা এ অবস্থা কাটিয়ে উঠব আল্লাহ মালুম!!!
৫| ২০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৫
আরজু পনি বলেছেন:
সত্যিই নির্বাক হয়ে রই !
অসাধারণ কবিতা...সানড্যান্স ।
ইদ পরবর্তী শুভেচ্ছা রইল ।।
৬| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দূর্দান্ত।
এক কথায় এটাই বললাম।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:১২
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: সবচেয়ে বড় আফসুস হলো:
৩০ লক্ষ শহীদ মুক্তিযুদ্ধার মা প্রতিনিয়ত ধর্ষিত হচ্ছ নব্য মুক্তিযুদ্ধাদের দ্বারা।