নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

মাদমোয়াজেল, পারমিতাকে লেখা চিঠি

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩৮

এই ফাগুনে বৃষ্টি হয়, অথচ তোমার চোখে জল নেই!

এই বসন্ত আর্দ্র হয়, অথচ তোমার উষ্ণতা নেই!

তুমি নিশ্চল, তুমি নির্বাক, তুমি নিরুত্তাপ!!

পারমিতা, তুমি কি আজ অসহায়?

পারমিতা, তোমার প্রজ্ঞারা আজ কোথায়?

পারমিতা, আমি কি এখন শুধুই একটি নাম তোমার কাছে?



বিষন্ন সাঝেঁর প্রহর, ঘোলাটে আকাশ, সেখানে তুমি কিংবা তোমার বিষন্ন মনের প্রতিচ্ছবি!

আমি আজ মিথ্যে, মৃত, অজ্ঞাত, হয়ত প্রতিদিনের পত্রিকায় নিখোঁজ সংবাদের ছবি!



পারমিতা, তোমার কি কষ্ট নেই?

পারমিতা, তোমার অনুভূতিরা কি মরে গেছে?



এখানে বড্ড হিমেল বাতাস, ঝড়ে পড়া পাতা

ভর্তি হয় ওয়েস্ট পেপার বাস্কেট, ছেঁড়া কবিতার খাতা!



তোমার উড়ন্ত চুলে বেধেঁ রাখা মন

হারিয়ে যাওয়া, তীব্র অনুভূতি প্রবনক্ষণ!





মাদমোয়াজেল, পারমিতা,

সংশোধিত আমি এখনো তোমার প্রতীক্ষায়, তোমার ফিরে আসার সমীক্ষায়!



ভাল থেক মাদমোয়াজেল পারমিতা!

মন্তব্য ৬২ টি রেটিং +১/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩

আশকারি রহমান বলেছেন: মাদমোয়াজেল, পারমিতা,
সংশোধিত আমি এখনো তোমার প্রতীক্ষায়, তোমার ফিরে আসার সমীক্ষায়!


! ! :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

সানড্যান্স বলেছেন: তোর কি এসব কবিতা পড়ার বয়স হইছে রে? ম্যাট্রিক পরীক্ষায় ব্লগ ভালো না! এক্সামে কবিতা আসে না এখন!!

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫

অদিতি মৃণ্ময়ী বলেছেন: পারমিতা, তোমার কি কষ্ট নেই?
পারমিতা, তোমার অনুভূতিরা কি মরে গেছে



উত্তর নেই কারো কাছে!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪

সানড্যান্স বলেছেন: আছে, কেউ জবাব দেয় না, দিলেই ভ্যাজাল!! শখ করে কে ভেজালে যেতে চায় বলুন!!

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬

একলা ফড়িং বলেছেন: বিষন্ন সাঝেঁর প্রহর, ঘোলাটে আকাশ, সেখানে তুমি কিংবা তোমার বিষন্ন মনের প্রতিচ্ছবি!


পারমিতারা ভাল থাকুক।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৪

সানড্যান্স বলেছেন: পারমিতারা বরাবর ভালই থাকে, আমাদের অপেক্ষা আর শেষ হয় না!

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৪

নীরব 009 বলেছেন: কতদিন পর যে লগ ইন হলাম!!! :)


কবিতায় প্লাস... এখন না কি ব্লগে প্লাস দেয়া যায় না?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০০

সানড্যান্স বলেছেন: মুখে বলেছেন এইতো যথেস্ট দাদা!! আর কি চাই আমার!! আপনারা শ্রদ্ধেয়! আপনাদের প্রশংসা পেলে খুব সম্মানিত লাগে, ভালো লাগে!!

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০০

লিঙ্কনহুসাইন বলেছেন: এই ফাগুনে বৃষ্টি হয়, অথচ তোমার চোখে জল নেই!
এই বসন্ত আর্দ্র হয়, অথচ তোমার উষ্ণতা নেই!
তুমি নিশ্চল, তুমি নির্বাক, তুমি নিরুত্তাপ!!

অসাধারণ !!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০২

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ লিঙ্কন ভাই, মন থেকে খুশি হলাম!!!
অনেক সেলিব্রিটি কমেন্ট করছেন আজ!!
ফিলিং প্রাউড!!!

ভালো থাকুন বস!!

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১১

ধূসরধ্রুব বলেছেন: পারমিতারা কি এমনই হয় ? সবাইকে ছেড়ে চলে যায় । যেখানে পারমিতার প্রত্যাশায় জীবন পার করে দেয় কোন এক যুবক ?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:১৪

সানড্যান্স বলেছেন: আমি একা না, রাকিব ভাই ও আমার সাথী!!!
কাল সকালে রাকিব ভাই দেখবে তার পারমিতা চুরি হয়ে গেছে!!!

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২১

এম মশিউর বলেছেন: পারমিতা রা ফিরে আসে না। ওরা শুধু কষ্ট দিয়ে নষ্ট করে কত যুবকের জীবন।

কবিতার প্রতিটা লাইনে কষ্টের ছাপ, না পাওয়ার বেদনা___সব মিলিয়ে দারুণ লেগেছে।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২৪

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই,
আসলেই পারমিতারা ফিরে আসে না, তারা রেখে যায় স্মৃতি, প্যাকেজ ফুল করা বেদনা!
আর আমরা কিছু গাধা তাদের নিয়ে কপিতা লিখি!!

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩০

রিমন রনবীর বলেছেন: সংশোধিত হলে পারমিতা ফিরে আসবে না হয়ত। অচেনা কাউকে পারমিতারা খুব একটা সহ্য করতে পারে না ;)

দারুন কবিতা ভাইয়া। অসাম :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫১

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ছোট ভাইয়া!!
শুভ কামনা!!!

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩২

শাপলা নেফারতিথী বলেছেন: পারমিতা রা ফিরে আসেনা বলেই কবিতা আসে !!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫২

সানড্যান্স বলেছেন: বাহ! আপনি দ্বিতীয়বার আসলেন আমার ব্লগে! খুব খুশগি হলাম!
সচরাচর কেউ সেকেন্ড টাইম আসে না!!

দারুন কথা বলেছেন, পারমিতারা ফিরে আসেনা বলেই হয়ত কবিতারা আসে!!

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৪

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দারুন লাগলো।
মধ্যের কিছু লাইন অনেক ভালো।


এরকম কবে লিখবো পারমিতা কে...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২০

সানড্যান্স বলেছেন: আপনি মাষ্টারপীস
এরকম লেখা আপনার জন্য দু মিনিটের ব্যাপার!!!
অনেক ধন্যবাদ দুর্জয় ভাই!

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:১৬

শাপলা নেফারতিথী বলেছেন: হা হা হা..
আপনার ব্লগে তাহলে হিসেব করে যেতে হবে!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২২

সানড্যান্স বলেছেন: াহ আসলে আপনি ভুল বুঝছেন নেফারতিতি, আমাকে কবি হিসেবে তেমন কেউ পাত্তা দেয় না!! আপনি দ্বিতীয়বার এর মত এলেন, খুব খুশি হয়েছি তাই বললাম!!

যতবার খুশি আসবেন, আপনাকে সবসময় স্বাগতম!

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২১

নোমান নমি বলেছেন: জগতের সকল পারমিতাকে শূলে চড়ানো হোক!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২৭

সানড্যান্স বলেছেন: মাইরি, তাইলে কবিতা লিখব কি নিয়া? আগের দিনের মত তো রামায়ন মহাভারত লেখতে হবে!!!

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৩৯

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: পারমিতা,
তোমার কি কখনো অশুখ হয় না?
হয় না কি তোমার পেটের ব্যাথা?
তোমার কি ডাক্তার লাগে না বছরে এক বারও?
যদি হয়, আমার কার্ডটা রেখে দিতে পারো
ফ্রি চিকৎসার জন্য আমাকে পাবে দিনে ও রাতে
ছেলে নার্স হয়ে থাকবো দিন রাত তোমার পাশে....... :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪১

সানড্যান্স বলেছেন: ছিহ কায়রো ভাই, আমি ডাক্তার, আমারে নার্স বানায়ে দিলেন?
পারমিতারা কাল্পনিক মানবী অথবা খারাপ মেয়ে জ্বীন, এদের কিছুই হয় না!!

১৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪৭

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ভাইডি,, এইডা অতি ভালবাসার বহিপ্রকাশ...

ডাক্তার হিসবে চিকৎসা তো চলবেই সাথে সাথে নার্সের মত সেবাও চলবে। ডবল ভালবাসা.....:)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫৪

সানড্যান্স বলেছেন: হুম, পারমিতাকে ফিরে পেলে নার্স হতে অবশ্য আপত্তি নেই আমার!!

১৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:০৬

রেজওয়ান তানিম বলেছেন: মোটামুটি লাগল।

পুনরাবৃত্তি একটু বেশীই মনে হইল...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৪০

সানড্যান্স বলেছেন: আপনার মন মত লেখা তৈরি করা আমার পক্ষে পসিবল না তানিম ভাই, আপনি অনেক উচুঁ মানের লেখক।
আপনি প্রথম আমাকে শিখিয়েছিলেন কিভাবে লিখতে হয়।
আপনি আমার দীক্ষাগুরু।
দিন দিন চেষ্টা করে যাচ্ছি, দেখি সামনে আর কত ভাল লিখতে পারি!!
প্রার্থনা করবেন!

ভালো থাকুন, নিরন্তর শুভেচ্ছা!!

১৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৫০

আফ্রি আয়েশা বলেছেন: বহু দিন পর চমৎকার একটা প্রেমময় আবেগী কবিতা পড়লাম . . .
কবি ভালো লেখার ক্ষমতা রাখেন কিন্তু ক্ষমতার ব্যবহার করেন না . . .
প্রত্যাশা ক্ষমতা টুকুর সঠিক প্রয়োগ করবেন ।
শুভকামনা রইলো - আপনার ভালো থাকার :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:৫৪

সানড্যান্স বলেছেন: আজকের এই কবিতার আবেগের পেছনে আবহাওয়া দায়ী। এই সুন্দর আবহাওয়াতে কবিতা না লিখলে পাপ হয়ে যায়!

আমি কবিতা ভাল লেখি না, আজ বোধয় হঠাত এতা মোটামুটি ভাল হয়েছে! অনেকেই কমেন্ট করল।
আপনিও করলেন!

খুব ভালো লাগল। ভাল থাকবেন।

ধন্যবাদ! অনেক অনেক শুভ কামনা!!

১৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৬

ইকরাম উল্যাহ বলেছেন: পারমিতা, তোমার প্রজ্ঞারা আজ কোথায়?
পারমিতা, আমি কি এখন শুধুই একটি নাম তোমার কাছে?


আইন পাশ করে পারমিতাদের সম্মতিদানে বাধ্য করলে ভাল হয় B-))

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:০৬

সানড্যান্স বলেছেন: ভালোবাসার সংবিধান সংশোধন করতে হবে তাইলে ইকরাম ভাই!!!
:)
ধন্যবাদ!

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:২১

ডট কম ০০৯ বলেছেন: পারমিতারা ভালই থাকে!! ইহাতে কোন ভুল।

শুরুটা একটু অন্যরকম হইছে।

সকাল বেলায় কবিতা পড়ে আনন্দ পেলাম।ভাল থাকুন।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই, আপনিও ভাল থাকুন।

১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৫

শরৎ চৌধুরী বলেছেন: পারমিতা, তোমার প্রজ্ঞারা আজ কোথায়?....কি অর্থে প্রজ্ঞা ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট নয়। কবিতায় আত্মকথন একটা শক্তিশালী ধারা তবে এর মধ্যে কাব্যময়তা ধরে রাখা খুব সহজ নয়।

এই ফাগুনে বৃষ্টি হয়, অথচ তোমার চোখে জল নেই!
এই বসন্ত আর্দ্র হয়, অথচ তোমার উষ্ণতা নেই!

এখানে "হয়" ব্যবহার না করে

হঠাৎ ফাগুনে বৃষ্টি, অথচ তোমার অশ্রু শুশ্ক
এই বসন্ত ভেজা কাদাময়, অথচ তুমি শীতল

কাব্যময়তা দরকার কথপোকথনে, সেটা আরো পোক্ত হওয়া দরকার।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৯

সানড্যান্স বলেছেন: পারমিতার প্রজ্ঞা ছিল সে এই বুকে মুখ লুকোবে, নাক ঘষবে নাকে, তারা দূর দ্বীপ দেশে আদিম মানব মানবী হবে, বিচরন করবে সাগর সৈকতে, আলিঙ্গনের উষ্ণ মধুর সম্পর্কে তারা সজাগ থাকবে সবসময়!

পারমিতা ভুলে গেছে সেসকল প্রজ্ঞা -প্রতিজ্ঞা!!

পোক্ত হবে ভাই, এই মাত্র লেখালেখির শুরু তো, যতটুকু পারি চেষ্টা করি!!

অনেক ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য!

২০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কবিতার বাঁকে বাঁকে কষ্ট থাকলেও অনেক অনেক ভাল লাগা রয়েছে কবিতার কথায়,,,,,,,,,,

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ।
পারমিতাদের ভাললাগাই এখন অসুখ হয়ে দাড়িঁয়েছে!

২১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

নাহিদ রুদ্রনীল বলেছেন: পারমিতারা মন চুরি করে পালায়, তারপর তার আর দেখা নাই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

সানড্যান্স বলেছেন: ওরা মন চোর, ওরা অসুখ, অরা বুকে বাসা বেধেঁ সারা জীবন ভোগায়!!

২২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০

বৃতি বলেছেন: সুন্দর।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৮

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ :)

২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৬

বশর সিদ্দিকী বলেছেন: নোমান ভাইয়ের সাথে একমত। শুলে চরানোর আগে একটা কইরা চটকানা মাইরা তার পরে শুলে চরানো হোক। সকল সমস্যার মুলে এই পরিমিতারা। ভাল লাগল আপনার লেখাটা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৯

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই, আসলেই কি চটকানা মারতে পারবেন? কষ্ট হবে না?

২৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।পারমিতারা ভাল থাকুক। ভাল থাকুক কবি :)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৫

সানড্যান্স বলেছেন: পারমিতারা ভাল থাকে, কবিরা ভাল থাকে না!!!

২৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: সুন্দর হয়েছে কবিতা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ, আধুনিক বাংলা গল্পের পুরোধা!!

২৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬

নিশাচর ভবঘুরে বলেছেন: সবার একজন করে পারমিতা আছে। যে পারমিতা শুধু ব্যাথা দিতে জানে। কবিতা সুন্দর হয়েছে। তবে কবিতা বেশি সুন্দর হইলে এই সম্পর্কে কবি এরিক রেমাতার মতো করে বলতে হয়, মাঝে মাঝে ঝুলে গেছে ;)

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

সানড্যান্স বলেছেন: পারমিতাদের বয়স হইছে, তাই একটু ঝুলে গেছে ;)

২৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শাপলা নেফারতিথী বলেছেন: পারমিতা রা ফিরে আসেনা বলেই কবিতা আসে !

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

সানড্যান্স বলেছেন: হ্যারে ভাই!! ঐটাই সত্য!!

২৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১১

বোধহীন স্বপ্ন বলেছেন: বশর সিদ্দিকী বলেছেন: নোমান ভাইয়ের সাথে একমত। শুলে চরানোর আগে একটা কইরা চটকানা মাইরা তার পরে শুলে চরানো হোক। সকল সমস্যার মুলে এই পরিমিতারা। ভাল লাগল আপনার লেখাটা।


লেখক বলেছেন: ধন্যবাদ ভাই, আসলেই কি চটকানা মারতে পারবেন? কষ্ট হবে না?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪১

সানড্যান্স বলেছেন: হাহাহহাহা!!!!

আমি কি ভুল বলেছি বলেন?
ধন্যবাদ ভাই!!

২৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫২

মেঘে ঢাকা রোদ্দুর.. বলেছেন: বিষন্ন সাঝেঁর প্রহর, ঘোলাটে আকাশ, সেখানে তুমি কিংবা তোমার বিষন্ন মনের প্রতিচ্ছবি!
আমি আজ মিথ্যে, মৃত, অজ্ঞাত, হয়ত প্রতিদিনের পত্রিকায় নিখোঁজ সংবাদের ছবি ।

অসাধারন হইছে বড় ভাই । আপনার জন্য প্লাস রইল । :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪০

সানড্যান্স বলেছেন: আমি বয়সে আপনার ছোট হব ভাই।
অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য!

৩০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

ইখতামিন বলেছেন:
কিছু সুপ্ত কথা এখানে প্রকাশ পেয়েছে..
দারুণ

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪০

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ইখতামিন ভাই, অনেকদিন পর আপনাকে দেখলাম!!!

৩১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩১

সাদরিল বলেছেন: পারমিতাকে মাদমোয়াজাল বলার কারণ কি? তবে মাদমোয়াজাল শব্দটির ব্যাবহার কবিতাকে ভিন্ন রেখেছে। এটাই কি কারণ? নাকী গূড় কোন অর্থ আছে?

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৫৪

সানড্যান্স বলেছেন: কিছু কথা থাকনা গুপন!!! ভাল আছ সাদরিল?
কমেন্টের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.