![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
তোমাকে আমি ঈর্ষা করি
একটাবার ছুঁয়ে দেখো আমায়
সে ঈর্ষার আগুন তোমাকে পুড়িয়ে দেবে!
বৃষ্টির মিঠে গন্ধে মাতাল করা রাত
নগ্ন নারীর উত্তাল ভালবাসার মতো
তখন নিজেকে আমার সামনে উন্মুক্ত করে
আমি চাই, আমার মতো করে তুমিও জ্বলো
শুধু একটাবার আমাকে ছুঁয়ে দেখো, নারী
সে আগুন তোমাকে পুড়িয়ে দেবে!
রাত শেষে ভোরের শিশির যেভাবে
নিজের সমস্ত বিন্দু নিগড়ে দিয়ে
উদাম মাঠের বুক জড়িয়ে রাখে,
একটিবার শুধু ঠিক সে ভাবে
আমাকে জড়িয়ে দেখো, নারী
সে আগুন তোমাকে পুড়িয়ে দেবে!
আমার রক্ত -হাড়ে বানানো ঘরে তোমার ঈর্ষা
ঘুনে পোকার মতো আমাকে কুরে কুরে খায়
ভালবাসার মিথ্যে নামে
আমার সমস্ত বোধ গ্রাস করে!
তোমার হাসি,
তোমার কথা,
তোমার নিঃশ্বাসের ছন্দ তাল,
তোমার কবিতা,
তোমার গন্ধ,
তোমার কষ্ট,
তোমাকে ...
আমি বড় ঈর্ষা করি
সেই মিথ্যে ভালোবাসার দোহাই লাগে নারী
একটাবার শুধু আমায় তুমি ছুঁয়ে দেখো
সে আগুন তোমাকে পুড়িয়ে দেবে!
০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:০৩
সানড্যান্স বলেছেন: বিষাদময় জীবন এরকম কবিতা লিখতে শিখিয়েছে যে!! কি করব বলুন!!
এখনো নেরুদা হইনি, হব নাহয় একদিন!!!
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০
মিমা বলেছেন: অনুভূতির তীব্রতার ছাপ ছিলো প্রতিটি বাক্যে, তীক্ষ্ণ আর সূক্ষ্ম ভালোবাসার প্রকাশে আপনার ধারালো লেখনী ছুঁয়ে গেলো অন্তর!
সেই মিথ্যে ভালোবাসার দোহাই লাগে নারী
একটাবার শুধু আমায় তুমি ছুঁয়ে দেখো
সে আগুন তোমাকে পুড়িয়ে দেবে!
বিশেষ করে এই অনুচ্ছেদ, কাঁপিয়ে দিলো!
অনেক ভালো লাগা রইলো কবি। মুগ্ধতা!
অনেক অনেক অনেক ভালো থাকুন।
শুভরাত্রি।
০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:০৫
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ মিস!!
আপনাদের মুগ্ধতা আমাকে আরো এগিয়ে নিয়ে যাবে!!
আপনিও অনেক ভাল থাকুন!!
শুভ রাত্রি!!
৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪১
সুমন কর বলেছেন: ছুঁয়ে যাবার কবিতা , ছুঁয়ে গেল। সুন্দর !
০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:০৭
সানড্যান্স বলেছেন: আমার সার্থকতা!!
অনেক ধন্যবাদ ভাইয়া!!
৪| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !
০১ লা মার্চ, ২০১৪ রাত ২:১৫
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ছোট ভাইয়া!
৫| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !
৬| ০১ লা মার্চ, ২০১৪ রাত ৩:৪৪
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: সুন্দর লিখসেন
০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৭
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আপনাদের দোয়া
৭| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৫:২১
স্বপ্নবাজ অভি বলেছেন: ছোট ভাইয়া
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩১
আফ্রি আয়েশা বলেছেন:
ঈর্ষার চেয়ে বিষাদ প্রকাশ পেয়েছে বেশি
চমৎকার !
বাংলার নেরুদার জন্যে শুভকামনা