নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

ছিহ! গণতন্ত্র!!!

০১ লা মার্চ, ২০১৪ রাত ৩:৫৬

হে গণতন্ত্র

তুমি সমাজ বইয়ের আব্রাহাম লিঙ্কনের শুধুই একটি উক্তি!

তুমি কাঠগড়ায় দাঁড়ানো হেয় প্রতিপন্ন বিচারক

তুমি বিক্ষোভের মিছিলে সশস্ত্র পুলিশে হন্তারক

তুমি হাজার কোটি কালো টাকা সাদা করার প্রশ্রয়

তুমি পচে যাওয়া কালো বিড়ালর রাজনৈতিকের আশ্রয়!!



হে গণতন্ত্র,

তুমি সমাজ বইয়ের সিলেবাসের পাঠ্যসূচীর পরীক্ষা

তুমি নিরীহ জনগণের ট্যাক্সায়িত ঘুষের নিরীক্ষা

তুমি বন্ধ হয়ে যাওয়া ছাপাখানার অপ্রকাশিত পত্রিকা

তুমি পুঁজিবাদ এর গঠনভিত্তির মৌলিক মৃত্তিকা!



হে গণতন্ত্র,

তুমি সাদা পোশাকের অস্ত্রধারী কর্মীর ক্রসফায়ার

তুমি ধনবাদের সন্তান, একদল মুখোশধারী স্বত্তার

তুমি গ্লোবালাইজেশনের সাম্রাজ্যবাদের ধর্মীয় হাতিয়ার

কে রুখবে তোমায়? আছে কার এখতিয়ার?



ছিহ, গণতন্ত্র

উঠে এসো সমাজ বই থেকে, ফিরে যাও সমাজে

সামরিক বিউগল আজ আক্ষেপের সুরে বাজে!!

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৪ ভোর ৪:০০

পাঠক১৯৭১ বলেছেন: সমাজ বইতে যেই কয়টা লাইন লেখা আছে, তাও বাংগালীরা ছেলেরা বুঝতে পারছে না।

১৭ কোটীর মাঝে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ চালনা সম্পর্কে রূপরেখা দেয়ার ১ জন মানুষও নেই!

০১ লা মার্চ, ২০১৪ ভোর ৪:০৯

সানড্যান্স বলেছেন: নেতা হয় অশিক্ষিত লোকজন, ভোট দেই আমরা একদল বেকুব!!!!

ধন্যবাদ ভাই মতামতের জন্য!
ভাল থাকবেন।

২| ০১ লা মার্চ, ২০১৪ ভোর ৫:৪৬

এম এ কাশেম বলেছেন: সুন্দর ও যুগোপযোগী কবিতা।

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৩

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামতের জন্য!

৩| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৭:১৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: গনতন্ত্র শুধুর বইয়ে পাওয়া যায় অন্য কোথাও নয়।

গণতন্ত্রের হাল বেহাল। এতটাই যেন "গণতন্ত্র প্রতিনিয়তই ধর্ষিত হচ্ছে "।

ভাল লিখেছেন- সমাজ সচেতন কবি।

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৫

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাইয়া! সমসাময়িক অস্থিরতার লেখা আর কি!

৪| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৬

আফ্রি আয়েশা বলেছেন:
ভিন্ন স্বাদ পেলাম।
যদিও সময়ের কবিতা . . . তবে এই কবিতা বাংলাদেশের জন্যে কাল উত্তীর্ণ ।
চমৎকার হয়েছে :)

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৬

সানড্যান্স বলেছেন: কি করে কাল উত্তীর্ন হইল ব্যাখ্যা দিয়েন! সময়টা তো এরকম ই!

৫| ০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:৩৫

পিয়ালী দও বলেছেন: ভাল লাগল...

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১:০৬

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ছোট আপু!

৬| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৫:২৫

রমিত বলেছেন: Click This Link
সক্রেটিসের এ্যাপোলজি - পর্ব ৫

০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

সানড্যান্স বলেছেন: জী, পড়েছি দাদা

৭| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছিহ্ গণতন্ত্র হন্তারক!
স্রেফ ব্যক্তি আর দলের জন্য
স্বাধীনতার অর্জনকে ম্লান করে দিয়ে
আজ তোরাই হন্তারক হতে পারলি!!!!!

স্বাধীনতার চেতনাকে বানিজ্য বানিয়ে
ভোট ভাতের অধীকারের স্লোগানকে উপহাস করে
ভোটহীন প্রহসনে
গণতন্ত্রের হত্যায় রক্তলাল আজ তাদের হাত!!!!!

০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:১৯

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য!

৮| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:০৯

সুমন কর বলেছেন: জানি আমি লিখতে পারবো না। তবে কবিতা হিসাবে বেশি ভাল লাগল না।

০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৩২

সানড্যান্স বলেছেন: সব কবিতা কি আর ভাল হয়?

৯| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:২২

আফ্রি আয়েশা বলেছেন:
আপনার এই কবিতায় গণতন্ত্র যে রূপ পেয়েছে , বাংলাদেশে গণতন্ত্র এই রুপেই থেকে যাবে . . . সমাজ বই থেকে উঠে এসে সমাজে ফিরে আসবে বলে মনে হয় না . . .
আর কোন কবিতা বা লেখা যদি সময় কে ধরে রাখতে পারে এবং যে কোন সময়ে লেখার নিজস্ব অবদান ঠিক একই থেকে যায় তাহলে সেই লেখা কে কাল উত্তীর্ণ ধরা যেতে পারে . . .

জ্ঞান কপচাইলাম :-P

০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৩৩

সানড্যান্স বলেছেন: তাইলে এইটা কালের সাক্ষী হয়ে রয়ে গেল!

১০| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৪১

নিশাত তাসনিম বলেছেন: ছিহ, গণতন্ত্র
উঠে এসো সমাজ বই থেকে, ফিরে যাও সমাজে
সামরিক বিউগল আজ আক্ষেপের সুরে বাজে!!

১১| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.