![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
কবিতাগুলো দু'তিন লাইনেই থেমে যাচ্ছে
তুমি ছাড়া হবে না, হচ্ছে না!
কতদিন কথা হয়নি বলতো?
আমার ভাষা হারিয়ে যাচ্ছে
তুমি ছাড়া হবে না, হচ্ছে না!!
আমার অকেজো সময়
তোমার ব্যস্ততার প্রহর গুনে
যতদূর দৃষ্টি যায়......
যতটুকু নিজেকে বুঝি,
তুমি ছাড়া হবে না, হচ্ছে না!!
চোখে তার আগুন
ঠোটেঁ লিপগ্লসের আকুতি!
হাওয়ায় এলো চুল!
ওড়না সামলানোর মিনতি!
পার্সে রাখা চিঠি
হয়ত অচেনা কিছু লেখা!!
সকাল গড়িয়ে রাত
রাত গড়িয়ে সকাল
সময় চলছে নিজ গতিতে
শুধু আমার জীবনটা
আজ থমকে আছে...
আমার বুঝি কষ্ট হয়না?
শুধু তুমিই তো আমায় চেনো
তবে কেন বুঝো না
তুমি ছাড়া হবে না, হচ্ছে না!
হঠাৎ মিষ্টি সুরে আদুরে গলায় গেয়ে ওঠা
তোমার সেই পছন্দের গানের লাইনগুলো
কোনো শিল্পীর গলায় আজ মানাচ্ছে না
তোমার দুষ্টুমি,
তোমার রাগ,
তোমার কথা,
আমার অভিমানগুলো বড় অপেক্ষা করায়!!
তুমি ফিরে এসো
সত্যি বলছি,
তুমি ছাড়া কিছুতেই হবে না,
হচ্ছে না...
১৩ ই মার্চ, ২০১৪ রাত ৩:১৮
সানড্যান্স বলেছেন: নাহ, আসলে ঝামেলা। কবিতা লিখতে পারব না, এই বেশ আছি!
২| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ৯:১৫
ইমিনা বলেছেন: আমার সাথে একদম মিলে গেলো যে!!
আমার ও কবিতাগুলো দু'তিন লাইনেই থেমে যাচ্ছে আজকাল
১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:০৭
সানড্যান্স বলেছেন: নিশ্চই কারু জন্য আটকে আছে!!! তাকে কাছে টানুন না!!
৩| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
তুমি ফিরে এসো
সত্যি বলছি,
তুমি ছাড়া কিছুতেই হবে না,
হচ্ছে না...
---সুন্দর!
১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:০৭
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!
৪| ১৩ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনা সানড্যান্স। দারুন আবেদন।
১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:১৩
সানড্যান্স বলেছেন: কমেন্টে ভালোলাগা ভাই!
ভাল থাকুন!
৫| ১৩ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫২
উদাস কিশোর বলেছেন: ভাল লাগা না জানালে হবে না, হচ্ছে না !
দারুণ
১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:১৭
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ উদাস কিশোর!!
আপনাদের ভালোলাগাই আমাদের স্বার্থকতা!!
৬| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৪
আমি ইহতিব বলেছেন: রোমান্টিক কবিতা ভালো লাগলো।
১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:১৮
সানড্যান্স বলেছেন: বাহ!! ইহতিবের বাবু হয়ে গেছে? বাবুর নাম কি?
মনে আছে ২০১২ এর ব্লগ ডে তে আপনার সাথে পরিচিত হয়েছিলাম?
ভালো লাগার জন্য ধন্যবাদ! ভাল থাকবেন!
৭| ১৩ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৮
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনারতো দু'তিন লাইনেই থেমে যাচ্ছে ।
আর
আমার এক লাইনও আসছে না।
১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:২১
সানড্যান্স বলেছেন: নিশ্চই কাউকে দরকার!! কি বলেন?
ধন্যবাদ। ভাল থাকবেন!
৮| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৪
বেবিফেস বলেছেন: মন ছুয়ে যাওয়া আবেদন। োসম্ভব ভাল লাগল।
১৪ ই মার্চ, ২০১৪ রাত ২:২২
সানড্যান্স বলেছেন: আবেদন যে গ্রহণ হচ্ছে নারে ভাইয়া!!
ভালোলাগায় ধন্যবাদ।
ভাল থাকুন!
৯| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:২৯
অরুদ্ধ সকাল বলেছেন:
অনেকদিন লিখিনা।
আরআপনি লিখে দিলেন আস্তএক কবিতা
১৬ ই মার্চ, ২০১৪ ভোর ৪:২৬
সানড্যান্স বলেছেন: চেষ্টায় কিনা হয়!!
ধন্যবাদ!
১০| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৭
আমি ইহতিব বলেছেন: সানড্যান্স আমার বাবুতো ২০১১ তেই হয়েছে, এই ১৮ তারিখে তিন পূর্ণ হবে ওর। ওর নাম ঈশিত্ব।
হুম, ২০১২ এর ব্লগ ডেতে দেখা হয়েছিলো। পরে মনে হয় রুশানের জন্য করা ছবি প্রদর্শনীতেও দেখা হয়েছিল (শিউর না ঠিক)।
ভালো আছেন আশা করি।
১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:২৪
সানড্যান্স বলেছেন: নাহ, পরে আর দেখা হয়নি!
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৪ রাত ৩:১২
আফ্রি আয়েশা বলেছেন:
তুমি ছাড়া কিছুতেই হবে না,
হচ্ছে না...
দারুণ রোম্যান্টিক !
. . . সে ফিরে আসুক শুভকামনা