নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

ধারা-আদালত-প্রেম-কবিতা!

০২ রা মে, ২০১৪ রাত ৩:৪৬

কলম’টা একটু ধার দেবেন?

কিংবা ক’টা লাইন?

অনেকক্ষন চেষ্টা করছি, হচ্ছে না!

আমি চাইছি কবিতা লিখব!

অথচ ফিরে ফিরে আসছেন আপনি!!





কবিতা যেন চুয়ান্ন ধারায় আটকে গেছে,

ভালোবাসার আদালত প্রেমিকদের দিয়েছে

তিনশ দুইয়ের দন্ড! কিভাবে বলতে পারলেন?

প্রেমিকেরা সব ভন্ড? তাদের ধারা চারশো বিশ?

মন চুরিতে আটকে দেবেন? তাহলে তিনশ দুই ই সই!

আমি চাইছি মৃত্যুদন্ড!





আধখাওয়া সিগারেট টাই নাহয় দিন!

লিপস্টিক দেয়া ঠোটেঁ সিগারেট বড্ড বেমানান!

ধোয়াঁয় নাকি চিন্তা পরিস্ফূটিত হয়!

চুমুতে যখন কারফিউ দিয়েছেন,

ধোঁয়াতে কেন আপত্তি? ধোঁয়াই সই!





দেখুন, কবিতা আমি লিখবই, প্রেমিক হতে না পারি

বিপ্লবী হলাম নাহয়, সেখানে ফিরে ফিরে

আপনিই আসবেন!

আপনারইতো আসার কথা, তাই না?

আদালত অবমাননার থোড়াই কেয়ার করছি!

মৃত প্রেমিকেরা আদালতের ভয় পায়না!!

আপনাকে ভয় পায়!





তারা মৃত্যুদন্ডকে হাসি মুখে মেনে নেয়

পারেনা শুধু সহ্য করতে, এই আপনার ইগনোরেন্স!

আপনি কিন্তু দায়ী রইলেন! কিসের দায়?

না বোঝার ভান করে আর কতদিন, বলুন?

ভালোবাসার!!!

আমি ভালোবেসেছিলাম আপনাকে,

হয়ত ছিল আপনারো কিছুটা অভিনয়!





তাই আবার বলছি,

কলমটা ধার দিন! ওড়নাটা পেতে দিন!

ওই আচঁলে কবিতা লিখব, প্রেমোদ্রোহী হব!

আর আপনার দেয়া সকল রায়

হাসিমুখে মেনে নেব!





আমাকে যে লিখতেই হবে!

আপনি নাহয় অভিনয় করেছিলেন,

কবিতা তো কখনো করেনি!!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৪ ভোর ৫:০৩

আফ্রি আয়েশা বলেছেন:
অসাধারণ ! এরকম একটা চমৎকার কবিতা , আপনি ছাড়া আর কেউ লেখার ক্ষমতা রাখে না ।

০২ রা মে, ২০১৪ ভোর ৫:২২

সানড্যান্স বলেছেন: এগুলো কি আদৌ মানসম্মত কিছু হছে? নাকি অযথাই পরিচয়ের খাতিরে পিঠ চাপড়ে দিচ্ছেন?

২| ০২ রা মে, ২০১৪ ভোর ৬:০৬

রেজওয়ান তানিম বলেছেন: কবিতায় আপনি দিয়া কেউ লেখেনা, এই দিকটা ভালোই লাগল

ধারাগুলা আমার জানা নাই। হাল্কা কইরা বল তো

০২ রা মে, ২০১৪ ভোর ৬:১০

সানড্যান্স বলেছেন: ৫৪- সন্দেহজনক গতিবিধি

৩০২-মৃত্যদন্ড

৪২০-চুরি/প্রতারণা।

হইছে হাল্কা ওস্তাদ?

৩| ০২ রা মে, ২০১৪ ভোর ৬:৪৫

উদাস কিশোর বলেছেন: চমত্‍কার লেগেছে ।
অনেকদিন পর অন্যরকম একটা কবিতা পড়লাম

০২ রা মে, ২০১৪ সকাল ৭:৪৬

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই!!

৪| ০২ রা মে, ২০১৪ সকাল ৮:২০

সেলিম আনোয়ার বলেছেন: কবিরতো দেখি বিপ্লবী হওয়ার সম্ভাবনা্ । :P

০২ রা মে, ২০১৪ সকাল ৮:৩৫

সানড্যান্স বলেছেন: কবিরাইতো বিপ্লবের মন্ত্রণা দেয়!!

৫| ০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:৫৭

হাসান মাহবুব বলেছেন: +++

০৪ ঠা মে, ২০১৪ রাত ৩:৫৮

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.