![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
ঠিক তেরোটা নদী আর সাত টে সমুদ্দূর পাড়ি দেব!
অশ্বারোহী দিগ্বিজয়ী আলেক্সান্ডার হয়ে চলে আসব !
নাসার কাছ থেকে এপোলো-১৩ ভাড়া নেব প্রয়োজনে,
কিংবা কলম্বাসের কাছে ধার চাইব সে জাহাজ খানি!
তবুও কি তুমি দেবে না?
ছাই হয়ে বাতাসে ভেসে যাব, পড়ে থাকবে শূণ্য এশট্রে,
ইথারের মাঝে নতুন এক ওয়েভ লেন্থ হয়ে আসব!
প্রয়োজনে ওয়াসার পানিতে মিশে ব্যাকটেরিয়া হয়ে আসব!
কিংবা লোডশেডিং এর মাঝে হঠাৎ বিদ্যুৎ হয়ে আবির্ভূত হব!
তবুও কি তুমি দেবে না?
তোমাকে আমি দেখতে চাইনে, ভাবতে চাইনে
কখনো বলিনি তোমায়, এসো অথবা আসতেই হবে তোমাকে!
সিগারেটের শেষে প্রায় নিভু নিভু ফিল্টারের মত কতবার,
কত শহস্র হিংস্রতায় পিষে ফেলেছি আমার কত ইচ্ছেকে!
তবুও কি তুমি দেবে না?
তবুও কি তুমি দেবে না,
তোমার চিবুকে থাকা, নয় পার্লারে আকাঁ,
ওই সত্য ছোট্ট কালো তিলে, এই দুজনে মিলে
ভালোবেসে!
একটিবার, শুধুই একটিবার!
ঠোঁট ডুবিয়ে,
চুমু খেতে?
০৬ ই মে, ২০১৪ রাত ২:৩৬
সানড্যান্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!!! কেউ তো কবিতা পড়তেই চায়না, সেখানে আপনার ভালো লাগা পেয়ে ভালো লাগলো!!
২| ০৬ ই মে, ২০১৪ ভোর ৪:১৬
আফ্রি আয়েশা বলেছেন:
দারুন !
আপনার আরো কবিতা পড়ার আশায় রইলাম
০৬ ই মে, ২০১৪ ভোর ৪:২৪
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ। কবিতা আসলে আমি লিখিনা, হঠাত হঠাত কই থেকে জানি আসে!
ভালো থাকুন!
৩| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৩:৪৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
০৭ ই মে, ২০১৪ রাত ২:৩৫
সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ বড় ভাইয়া!!! আপনার ভালো লাগা মানে লেখা মান সম্মত হওয়া!!! সম্মানিত বোধ করছি!
৪| ০৬ ই মে, ২০১৪ বিকাল ৪:৪২
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: হট কবি.........
০৭ ই মে, ২০১৪ রাত ২:৪১
সানড্যান্স বলেছেন: পাঠক কি হট কম নাকি? Click This Link
৫| ০৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: এত কিছু হয়ে এলে সম্মতি না দিয়ে যাবে কোথায়?
ভাল লেগেছে।
১২ ই মে, ২০১৪ রাত ১:৫১
সানড্যান্স বলেছেন: নারেহ ভাই দেয় না, এনারা খুব ই নিষ্ঠুর!!!
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৪ রাত ১:১৯
দালাল০০৭০০৭ বলেছেন: ভাল লাগা জানিয়ে গেলাম।