নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

তোমার ফেলে যাওয়া হাতশুদ্ধ আঙ্গুলগুলোর গল্প!

১২ ই মে, ২০১৪ রাত ১:০১

হাতশুদ্ধ আঙ্গুলগুলো সেদিন রাতে রেখে গিয়েছিলে ভুল করে,

অথবা ইচ্ছাকৃত!!

প্রতিরাতে ওরা নির্দয় জীবন্ত হয়, জেরা করে যায় -সে কোথায়?

স্বীকারক্তিরা চিৎকার করে, এইখানে...

হাজার হাজার সব তারাগোণা ক্ষণে, আত্মগত হয়ে আছে -এইখানে!

ঝাপিঁয়ে পরে তীক্ষ্ণ নখ চালায়

বোধে, চিন্তায়, মননে...

ছিড়ে-কেটে উন্মুক্ত করে -ভীষণ উল্লাসে!



অতঃপর, প্রতিরাত বসে থাকে চুপচাপ,

কিছু বলতে চাওয়ার অভিব্যক্তি নিয়ে

অবশেষে হেটেঁ চলে যায় ধীর পদক্ষেপে,

আবার ফিরে আসে এইখানে, জেনেই- যেখানে

বারবার ভুল করে রেখে যায় সে, তার হাতশুদ্ধ আঙ্গুলগুলো!



আর এইভাবে অরক্ষিত সব রাতগুলো

অপ্রেমে, অফেরায়, অপেক্ষায়-

একে একে নিজেদের খুন হতে দিয়ে যাচ্ছে,

তপ্ত বিমর্ষতায়!!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ রাত ৮:০২

অন্ধবিন্দু বলেছেন:
ঝাপিঁয়ে পরে তীক্ষ্ণ নখ চালায়
বোধে, চিন্তায়, মননে...
ছিড়ে-কেটে উন্মুক্ত করে -ভীষণ উল্লাসে!


কিছুটা বীভৎস তবে কবিতার শব্দরা বেশ বিমর্ষ !

শুভ কামনা, সানড্যান্স।

১২ ই মে, ২০১৪ রাত ১১:৫৫

সানড্যান্স বলেছেন: কবি হয়ত বিমর্ষ, তাই!! ধন্যবাদ ভাই, শুভ কামনা!!

২| ১৩ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:১০

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।

৩| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:২৫

আফ্রি আয়েশা বলেছেন:
আর এইভাবে অরক্ষিত সব রাতগুলো
অপ্রেমে, অফেরায়, অপেক্ষায়-
একে একে নিজেদের খুন হতে দিয়ে যাচ্ছে,
তপ্ত বিমর্ষতায়!!

০৩ রা জুন, ২০১৪ ভোর ৪:১৪

সানড্যান্স বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.