নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

আমি ঠিক, বলে যাব!

১৬ ই মে, ২০১৪ রাত ৩:৪৮

তুমি দেখে নিও-

আমি ঠিক ঠিক বলে যাব,

অবেলায়, কথা না বলা কাপুরুষ মত করে!

আমি ঠিক, বলে যাব!



অথবা,

আমি রয়ে যাব, চীরবিদায়ের সাইনবোর্ডে!

আমি রয়ে যাব, তোমার গ্রামার বই অক্সফোর্ডে!

আমি রয়ে যাব, অবহেলায় রাখা-চাবি-ঐ ড্যাশবোর্ডে!

আমি রয়ে যাব, অভ্রতে হারানো সুর তোলা এই কী-বোর্ডে!





তুমি দেখে নিও-

আমি ঠিক ঠিক বলে যাব,

অবেলায়, কথা না বলা কাপুরুষ মত করে!

আমি ঠিক, বলে যাব!





পোর্সেলীনের নীল ভাঁজে আমি ঠিক রয়ে যাব,

প্লাস্টিকের রাধা-চূড়া হয়ে আমি রয়ে যাব,

আমি রয়ে যাব ওই দেয়ালে টানানো

মানচিত্রের আকাঁ-বাকাঁ রেখা হয়ে

এই শহুরের তারের জঞ্জালে!

আমি ঠিক রয়ে যাব!





তুমি দেখে নিও-

আমি ঠিক ঠিক বলে যাব,

অবেলায়, কথা না বলা কাপুরুষ মত করে!

আমি ঠিক, বলে যাব!





আমি রয়ে যাব, তুলে রাখা ওই ক্যাসেট প্লেয়ারে,

আমি রয়ে যাব, শতশত গ্যাসলাইট ফ্লেয়ারে,

আমি রয়ে যাব, দ্বার থেকে-বন্ধ ওই দুয়ারে!

মাথা নীচুঁ, পচিঁশ বছরের আমার শহরে!





তুমি দেখে নিও-

আমি ঠিক ঠিক বলে যাব,

অবেলায়, কথা না বলা কাপুরুষ মত করে!

আমি ঠিক, বলে যাব!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৪ দুপুর ১২:১৫

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কোমল সুন্দর।

কেমন আছেন ডাক্তার সাব?

২০ শে মে, ২০১৪ রাত ৩:৩৮

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই।

এইতো ভাই আছি কোনরকম, আপনি ভাল?

২| ১৬ ই মে, ২০১৪ বিকাল ৩:২৫

হাসান মাহবুব বলেছেন: বরাবরের মতোই সুন্দর।

২০ শে মে, ২০১৪ রাত ৩:৪০

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার দেয়া উৎসাহ আমাকে অনুপ্রাণিত করবে।

৩| ২৩ শে মে, ২০১৪ রাত ১২:৪৫

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল লাগল এটা।

২৪ শে মে, ২০১৪ সকাল ৯:৩৬

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই

৪| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:২২

আফ্রি আয়েশা বলেছেন:
চমৎকার !

সবকিছু নাকি বলতে হয় না !

০৩ রা জুন, ২০১৪ রাত ৩:৫১

সানড্যান্স বলেছেন: হাহাহাহা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.