নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

তোমাকে ঘিরে!

০২ রা জুন, ২০১৪ সকাল ৭:০৪

জানো, ওরা সবাই তোমাকে নিয়ে কবিতা লিখতে চায়!

আফসোস!! ওদের সব কবিতা চার লাইনে শেষ হয়ে যায়!



অথচ এই যে আমি,

কবিতার নামে কত অখাদ্য-কুখাদ্য লিখে চলেছি তোমাকে ঘিরে!

কত শত রূপকে স্মরনে স্বপ্নে বরণ করে নিয়েছি তোমায়!

কত শহস্র সাদর সম্ভাষনে, বিনা মাইকে চিৎকার করেছি, বলেছি-

তোমাকে ভালোবাসি কবিতা -তুমি আমার!



রোদ-বৃষ্টি-ঝড়ে, হুড তোলা রিক্সায়, বেইলী রোডের ঘুপচিতে

একরাশ আনন্দ-বেদনার কাব্য কাধেঁ, খুজেঁছি বয়সের উঠতিতে!

ভরাট হয়ে যাওয়া এশ ট্রের ছাই উড়িয়ে দেখেছি, বেনসনের প্যাকেট হাতড়েছি

ধোয়াঁর হ্যালুসিনেশনের অসংলগ্নতায় -আমি শুধু তোমাকেই খুজেঁ চলেছি!

তোমাকে বড্ড ভালোবাসি কবিতা -তুমি যে আমার!



মাকড়শার জাল বেছানো পুরনো স্মৃতির দরজায় টোকা দিয়েছি,

বহু বছরের ফ্রীজে জমে থাকা রক্ত ওভেনে গরমকরেছি,

অন্ধকার পথে হেঁটেছি, ভরা পূর্ণীমায়, চাঁদের আলোয়-জোছনায়!

কোথাও তুমি নেই, আদৌ ছিলে কি? তাই এখন থাকার প্রশ্ন যে বাহুল্যতা!



তবুও তোমায় ভালোবাসি কবিতা, -তুমি আমার

শুধুই আমার!!

মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ সকাল ৭:০৫

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: +++++

০২ রা জুন, ২০১৪ সকাল ৭:২৫

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ কায়রো ভাই!

২| ০২ রা জুন, ২০১৪ সকাল ৭:১৬

পংবাড়ী বলেছেন:
"
অন্ধকার পথে হেঁটেছি, ভরা পূর্ণীমায়, চাঁদের আলোয়-জোছনায়!
কোথাও তুমি নেই, আদৌ ছিলে কি? তাই এখন থাকার প্রশ্ন যে বাহুল্যতা!
"

-চুরি ইত্যাদি হচ্ছ?

০২ রা জুন, ২০১৪ সকাল ৭:২৬

সানড্যান্স বলেছেন: আপনার মন্তব্য ঠক বুঝে উঠিনি, একটু ক্লিয়ার করবেন কি?

৩| ০২ রা জুন, ২০১৪ সকাল ৭:৪৪

আফ্রি আয়েশা বলেছেন: //মাকড়শার জাল বেছানো পুরনো স্মৃতির দরজায় টোকা দিয়েছি,
বহু বছরের ফ্রীজে জমে থাকা রক্ত ওভেনে গরমকরেছি,//
অসাধারণ এই দুটি লাইন পুরো কবিতাটিকে প্রাণ দিয়েছে । রোম্যান্টিক কবিতায় আপনি দারুণ, কবি :)

০২ রা জুন, ২০১৪ সকাল ৭:৫৮

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের উৎসাহ আমাকে আরো লিখতে অনুপ্রেরণা দিবে!!
ভাল থাকববেন।

৪| ০২ রা জুন, ২০১৪ সকাল ৭:৪৭

পংবাড়ী বলেছেন: জীবনান্দ দাসের ছোঁয়া রেয়েছে মনে হচ্ছে!

০২ রা জুন, ২০১৪ সকাল ৮:০৩

সানড্যান্স বলেছেন: এত বড় প্রশংসার দাবীদার হইনি এখনো ভাই!! আপনার ভালোলাগা আমাকে আনন্দিত করেছে, এর চে বড় প্রাপ্তি আমার জন্য আর কি হতে পারে?

৫| ০২ রা জুন, ২০১৪ সকাল ৮:১৮

আরজু মুন জারিন বলেছেন: কবিতার নামে কত অখাদ্য-কুখাদ্য লিখে চলেছি তোমাকে ঘিরে!
কত শত রূপকে স্মরনে স্বপ্নে বরণ করে নিয়েছি তোমায়!
কত শহস্র সাদর সম্ভাষনে, বিনা মাইকে চিৎকার করেছি, বলেছি-.

ভালো লেগেছে পড়তে আপনার অখাদ্য কুখাদ্য। আসলে অখাদ্য মোটেই মনে হয়নি। ভালো কবিতা ই মনে হয়েছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

০২ রা জুন, ২০১৪ সকাল ৮:৫৪

সানড্যান্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই। আপনাদের ভালোলাগা আমার সার্থকতা।
ভাল থাকবেন। বাদল দিনের শুভেচ্ছা রইল!!!

৬| ০২ রা জুন, ২০১৪ সকাল ৮:৫২

সময়ের ডানায় বলেছেন: মাকড়শার জাল বেছানো পুরনো স্মৃতির দরজায় টোকা দিয়েছি,
বহু বছরের ফ্রীজে জমে থাকা রক্ত ওভেনে গরমকরেছি,

ভাল লাগল কবি।

০২ রা জুন, ২০১৪ সকাল ৯:০৩

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই, কবিতাটা আপনাকে ভালোলাগার অনুভূতি দিয়েছে, আম এতেই খুশি!!

ভাল থাকুন ভাই, বাদল দিনের শুভেচ্ছা!!

৭| ০২ রা জুন, ২০১৪ সকাল ৮:৫৬

সকাল হাসান বলেছেন: সুন্দর হয়েছে।
যদিও কবিত বুঝিনা তবে ভাল লাগছে।

০২ রা জুন, ২০১৪ সকাল ৯:০৪

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই!! আপনার ভালোলাগাটাই আমার সার্থকতা!!

৮| ০২ রা জুন, ২০১৪ সকাল ৯:৩৮

মোঃ শরিফুল ইসলাম বলেছেন: কবিতাটি পড়লাম ভালো লাগলো,
বিশেষ করে-
আমার আরোও বেশি ভাল লেগেছে-
"বিনা মাইকে চিৎকার করেছি,বলেছি-
তোমাকে ভালবাসি কবিতা-তুমি আমার!
___ভাই চালিয়ে যান,
আমরা আছি,খবরদার পিছে তাকাবেন না কিন্তু দুঃখ পাবেন৷
(মসকরা কিন্তু)

০২ রা জুন, ২০১৪ বিকাল ৩:৪৭

সানড্যান্স বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই, পিছনে তাকিয়ে শিক্ষা নিই, ঐ যে বলে না, স্মৃতি তুমি বেদনা!!!

৯| ০২ রা জুন, ২০১৪ সকাল ১০:২৫

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ফেসবুকে আপনার কবিতাটা পড়ছি ।
+++++++++++++

০২ রা জুন, ২০১৪ বিকাল ৩:৪৮

সানড্যান্স বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই!

১০| ০২ রা জুন, ২০১৪ সকাল ১১:০৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: জানো, ওরা সবাই তোমাকে নিয়ে কবিতা লিখতে চায়!
আফসোস!! ওদের সব কবিতা চার লাইনে শেষ হয়ে যায়!

সুন্দর কবিতায় ভালো লাগা।

০২ রা জুন, ২০১৪ বিকাল ৩:৫০

সানড্যান্স বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। শুভ কামনা, ভাল থাকুন!

১১| ০২ রা জুন, ২০১৪ সকাল ১১:২৫

ইমিনা বলেছেন: কোথাও তুমি নেই, আদৌ ছিলে কি? তাই এখন থাকার প্রশ্ন যে বাহুল্যতা
...
ঠিক তা ই ...

০২ রা জুন, ২০১৪ বিকাল ৩:৫৩

সানড্যান্স বলেছেন: আরে ঘোড়ার ডিম যে!! হ্যা ঠিক তাই!!
ধন্যবাদ!

১২| ০২ রা জুন, ২০১৪ দুপুর ১২:১৭

সুমন জেবা বলেছেন: কে বলে..?
আমি (কবিতা) কোথ্থাও নাই ..

ঐ যে তোমার
বেইলী রোডের ঘুপচি ,
হ্যালুসিনেশন ,ভরা পূর্নিমায় চাঁদের আলো..

সর্বত্রই তো
আমি ,আমরা(এই কবিতাদের)
নিঃশব্দ বিচরন ।।

তা'নাহলে
তোমাদের এত কাব্যিকতা আসে কোত্থেকে ..?

চার লাইন থেকে.. সনেট ..
তোমরা তৈরী কর কিভাবে ??

খোঁজ -দ্যা সার্চ ..

শুধু প্যাকেটের পর প্যাকেট বেনসন,
আর ধোঁয়ার ছাই উড়িয়োনা

০২ রা জুন, ২০১৪ বিকাল ৩:৫৬

সানড্যান্স বলেছেন: তো কি ওড়াব? বেলুন?

১৩| ০২ রা জুন, ২০১৪ দুপুর ১:৪১

ক্লান্ত তীর্থ বলেছেন: তবুও তোমায় ভালোবাসি কবিতা, -তুমি আমার
শুধুই আমার!!

০২ রা জুন, ২০১৪ বিকাল ৪:১৩

সানড্যান্স বলেছেন: হ্যা, শুধুই আমার!
ধন্যবাদ ভাই!!

১৪| ০২ রা জুন, ২০১৪ দুপুর ২:৪৬

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: ভালো লঅগলো।


প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

০২ রা জুন, ২০১৪ বিকাল ৩:৫৭

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ ভাই

১৫| ০২ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:০৭

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন:
কত শহস্র সাদর সম্ভাষনে, বিনা মাইকে চিৎকার করেছি, বলেছি-
তোমাকে ভালোবাসি কবিতা -তুমি আমার!
- /:) হাহ! আমিও বলি প্রতিদিনই! কবিতার ভাগ আপনার একার নয়! :P :-0



মাকড়শার জাল বেছানো পুরনো স্মৃতির দরজায় টোকা দিয়েছি,
বহু বছরের ফ্রীজে জমে থাকা রক্ত ওভেনে গরমকরেছি,
-উত্তরাধুনিক উত্তরাধুনিক লাগে ... ;)

০৩ রা জুন, ২০১৪ রাত ৩:৪৫

সানড্যান্স বলেছেন: কি যে লিখি ভাই, উত্তর না দক্ষিন জানিনা!!
অবশ্যই আপনার কবিতা আপনার!!
আমি মাঝে মাঝে শুধু আমার কবিতার অনুভূতিগুলো জানান দিই!!
এই আর কি!

ধন্যবাদ ভাই, শুভকামনা!

১৬| ০২ রা জুন, ২০১৪ রাত ১০:২৫

সুমন কর বলেছেন: সুন্দর !!

০৩ রা জুন, ২০১৪ রাত ৩:৪৬

সানড্যান্স বলেছেন: ধন্যবাদ দাদা!

১৭| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:০৪

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

০৩ রা জুন, ২০১৪ রাত ৩:৪৯

সানড্যান্স বলেছেন: সম্মানিত বোধ করলাম আবারো ভাই!

১৮| ০৩ রা জুন, ২০১৪ দুপুর ২:২৩

আমি স্বর্নলতা বলেছেন: তবুও তোমায় ভালোবাসি কবিতা, -তুমি আমার
শুধুই আমার!!



খুব ভালো লাগল।

০৪ ঠা জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

সানড্যান্স বলেছেন: তুমি আমার, শুধুই আমার ;)
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.