![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান
প্রথম মুভি ইরানীঃ
রহস্য পছন্দ করেন আপনি? এক্সাইটমেন্ট পছন্দ করেন? ইরানী সিনেমায় সাধারনত এরকমটা দেখা যায় না। বন্ধু কলিগ স্ত্রী বাচ্চা সহ পুরোপরিবার উইকেন্ড কাটাতে সমুদ্রপাড়ে যায়। তাদের সাথে যায় এক পরিবারের শিশুর গৃহ শিক্ষিকা, তার আচরন কিছুটা রহস্যময়।
হঠাত একদিন উধাও হয়ে যায় সে, সমুদ্রে তন্ন করে খোজাঁ হয় লাশ, এদিকে তার ফোনের লাস্ট ডায়ালড কলে পাওয়া যায় তার ফিয়ান্সের নাম্বার, আবার এলির সাথে বিয়ে দেয়ার জন্য একরকম জোর করেই সেপিদাহ পরিবার নিয়ে আসেন এলিকে, উদ্দেশ্য বন্ধুবর আহমেদের সাথে বিয়ে দেবেন এলিকে, কোন কূল কিনারা পাওয়া যায় না এলির? কোথায় গেল এলি? তার মা মিথ্যে বলছেন কেন? তার ফিয়ান্সে কে ভাই ডাকছে কেন এলি?
এই রহস্যের সমাধানে আপনাকে দেখতে হবে Asghar Farhadi এর সিনেমা About Elly aka Darbareye Elly (2009).
IMDB rating 8.2
আমার চোখ বন্ধ করে ৯
ঝুলিতে আছে ১৩টি পুরষ্কার আর নয়টি নমিনেশন!
টরেন্ট লিঙ্কঃ
Click This Link
দ্বিতীয় সিনেমা,রাশিয়ান
সিনেমাটি গোল্ডেন গ্লোবের জন্য নমিনেটেড হয়েছিল, ২৮ টি পুরষ্কার এবং আরো ১৩টি নমিনেশন আছে এর হিসেবের খাতায়। সিনেমাটির কাহিনী সহজ বাংলায় বলতে গেলে ''ক্যামন জানি''। ১২বছর পর ফটোগ্রাফ থেকে ফেরত আসা বাবা দুই সন্তান কে নিয়ে লং ড্রাইভে বের হয়, উদ্দেশ্য তাদের কিছুটা সময় দেয়া, বুঝতে পারা, কোন স্পয়লার দিতে চাইনা, মুভিতে কোন ইরোটিক সিন নেই, প্রেম নেই, তবু এর IMDB রেটিং ৮.১ আর আমার ৯। এই মুভি আপনাকে কিছু সময় ভাবাবে, কিছু জিনিস হয়তোবা স্পর্শ করে যাবে, জীবনবোধ কে হাল্কা ঝাকুঁনিও দিতে পারে! মুভির নাম Vozvrashchenie aka The Return. 2003 সালের মুভি। আমি বলব না আপনি এই মুভি দেখলে খুব তেমন কিছু পাবেন আবার আমি বলব না যে পাবেন না, দেখা না দেখা পুরোটাই আপনার ইচ্ছে!
নাজমুল হাসান মজুমদার নামক ফেবু ফ্রেন্ড বলেছিলেন কমেন্টে, রাশিয়ান পরিচালক আন্দ্রেই জিভাগিন্সটেভ এর রাশিয়ান চলচ্চিত্র " দ্য রিটার্ন " মুক্তি পায় ২০০৩ সালে । চলচ্চিত্রটির নির্মাণ শুরু হয় ২০০২ সালের ২৫ জুন । মিস্টেরি ও থ্রিলারধর্মী এ চলচ্চিত্রের কেন্দ্রীয় "আন্দ্রে" চরিত্রে অভিনয় করেন Vladimir Garin । এবং সবচেয়ে অবাক ব্যাপার আন্দ্রে চরিত্রে অভিনয় করা এ বালক ২০০৩ সালের ২৫ জুন রহস্যজনকভাবে পানিতে ডুবে মারা যায় ছবির প্রথম প্রদর্শনের আগেই । আইএমডিবিতে স্কোর ৮.১ এ চলচ্চিত্রের ।
টরেন্ট লিঙ্কঃ
Click This Link
তৃতীয় সিনেমা, সাউথ কোরিয়ানঃ
সিনেমাটি বরাবর এক রহস্য উপন্যাস। অসম্ভব চমৎকার এর গাঁথুনি, যারা ডিকেটিভ টাইপ মুভি পছন্দ করেন তাদের জন্য অবশ্যপাঠ্য!!
১৫ বছর আগে এক মা তার সন্তান ফেরত পাওয়ার সমস্ত আকুলতা নিয়ে কিডন্যাপারের চাহিদা পূরণ করে ফেরত পায় মেয়ের লাশ। ১৫ বছর পর কোরিয়ান নিয়ম অনুযায়ী কেস বাতিল হয়ে যায়/ ডিকেক্টিভরা তার বাড়িতে এসে জানান, কেসটি অমীমাঙ্গসীত ভাবেই রয়ে যাবে, তাদের আর এ ব্যাপারে কিছু করার নেই!
একথায় মা পাগলপ্রায় হয়ে নিজেই নেমে পড়েন খুনির খোজেঁ, ঠিক তার পর দিন ই হুবহু আরেকটি ঘটনা ঘটে, কিডন্যাপড হয় আরেকটি মেয়ে, কিডন্যাপারের স্টাইল হুবহু সেই পুরনো কিডন্যাপারের মত। গোয়েন্দারা উঠে পড়ে লাগেন সমাধানে, কিন্তু প্রতিটিবার তাদের বিভিন্ন ভাবে বোকা বানিয়ে ছেড়ে দেয় কিডন্যাপার!
সিনেমার শেষ দৃশ্যে ভয়াবহ রকম এক টুইষ্ট আছে! সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কিরকম হয়, হোক সে মৃত সন্তান আপনি উপলব্ধি করতে পারবেন।
আইএমডিবি রেটিং 7.4 আর আমার রেটিং ৯।
সিনেমার নামঃ Mong-ta-joo aka Montage (2013)
টরেন্ট লিঙ্কঃ
Click This Link
০৬ ই জুন, ২০১৪ রাত ১:৫৫
সানড্যান্স বলেছেন: ধন্যবাদ, আপনাদের গুলোও জানাবেন প্লীজ!
২| ০৬ ই জুন, ২০১৪ রাত ২:০৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা রিভিউতে ভাই । ইরানি মুভিটা দেখতে হবে । বিটিভিতে অনেক আগে ইরানি একটা মুভি দেখাইছিল যুদ্ধের , কমান্ডো । নাম মনে নাই , বলতে পারবেন ভাই ? ধন্যবাদ
০৬ ই জুন, ২০১৪ রাত ২:১৫
সানড্যান্স বলেছেন: স্যরি ভাইয়া মনে করতে পারছিনা, আরেকটা ইরানী মুভিতে দেখেছিলাম সেই বিটিভিতেই, নায়ক খালি চুরি করে, এতটাই ক্রিপ্টো ম্যানিয়াক যে টুথ ব্রাশ করে চুরির জন্য নিজের টুথ ব্রাশ নিজের পকেটে ঢুকিয়ে ফেলে!!! নাম মনে করতে পারবেন?
আপনার তো অনেক জ্ঞান ভাইয়া!
ধন্যবাদ!
৩| ০৬ ই জুন, ২০১৪ রাত ২:১৯
নাজমুল হাসান মজুমদার বলেছেন: আরে ভাই লজ্জা দিলেন , মাঝে মাঝে দেখি । সামনে আমার মতে চমৎকার একটা মুভি রিলিজ হচ্ছে । এটা অস্কার পাবে মনে হয় । মেক্সিকান চলচ্চিত্র "অ্যামাজিং কেট ফিশ" । ১৩ জুন রিলিজ ।
৪| ০৬ ই জুন, ২০১৪ সকাল ১০:১১
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: নামাতে হবে
৫| ০৬ ই জুন, ২০১৪ রাত ১১:১২
হাসান মাহবুব বলেছেন: কোরিয়ান বাদে বাকি দুইটা দেখেছি। চমৎকার মুভি।
৬| ০১ লা জুলাই, ২০১৪ রাত ৩:৩১
এম এম করিম বলেছেন: About Elly অসাধারন মুভি। বের হবার পরপরই দেখেছিলাম। আসগার ফারহাদি যে অনেকদুর যাবে সেটা এই সিনেমাতেই বুঝিয়ে দিয়েছে।
ধন্যবাদ লিস্টের জন্য
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৮
আমি সাদমান সাদিক বলেছেন: About elly দেখা হয়েছে , বাকি দুটো হার্ডডিস্কে স্টোরেজ ফুল ,তাই দেখা হয়নি ধন্যবাদ শেয়ার করার জন্য ।।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৪ রাত ১:৫৩
একজন ঘূণপোকা বলেছেন:
রিভিউ ভালো লাগেছে। নামাবো এখন।
ধন্যবাদ