নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

ফিয়াঁসের অর্কিড

০৯ ই জুন, ২০১৪ ভোর ৬:২২

সে তার ফিয়াঁসের জন্য অপেক্ষা করছিল,

তার আসার কথা, সে আসবে বলেছিল!

কথা দিয়েছিল, অতীতের সব পাপ গ্র্যান্টেড!

তাই সে একগুচ্ছ অর্কিড নিয়ে দাড়িঁয়েছিল!



ভালোবাসার ফুল গোলাপ তাকে আকৃষ্ট করেনি

সে বাহারি অর্কিডে ভালোবাসা খুজেঁ বেড়াত

কথা রেখেছিল প্রেমিকের, ফ্ল্যাট পড়বে, হীল নয়!

আর সে ভালোবাসার ছবি আকঁত, ফিয়াঁসের রঙ দিয়ে!





বাগদত্তায় আপত্তি ছিল তার, তাই সে ফিঁয়াসে বলত

আর ভালোবাসত, অন্তত সে তাই জানত, ভেবেছিল!

ফিয়াঁসে গাইত, তার জন্য, কাঁদত তার জন্য, হাসিও তার!

আর সে অপেক্ষা করত, ক্লান্ত শরীরে ভাঙ্গা মন নিয়ে!

সে আসবে, বলেছিল, কথা দিয়েছিল-আসবেই!





আংটি বদল হয়নি তাদের, তবু তারা ফিয়াসেঁ ছিল

অনাগত ভবিষ্যতের গল্পে ভোর হত কতশত রাত

প্রতিদিনের অফিসের ব্যস্ততার ক্লান্তি কেটে যেত স্কাইপে!

চুমু খেত স্যামসাং মনিটরে, সজোরে চেপে ধরত মাউস!





বোকা ছেলেটা বোঝেনি, ফিয়াঁসের ভালোবাসার সংজ্ঞা

তিন বেড রুমের ফ্ল্যাট, দিন শেষে গাড়ি করে বাড়ি,

মাসের শেষ দশ দিনেও ফেসবুকে দামী রেস্তোরার চেক-ইন,

ফিয়াঁসেরা ভবিষ্যত এরকম ভেবে রাখে, সে ভাবেনি!





তবু এক গুচ্ছ অর্কিড নিয়ে সে বেচেঁ আছে

ভালোবাসা ফিরিয়ে নিয়েছে, হয়ত সস্তা বলে!

অর্কিড গুলো বেশ দামী, দুশো টাকা পিস।

এগুলো হাতে সে এখনো, আর অপেক্ষার দীর্ঘসূত্রিতা!





ফিয়াঁসে আসবে, বলেছিল, কথা দিয়েছিল!

ফিয়াঁসে আসবে, বলেছিল, কথা দিয়েছিল-আসবেই!

বোকা ছেলেটা জানেনা, কিছু অর্কিড বিষাক্ত হয়!!



মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৪ সকাল ৭:০৬

রাফা বলেছেন: What is the meaning fiase...?
Is it not fiance...?

০৯ ই জুন, ২০১৪ সকাল ৭:৪৮

সানড্যান্স বলেছেন: বাংলা উচ্চারণ ফিয়াঁসে, ইংলিশ এ লিখেছেন কেন ভাই?

২| ০৯ ই জুন, ২০১৪ সকাল ৭:৪৮

জাহাঙ্গীর.আলম বলেছেন: অপেক্ষায় ভালবাসা নাকি ভালবাসার অপেক্ষা ৷ ভাল লাগল ৷

০৯ ই জুন, ২০১৪ সকাল ৮:১১

সানড্যান্স বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। বিষাক্ত অর্কিডে চিরতরে হারিয়ে যাওয়ার ইচ্ছা!!! :(

৩| ০৯ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৪

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আপনার কবিতাটা পড়ে অনুবাদ কবিতার মত স্বাদ পেলাম । শুভেচ্ছা :)

০৯ ই জুন, ২০১৪ দুপুর ২:৩২

সানড্যান্স বলেছেন: হ্যা, ধাচঁটা আমি ইচ্ছে করেই এরকম রেখেছি, ধন্যবাদ ভাই, ভাল থাকবেন!

৪| ০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। বিষাদী সেই হারিয়ে যাওয়া।

০৯ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৩

সানড্যান্স বলেছেন: এখনো কেন হারাই না ভাই? সে কবে থেকে পালিয়ে বেড়াচ্ছি!!! ঘুরে ফিরে সেই চেনা গলি!!!

৫| ০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৩৫

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর! ভালো লাগা কবিতায়!

০৯ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৪

সানড্যান্স বলেছেন: নেক ধন্যবাদ খন্ড ত ভাই!! দোয়া রাখবেন, শুভেচ্ছা!!

৬| ০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৪৩

অন্ধবিন্দু বলেছেন:
অর্কিড গুলো বেশ দামী, দুশো টাকা পিস।

সানড্যান্স,
ভালোবাসারা আজ সস্তা হয়েছে নাকি দামী
তিন বেড রুমের ফ্ল্যাট, দিন শেষে গাড়ি করে বাড়ি
বোকা ছেলেটার ভালোবাসা তাই কেবল বোকামি !

শুভ কামনা রইলো।।

০৯ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৬

সানড্যান্স বলেছেন: ছেলেটা বোকাই রয়ে গেছে অদ্যবধি!!!

অনেক অনেক ধন্যবাদ ও শুভ কামনা!!!

ভাল থাকবেন!

৭| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৪

আফ্রি আয়েশা বলেছেন:
অসাধারণ !

০৯ ই জুন, ২০১৪ দুপুর ২:৩৭

সানড্যান্স বলেছেন: থ্যাঙ্কিউ!!! :)

৮| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:১৬

শের শায়রী বলেছেন: ভাই সালাম। কেমন আছেন বিশ্বাস করেন জানতাম না এত সুন্দর কবিতা লিখতে পারেন রীতিমত ঈর্ষা বোধ করছি।

অসাধারন।

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৪

সানড্যান্স বলেছেন: ওয়ালাইকুম সালাম। ভাল আছি, আলহামদুলিল্লাহ, এভাবে বললে লজ্জা পাইরে ভাই!!

আপনার ব্লগ থেকে কত কিছু জেনেছি তাই বা কম কিসে?

৯| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৫

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। ফিঁয়াসে শব্দটার ব্যবহার একটু পুনরাবৃত্তিক লেগেছে যদিও।

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৫:৩০

সানড্যান্স বলেছেন: খানে তুমি কিংবা কোন নাম নেই, ফিয়াঁসেই বিষয় বস্তু, তারা ভালোবাসে পরস্পরকে, গীর্জার সামনে দাঁড়িয়ে শপথ করে বাগদানের, অতঃপর মেয়েটি আংটি ফেরত দেয়!!


ধন্যবাদ পপিন্সের বাবা!!

১০| ১২ ই জুন, ২০১৪ রাত ১:২৮

সাদরিল বলেছেন: আমি অন্যদের কবিতায় প্রিয়তমা শব্দটি দেখি। আপনি এর আগে মাদমোয়াজাল শব্দটি আরেক কবিতায় ব্যাবহার করেছিলেন। এই কবিতায় ফিয়াসে শব্দ ব্যাবহার করলেন।আপনের এ ধরণের শব্দচয়ন আপনার কবিতাকে আলাদা রূপ দেয়।

১২ ই জুন, ২০১৪ ভোর ৫:০৫

সানড্যান্স বলেছেন: অনেক ভাল লাগা রইল সাদরিল ভাই তোমার প্রতি। এভাবে কেউ খেয়াল করে আমার কবিতাপড়ে কিনা জানা নেই, তোমাকে কৃতজ্ঞতা!!

১১| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: যে অংশগুলো বেস্ট লাগলো ...

বাগদত্তায় আপত্তি ছিল তার, তাই সে ফিঁয়াসে বলত
আর ভালোবাসত, অন্তত সে তাই জানত, ভেবেছিল!
ফিয়াঁসে গাইত, তার জন্য, কাঁদত তার জন্য, হাসিও তার!
আর সে অপেক্ষা করত, ক্লান্ত শরীরে ভাঙ্গা মন নিয়ে!
সে আসবে, বলেছিল, কথা দিয়েছিল-আসবেই!


এবং ....

আংটি বদল হয়নি তাদের, তবু তারা ফিয়াসেঁ ছিল
অনাগত ভবিষ্যতের গল্পে ভোর হত কতশত রাত
প্রতিদিনের অফিসের ব্যস্ততার ক্লান্তি কেটে যেত স্কাইপে!
চুমু খেত স্যামসাং মনিটরে, সজোরে চেপে ধরত মাউস

১২| ২৮ শে জুন, ২০১৪ দুপুর ১২:৫৬

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালোলাগা (৫ম প্লাস) দিয়ে মার্ক করলাম এটাও ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.